সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

 পাঠ ১১

কেন আমরা বড়ো সম্মেলনগুলোতে যোগদান করি?

কেন আমরা বড়ো সম্মেলনগুলোতে যোগদান করি?

মেক্সিকো

জার্মানি

বটসোয়ানা

নিকারাগুয়া

ইতালি

কেন এই লোকেদেরকে এত হাসি-খুশি দেখাচ্ছে? তারা আমাদের একটা সম্মেলনে যোগ দিচ্ছে। অতীতের ঈশ্বরের দাসদের মতো, যাদেরকে বছরে তিনবার সমবেত হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, আমরাও বড়ো বড়ো দলে মিলিত হওয়ার জন্য অধীর অপেক্ষায় থাকি। (দ্বিতীয় বিবরণ ১৬:১৬) প্রতি বছর, আমাদের তিনটে সম্মেলন হয়ে থাকে: দুটো এক দিনের সীমা সম্মেলন এবং একটা তিন দিনের আঞ্চলিক সম্মেলন। এই সমাবেশগুলো থেকে আমরা কীভাবে উপকৃত হই?

এগুলো আমাদের খ্রিস্টীয় ভ্রাতৃসমাজকে শক্তিশালী করে। ঠিক যেমন ইস্রায়েলীয়রা “মণ্ডলীগণের মধ্যে” যিহোবার প্রশংসা করে আনন্দিত হতো, তেমনই আমরাও বিশেষ উপলক্ষ্যগুলোতে একত্রে তাঁর উপাসনা করা উপভোগ করি। (গীতসংহিতা ২৬:১২; ১১১:১) এই সমাবেশগুলো অন্যান্য মণ্ডলী অথবা এমনকী অন্যান্য দেশের সাক্ষির সঙ্গে মিলিত হওয়ার ও মেলামেশা করার সুযোগ করে দেয়। দুপুরবেলায় সম্মেলনস্থলে আমরা একত্রে খাবার খাওয়া উপভোগ করি, যা এই আধ্যাত্মিক উপলক্ষ্যগুলোর বন্ধুত্বপূর্ণ পরিবেশের ক্ষেত্রে অবদান রাখে। (প্রেরিত ২:৪২) এই উপলক্ষ্যগুলোতে আমরা নিজেরা সেই প্রেম উপভোগ করি, যা জগতে আমাদের “ভ্রাতৃসমাজকে” একতাবদ্ধ করে।—১ পিতর ২:১৭.

এগুলো আমাদেরকে আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করে। এ ছাড়া, ইস্রায়েলীয়রা শাস্ত্রের ‘কথা বুঝিতে পারিয়া’ উপকৃত হতো, যা তাদের কাছে ব্যাখ্যা করা হতো। (নহিমিয় ৮:৮, ১২) আমরাও আমাদের সম্মেলনগুলোতে বাইবেল থেকে যে-নির্দেশনাগুলো পাই, সেগুলোকে মূল্যবান বলে গণ্য করি। প্রত্যেকটা কার্যক্রম একটা শাস্ত্রীয় মূলভাবের ওপর ভিত্তি করে হয়ে থাকে। আগ্রহজনক বিভিন্ন বক্তৃতা, সিম্পোসিয়াম ও বাস্তব ঘটনাগুলোকে অভিনয় করে দেখানো বিষয়টার মাধ্যমে আমরা আমাদের জীবনে কীভাবে ঈশ্বরের ইচ্ছা পালন করতে হয়, তা শিখি। এই কঠিন সময়ে খ্রিস্টান হিসেবে জীবনযাপন করার প্রতিদ্বন্দ্বিতাকে সফলভাবে মোকাবিলা করছে এমন ব্যক্তিদের অভিজ্ঞতাগুলো যখন আমরা শুনি, তখন আমরা উৎসাহিত হই। আঞ্চলিক সম্মেলনগুলোতে, মঞ্চনাটকগুলো বাইবেলের বিবরণগুলোকে আরও বাস্তব করে তোলে এবং আমাদেরকে বিভিন্ন ব্যবহারিক শিক্ষা প্রদান করে। প্রত্যেকটা সম্মেলনে, যারা ঈশ্বরের কাছে তাদের উৎসর্গীকরণকে প্রকাশ করতে চায়, তাদের জন্য বাপ্তিস্মের আয়োজন করা হয়ে থাকে

  • কেন সম্মেলনগুলো আনন্দের উপলক্ষ্য?

  • কোনো সম্মেলনে যোগদান করার দ্বারা আপনি কীভাবে উপকৃত হতে পারেন?