পরিশিষ্ট ২
আমাদের কখন কথা শেষ করে দেওয়া উচিত?
প্রচার করার সময় আমাদের হয়তো এমন ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে, যিনি আমাদের কথার সঙ্গে একমত হন না কিংবা কোনো বিষয়ে আমাদের প্রশ্ন করেন। সেই ব্যক্তি যদি সত্যিই আরও জানতে চান, তা হলে আমরা কথা চালিয়ে যাব। আমরা এমন লোকদের সঙ্গে কথা বলতে চাই, যাদের হয়তো “অনন্তজীবন লাভ করার জন্য সঠিক মনোভাব” রয়েছে।—প্রেরিত ১৩:৪৮.
কিন্তু, কোনো ব্যক্তি যদি রেগে যান অথবা কেবল তর্ক করতে চান কিংবা ঠিক সেই মুহূর্তে কথা বলতে না চান, তা হলে আপনি কি করবেন? শান্তভাবে এবং কৌশলতা সহকারে কথা শেষ করে দিন। (হিতো. ১৭:১৪) আমরা যদি সম্মানের সঙ্গে এবং সদয়ভাবে কথা বলি, তা হলে ভবিষ্যতে সেই ব্যক্তি হয়তো আমাদের সঙ্গে কথা বলার জন্য আগ্রহী হবেন।—১ পিতর ২:১২.