সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

উপবাস সম্বন্ধে প্রশ্ন

উপবাস সম্বন্ধে প্রশ্ন

অধ্যায় ২৮

উপবাস সম্বন্ধে প্রশ্ন

যীশু ৩০ সা.শ.-র নিস্তারপর্বে যোগ দেবার পর প্রায় এক বছর অতিক্রান্ত হয়েছে। এতদিনে, যোহন বাপ্তাইজক বেশ কয়েক মাস বন্দী হয়ে রয়েছেন। যদিও তিনি চেয়েছিলেন তাঁর শিষ্যরা সকলে খ্রীষ্টের অনুগামী হয়, সকলে কিন্তু তা হয়নি।

এখন কারাগারে বন্দী যোহনের কিছু শিষ্য যীশুর কাছে এসে জিজ্ঞাসা করে: “ফরীশীরা ও আমরা অনেকবার উপবাস করি, কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না, ইহার কারণ কি?” ফরীশীরা তাদের ধর্ম্মীয় রীতি অনুসারে সপ্তাহে দুইবার উপবাস পালন করে। আর যোহনের শিষ্যরা হয়ত অনুরূপ রীতি পালন করে। এও হতে পারে যে তারা যোহন কারাগারে বন্দী সেই দুঃখে উপবাস করে এবং আশ্চর্য্য হয় কেন যীশুর শিষ্যরা এইভাবে দুঃখ প্রকাশের ক্ষেত্রে তাদের সাথে অংশ নিচ্ছে না।

উত্তরে যীশু বুঝিয়ে দেন: “বর সঙ্গে থাকিতে কি বাসর-ঘরের লোকে বিলাপ করিতে পারে? কিন্তু এমন সময় আসিবে, যখন তাহাদের নিকট হইতে বর নীত হইবেন; তখন তাহারা উপবাস করিবে।”

যোহনের শিষ্যদের স্মরণ করা উচিত যে যোহন নিজে যীশুকে সেই বর হিসাবে চিহ্নিত করেন। সেই কারণে যীশু যতক্ষণ উপস্থিত, যোহন উপবাস করা সঠিক মনে করবেন না, আর যীশুর শিষ্যরাও তা মনে করেন না। পরে, যখন যীশু মারা যান, তাঁর শিষ্যরা শোক ও উপবাস করেছিল। কিন্তু যখন তিনি পুনরুত্থিত হন ও স্বর্গে আরোহণ করেন, তখন আর তাদের শোকের কোন কারণ নেই।

এরপর, যীশু এই দৃষ্টান্ত দেন: “পুরাতন বস্ত্রে কেহ কোরা কাপড়ের তালী দেয় না; দিলে সেই নূতন তালীতে ঐ পুরাতন বস্ত্র ছিঁড়িয়া যায় এবং আরও মন্দ ছিদ্র হয়। আর লোক পুরাতন-কুপায় নূতন দ্রাক্ষারস রাখে না, রাখিলে কুপাগুলি ফাটিয়া যায় তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায়, কুপাগুলি নষ্ট হয়। কিন্তু লোকে নূতন কুপাতেই টাটকা দ্রাক্ষারস রাখে।” উপবাসের সঙ্গে এই দৃষ্টান্তগুলির কি সম্পর্ক আছে?

যীশু যোহন বাপ্তাইজকের শিষ্যদের উপলব্ধি করতে সাহায্য করছিলেন যে কেউ যেন তাঁর শিষ্যদের কাছ থেকে আশা না করে যে তারা যিহূদী ধর্ম্মের পুরাতন রীতি পালন করবে, যেমন উপবাস করার রীতি। তিনি পুরাতন উপাসনার ব্যবস্থায় জোড়া তালী দিয়ে চালাতে আসেননি, যে ব্যবস্থাকে শীঘ্রই বাদ দেওয়া হবে। খ্রীষ্টিয় তত্ত্বকে যিহূদী ধর্মের যে তখনকার রীতি নীতি তার সাথে মেলান হবে না। না, ইহা সেই পুরাতন বস্ত্রে নূতন তালী দেবার টুকরা বা পুরাতন কুপায় নূতন দ্রাক্ষারস হবে না। মথি ৯:১৪-১৭; মার্ক ২:১৮-২২; লূক ৫:৩৩-৩৯; যোহন ৩:২৭-২৯.

▪ কারা উপবাস পালন করে এবং কি উদ্দেশ্যে?

▪ যীশু যতক্ষণ তাদের সাথে আছেন যীশুর শিষ্যরা কেন উপবাস করে না, এবং পরে কেন শীঘ্রই উপবাসের কারণটি চলে যাবে?

▪ যীশু কি উদাহরণসকল বর্ণনা করেন, আর এর অর্থ কি?