যিহোবার কাছে ফিরে আসুন

যিহোবা তাঁর হারানো মেষের অন্বেষণ করেন এবং তিনি আপনাকে তাঁর কাছে ফিরে আসতে আমন্ত্রণ জানান।

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে একটা চিঠি

পরিচালকগোষ্ঠীর কাছ থেকে এই চিঠি ঈশ্বরের সেই দাসদের জন্য এক বিনতি স্বরূপ, যারা ভ্রান্ত হয়েছে বা খোঁয়াড় থেকে দূরে সরে গিয়েছে।

বিভাগ ১

“আমি হারাণ মেষের অন্বেষণ করিব”

ঈশ্বর কি এমন মনে করেন, একটা হারানো মেষের ফিরে আসার আর কোনো আশা নেই?

বিভাগ ২

উদ্‌বিগ্নতা—“সর্ব্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি”

আপনি আগে যিহোবার জন্য যা করতেন, তা করতে পারছেন না বলে যদি হতাশা বোধ করেন, তা হলে এক সাধারণ পরামর্শ আপনাকে তাঁর শক্তি থেকে উপকার লাভ করার জন্য সাহায্য করতে পারে।

বিভাগ ৩

আঘাতদায়ক অনুভূতি—যখন আমাদের কাউকে “দোষ দিবার কারণ থাকে”

কোনো সহবিশ্বাসী যখন আপনার প্রতি অন্যায় করেন, তখন বাইবেলের তিনটে নীতি আপনাকে আপনার অনুভূতির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে।

বিভাগ ৪

অপরাধবোধ—“আমার পাপ হইতে আমাকে শুচি কর”

কীভাবে আপনি শুদ্ধ বিবেক লাভ করার মাধ্যমে স্বস্তি পেতে পারেন?

বিভাগ ৫

‘আপনাদের প্রাণের পালক ও অধ্যক্ষের’ কাছে ফিরে আসুন

আমি যদি যিহোবার কাছে ফিরে আসতে চাই, তাহলে প্রথমে আমি কী করতে পারি? মণ্ডলীর ভাই-বোনেরা আমাকে দেখে কেমন প্রতিক্রিয়া দেখাবে?

উপসংহার

যিহোবার লোকেদের সঙ্গে আপনি যে-সুন্দর সময়গুলো কাটিয়েছিলেন, সেগুলোর কথা কি আপনার কখনো মনে পড়ে?