সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বিভাগ ৫

‘আপনাদের প্রাণের পালক ও অধ্যক্ষের’ কাছে ফিরে আসুন

‘আপনাদের প্রাণের পালক ও অধ্যক্ষের’ কাছে ফিরে আসুন

এই ব্রোশারে যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর কথা আলোচনা করা হয়েছে, সেগুলোর মধ্যে এক বা একাধিক কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি কি আপনি হয়েছেন? যদি হয়ে থাকেন, তাহলে আপনার লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। বাইবেলের সময়ে এবং আমাদের সময়েও ঈশ্বরের অনেক বিশ্বস্ত দাস একইধরনের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে মোকাবিলা করেছেন। তারা যেমন এই প্রতিদ্বন্দ্বিতা কাটিয়ে ওঠার জন্য যিহোবার কাছ থেকে সাহায্য লাভ করেছেন, তেমনই আপনিও লাভ করতে পারেন।

আপনি যদি যিহোবার কাছে ফিরে আসেন, তাহলে তিনি আপনাকে সাদরে গ্রহণ করবেন

নিশ্চিত থাকুন, আপনি যদি যিহোবার কাছে ফিরে আসেন, তাহলে তিনি আপনাকে সাদরে গ্রহণ করবেন। তিনি আপনাকে উদ্‌বিগ্নতার সঙ্গে মোকাবিলা করতে, আঘাতদায়ক অনুভূতি কাটিয়ে উঠতে এবং শুদ্ধ বিবেক থাকার ফলে মনে ও হৃদয়ে যে-শান্তি আসে, তা খুঁজে পেতে সাহায্য করবেন। তখন আপনি আবারও সহউপাসকদের সঙ্গে যিহোবার সেবা করতে অনুপ্রাণিত হবেন। আপনার পরিস্থিতি হবে প্রথম শতাব্দীর সেই খ্রিস্টানদের মতো, যাদের প্রতি প্রেরিত পৌল এই কথাগুলো লিখেছিলেন: “তোমরা ‘মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে,’ কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ।”—১ পিতর ২:২৫.

নিঃসন্দেহে, যিহোবার কাছে ফিরে আসা আপনার জন্য সর্বোত্তম। কেন? কারণ এর ফলে আপনি যিহোবার হৃদয়কে আনন্দিত করবেন। (হিতোপদেশ ২৭:১১) আপনি জানেন যে, যেহেতু যিহোবার অনুভূতি রয়েছে, তাই আমাদের কাজগুলো তাঁকে প্রভাবিত করে। অবশ্য, যিহোবা তাঁকে প্রেম ও সেবা করার জন্য কাউকে জোর করেন না। (দ্বিতীয় বিবরণ ৩০:১৯, ২০) একজন বাইবেল পণ্ডিত এই বিষয়টাকে এভাবে বলেন: “অন্য কেউ আপনার মনের দরজা খুলতে পারে না। আপনাকেই তা খুলতে হবে।” প্রেমপূর্ণ হৃদয়ের দ্বারা পরিচালিত হয়ে যিহোবার উপাসনা করার মাধ্যমে আমরা নিজেরা সেই দরজা খুলে দিতে পারি। আমরা যখন তা করি, তখন তাঁকে এক মূল্যবান উপহার অর্থাৎ আমাদের সম্পূর্ণ ভক্তি দিই এবং তাঁর হৃদয়কে অত্যন্ত আনন্দিত করি। সত্যি বলতে কী, যিহোবা যে-উপাসনা পাওয়ার যোগ্য, তা তাঁকে দেওয়ার মাধ্যমে আমরা ধন্য বা আনন্দিত হই আর এই আনন্দের সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না।—প্রেরিত ২০:৩৫; প্রকাশিত বাক্য ৪:১১.

এ ছাড়া, আপনি যখন পুনরায় ঈশ্বরকে উপাসনা করতে শুরু করবেন, তখন আপনার আধ্যাত্মিক চাহিদা পূর্ণ হবে। (মথি ৫:৩) কীভাবে? জগতের লোকেরা এইরকম চিন্তা করে, ‘কেন আমরা এখানে আছি?’ তারা জীবনের উদ্দেশ্য সম্বন্ধীয় প্রশ্নগুলোর উত্তর জানার জন্য উৎসুক হয়ে আছে। মানুষের এইরকম চাহিদা রয়েছে কারণ যিহোবা এই চাহিদা দিয়ে তাদের সৃষ্টি করেছেন। তিনি আমাদের এমনভাবে তৈরি করেছেন, যাতে আমরা তাঁকে সেবা করার মাধ্যমে পরিতৃপ্তি পেতে পারি। প্রেমের দ্বারা পরিচালিত হয়ে আমরা যে যিহোবাকে উপাসনা করছি, সেটা জানার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি পরিতৃপ্তি লাভ করি, যা অন্য কিছু করার মাধ্যমে লাভ করা সম্ভব নয়।—গীতসংহিতা ৬৩:১-৫.

মনে রাখবেন, যিহোবা চান যেন আপনি তাঁর কাছে ফিরে আসেন। কীভাবে আপনি এই ব্যাপারে নিশ্চিত হতে পারেন? এই বিষয়টা বিবেচনা করুন: অনেক প্রার্থনা সহকারে, মনোযোগের সঙ্গে এই ব্রোশার তৈরি করা হয়েছে। কোনো খ্রিস্টান প্রাচীন অথবা সহবিশ্বাসী হয়তো এই ব্রোশারটা আপনাকে দিয়েছে। এরপর আপনি এই ব্রোশার পড়তে এবং এর বার্তার প্রতি সাড়া দিতে অনুপ্রাণিত হয়েছেন। এই সমস্তকিছু প্রমাণ দেয়, যিহোবা আপনাকে ভুলে যাননি। বরং, তিনি কোমলভাবে আপনাকে তাঁর কাছে ফিরে আসার জন্য আকর্ষণ করেছেন।—যোহন ৬:৪৪.

এটা জানার মাধ্যমে আমরা সান্ত্বনা পেতে পারি যে, যিহোবা কখনোই তাঁর হারিয়ে যাওয়া দাসদের ভুলে যান না। ডোনা নামে একজন বোন ঠিক এই বিষয়টাই উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বলেছিলেন: “আমি ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে গিয়েছিলাম কিন্তু আমি প্রায়ই গীতসংহিতা ১৩৯:২৩, ২৪ পদ নিয়ে গভীরভাবে চিন্তা করতাম, যেখানে বলা আছে: ‘হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও; আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও; আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও।’ আমি জানতাম, আমি জগতের নই এবং কখনোই এর সঙ্গে মানিয়ে নিতে পারব না, তাই যিহোবার সংগঠনই হচ্ছে সেই জায়গা, যেখানে আমার থাকা উচিত। আমি উপলব্ধি করতে শুরু করেছিলাম, যিহোবা কখনো আমাকে পরিত্যাগ করেননি; বরং তাঁর কাছে ফিরে আসার জন্য আমার নিজের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আর আমি অত্যন্ত আনন্দিত যে, আমি তা-ই করেছিলাম!”

“আমি উপলব্ধি করতে শুরু করেছিলাম, যিহোবা কখনো আমাকে পরিত্যাগ করেননি; বরং তাঁর কাছে ফিরে আসার জন্য আমার নিজের পদক্ষেপ নেওয়া প্রয়োজন”

আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি যেন আপনিও “সদাপ্রভুতে যে আনন্দ,” তা পুনরায় লাভ করতে পারেন। (নহিমিয় ৮:১০) যিহোবার কাছে ফিরে এসে আপনি কখনোই আপশোস করবেন না।