সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ১০

যারা ঈশ্বরের কথা শোনে তাদের জন্য কোন আশীর্বাদগুলো অপেক্ষা করছে?

যারা ঈশ্বরের কথা শোনে তাদের জন্য কোন আশীর্বাদগুলো অপেক্ষা করছে?

অধিকাংশ মৃতদেরকে পৃথিবীতে পুনরুত্থিত করা হবে। প্রেরিত ২৪:১৫

আপনি যদি যিহোবার কথা শোনেন, তাহলে আপনি ভবিষ্যতে যে-আশীর্বাদগুলো উপভোগ করবেন, সেগুলোর বিষয়ে একবার কল্পনা করুন! আপনার নিখুঁত শ্বাস্থ্য থাকবে; কেউ-ই অসুস্থ অথবা দুর্বল হবে না। খারাপ লোকেরা থাকবে না আর আপনি সকলের ওপর নির্ভর করতে পারবেন।

কোনো ব্যথা, শোক, অথবা অশ্রু থাকবে না। কেউ-ই বৃদ্ধ হবে না এবং মারা যাবে না।

আপনি বন্ধুবান্ধব ও পরিবার দ্বারা পরিবেষ্টিত থাকবেন। পরমদেশে জীবন আনন্দের হবে।

কোনো ভয় থাকবে না। লোকেরা সত্যই সুখী হবে।

ঈশ্বরের রাজ্য সমস্ত দুঃখকষ্টর শেষ নিয়ে আসবে। প্রকাশিত বাক্য ২১:৩, ৪