সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ৪

তারা শয়তানের কথা শুনেছিল​—এর ফল কী হয়েছিল?

তারা শয়তানের কথা শুনেছিল​—এর ফল কী হয়েছিল?

আদম ও হবা ঈশ্বরের বাধ্য হয়নি আর তাই তারা মারা গিয়েছিল। আদিপুস্তক ৩:৬, ২৩

হবা সাপের কথা শুনে সেই ফল খেয়েছিল। এরপর, সে আদমকে তা খেতে দিয়েছিল আর আদমও তা খেয়েছিল।

তারা যা করেছিল তা অন্যায় ছিল—তা পাপ ছিল। ঈশ্বর তাদেরকে তাদের পরমদেশ গৃহ থেকে বের করে দিয়েছিলেন।

তাদের ও তাদের সন্তানদের জন্য জীবন অনেক কঠিন ছিল। তারা বৃদ্ধ হয়েছিল ও মারা গিয়েছিল। তারা আত্মিক জগতে যায়নি; তারা অস্তিত্বহীন হয়ে গিয়েছিল।

মৃতেরা ধুলোর মতোই নির্জীব। আদিপুস্তক ৩:১৯

আমরা সকলে আদম ও হবা থেকে এসেছি বলেই আমরা মারা যাই। মৃতেরা দেখতে বা শুনতে অথবা কোনো কিছু করতে পারে না।—উপদেশক ৯:৫, ১০.

যিহোবা চাননি যে, লোকেরা মারা যাক। যারা মৃত্যুতে ঘুমিয়ে আছে, তাদেরকে তিনি শীঘ্র জীবনে ফিরিয়ে আনবেন। তারা যদি তাঁর কথা শোনে, তাহলে তারা চিরকাল বেঁচে থাকবে।