সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

পাঠ ৯

কীভাবে আমরা সভাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি?

কীভাবে আমরা সভাগুলোর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারি?

কাম্বোডিয়া

ইউক্রেন

আপনি যদি একজন যিহোবার সাক্ষির সঙ্গে বাইবেল অধ্যয়ন করছেন, তাহলে খুব সম্ভবত আপনি প্রতিটা অধ্যয়নের বিষয়বস্তু আগে থেকে পড়ে রাখার চেষ্টা করেন। পুরোপুরি উপকার লাভ করতে হলে, মণ্ডলীর কোনো সভায় যোগ দেওয়ার আগেও একই বিষয় করা ভালো। আমরা যখন এক উত্তম রুটিন তৈরি করি, তখন ভালো ফল পাওয়া যায়।

কখন ও কোথায় অধ্যয়ন করবেন, তা নির্ধারণ করুন। কখন আপনি সবচেয়ে ভালো করে মনোযোগ দিতে পারবেন? ভোরবেলায়, দিনের কাজ শুরু করার আগে অথবা রাতেরবেলায় যখন সন্তানরা ঘুমিয়ে পড়ে? আপনি যদি অনেকক্ষণ ধরে অধ্যয়ন করতে না পারেন, তাহলে নির্ধারণ করুন যে, আপনি কতটা সময় আলাদা করে রাখতে পারেন আর তাতে কোনোকিছুকে বাধা সৃষ্টি করতে না দেওয়ার চেষ্টা করুন। একটা নিরিবিলি জায়গা খুঁজে বের করুন আর রেডিও, টেলিভিশন ও সেলফোন বন্ধ করে রাখার দ্বারা সমস্ত বিক্ষেপকে সরিয়ে রাখুন। অধ্যয়ন করার আগে প্রার্থনা করা, দিনের উদ্‌বেগজনিত চিন্তার বিষয়গুলো থেকে স্বস্তি লাভ করতে সাহায্য করবে, যাতে করে আপনি ঈশ্বরের বাক্যের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন।—ফিলিপীয় ৪:৬, ৭.

বিষয়বস্তুতে দাগ দিন এবং অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিন। বিষয়বস্তু সম্বন্ধে পুরো ধারণা লাভ করার দ্বারা শুরু করুন। প্রবন্ধ অথবা অধ্যায়ের শিরোনামটির বিষয়ে চিন্তা করুন, কীভাবে প্রত্যেকটা উপশিরোনাম সেই মূলভাবের সঙ্গে সম্পর্কযুক্ত তা বিবেচনা করুন এবং মূল বিষয়গুলোর ওপর জোর দেয় এমন যেকোনো ছবি ও পুনরালোচনার প্রশ্নগুলো বিশ্লেষণ করুন। এরপর প্রত্যেকটা অনুচ্ছেদ পড়ুন এবং ছাপানো প্রশ্নের উত্তরটা খুঁজে বের করুন। উল্লেখিত শাস্ত্রপদগুলো খুলে দেখুন ও পড়ুন এবং কীভাবে সেগুলো বিষয়বস্তুকে সমর্থন করে, সেই বিষয়ে চিন্তা করুন। (প্রেরিত ১৭:১১) আপনি যখন প্রশ্নের উত্তরটা খুঁজে বের করেন, তখন অনুচ্ছেদে মুখ্য কয়েকটা শব্দে অথবা বাক্যাংশে দাগ দিন যা আপনাকে সভার সময় উত্তরটা মনে করতে সাহায্য করবে। এরপর, চাইলে আপনি সভায় হাত তুলতে এবং নিজের ভাষায় সংক্ষেপে মন্তব্য করতে পারেন।

প্রতি সপ্তাহে সভাগুলোতে আলোচিত বিভিন্ন বিষয় পরীক্ষা করার দ্বারা আপনি আপনার বাইবেলের জ্ঞানের ‘ভাণ্ডারে’ নতুন নতুন চিন্তাধারাকে যোগ করবেন।—মথি ১৩:৫১, ৫২.

  • সভাগুলোর জন্য প্রস্তুতি নিতে আপনি কোন রুটিন তৈরি করতে পারেন?

  • কীভাবে সভায় মন্তব্য করার জন্য আপনি নিজে প্রস্তুতি নিতে পারেন?