সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ১৪

কীভাবে আপনি যিহোবার প্রতি আনুগত্য দেখাতে পারেন?

কীভাবে আপনি যিহোবার প্রতি আনুগত্য দেখাতে পারেন?

ঈশ্বরের পক্ষ নিন। ১ পিতর ৫:৬-৯

বাইবেলের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন যেকোনো প্রথায় অংশ নেওয়া এড়িয়ে চলুন। তা করার জন্য সাহসের প্রয়োজন।

কোনো দেশের রাজনৈতিক বিষয়গুলোতে জড়িত হবেন না; সেগুলো যিহোবা ও তাঁর রাজ্যকে সমর্থন করে না।

সঠিক বিষয় বাছাই করুন—ঈশ্বরের কথা শুনুন। মথি ৭:২৪, ২৫

যিহোবার সাক্ষিদের সঙ্গে মেলামেশা করুন; তারা আপনাকে ঈশ্বরের নিকটবর্তী হতে সাহায্য করবে।

ঈশ্বর সম্বন্ধে শিখতে থাকুন এবং তাঁর আজ্ঞাগুলো মেনে চলার চেষ্টা করে চলুন।

আপনার বিশ্বাস যখন দৃঢ় হয়, তখন আপনার জীবন যিহোবার কাছে উৎসর্গ করা এবং আপনার বাপ্তিস্ম নেওয়া উচিত। —মথি ২৮:১৯.

ঈশ্বরের কথা শুনুন। বাইবেল পড়ুন এবং তা বুঝতে আপনাকে সাহায্য করার জন্য যিহোবার সাক্ষিদের জিজ্ঞেস করুন। এরপর, আপনি যা শেখেন তা কাজে লাগান। আপনি যদি তা করেন, তাহলে আপনি চিরকাল বেঁচে থাকবেন।—গীতসংহিতা ৩৭:২৯.