এই প্রশ্নগুলোর উত্তর খুঁজুন
১. কেন সৎকর্ম করা কঠিন? (১ পিতর ৫:৮; রোমীয় ১২:২; ৭:২১-২৫)
২. মাংসের উদ্দেশে বপন করা বলতে কী বোঝায় আর কীভাবে আমরা তা এড়াতে পারি? (গালা. ৬:৮)
৩. কাদের প্রতি আমাদের “সৎকর্ম্ম” করা উচিত? (গালা. ৬:১০)
৪. কীভাবে আমরা আত্মার উদ্দেশে বপন করতে পারি? (গালা. ৬:৮)
৫. ক্লান্ত না হলে আমরা কী পাব? (গালা. ৬:৯)