সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খণ্ড ১

কীভাবে আমরা ঈশ্বরের কথা শুনি?

কীভাবে আমরা ঈশ্বরের কথা শুনি?

ঈশ্বর বাইবেলের মাধ্যমে আমাদের সঙ্গে কথা বলেন। ২ তীমথিয় ৩:১৬

সত্য ঈশ্বর একটি পবিত্র বইয়ে তাঁর চিন্তাভাবনা লেখার জন্য মানুষকে পরিচালিত করেছিলেন। এই বইটি হল বাইবেল। এটিতে সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলো রয়েছে, যেগুলো আপনি জানুন বলে ঈশ্বর চান।

ঈশ্বর জানেন আমাদের জন্য কোনটা সবচেয়ে ভালো আর তিনি হলেন সমস্ত প্রজ্ঞার উৎস। তাঁর কথা শোনার দ্বারা আপনি সত্যিই জ্ঞানবান হবেন। —হিতোপদেশ ১:৫.

ঈশ্বর চান যেন পৃথিবীর সকলে বাইবেল পড়ে। এটি এখন অনেক ভাষায় পাওয়া যাচ্ছে।

আপনি যদি ঈশ্বরের কথা শুনতে চান, তাহলে আপনাকে অবশ্যই বাইবেল পড়তে এবং বুঝতে হবে।

সমস্ত জায়গায় লোকেরা শুনছে। মথি ২৮:১৯

যিহোবার সাক্ষিরা আপনাকে বাইবেল বুঝতে সাহায্য করতে পারে।

সারা পৃথিবীতে তারা ঈশ্বর সম্বন্ধে সত্য শিক্ষা দেয়।

এই শিক্ষার জন্য আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। এ ছাড়া, আপনি যিহোবার সাক্ষিদের স্থানীয় কিংডম হলেও ঈশ্বর সম্বন্ধে শিখতে পারেন।