সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কফরনাহূমে আরও আশ্চর্য্য কাজ

কফরনাহূমে আরও আশ্চর্য্য কাজ

অধ্যায় ২৩

কফরনাহূমে আরও আশ্চর্য্য কাজ

যীশু তাঁর প্রথম চার শিষ্য—পিতর, আন্দ্রিয়, যাকোব ও যোহনকে—ডাকার পরের বিশ্রামবারে তারা সকলে কফরনাহূমের স্থানীয় সমাজ গৃহে যান। সেখানে যীশু শিক্ষা দিতে আরম্ভ করেন, আর লোকেরা চমৎকৃত হয় কারণ তিনি একজন ক্ষমতাপন্ন ব্যক্তির মত তাদের শিক্ষা দিতে থাকেন, তাদের অধ্যাপকদের মত নয়।

এই বিশ্রামবারে এক ভূতগ্রস্ত লোক সেখানে উপস্থিত। কিছুক্ষণ পরে, সে উচ্চৈঃস্বরে চিৎকার করে উঠল: “হে নাসরতীয় যীশু, আপনার সহিত আমাদের কি সম্পর্ক? আপনি কি আমাদিগকে বিনাশ করিতে আসিলেন? আমি জানি আপনি কে; ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।”

যে দুষ্ট আত্মাটি সেই ব্যক্তিকে তার দখলে রেখেছিল সে আসলে শয়তানের দূত। সেই দুষ্ট আত্মাকে ধমক দিয়ে যীশু বলেন: “চুপ কর, উহা হইতে বাহির হও!”

তাহাতে সেই দুষ্ট আত্মা সেই ব্যক্তিকে মোচড় দিয়ে মাটিতে ফেলে দেয় ও উচ্চৈঃস্বরে চীৎকার করে। কিন্তু সেই ব্যক্তির কোন ক্ষতি না করে তার থেকে বের হয়ে যায়। সকলে আশ্চর্য্য হয়! “একি?” তারা প্রশ্ন করে। “উনি ক্ষমতা সহকারে অশুচি আত্মাদিগকেও আজ্ঞা করেন, আর তাহারা উহার আজ্ঞা মানে।” এই খবর চারিধারের সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে।

সেই সমাজ গৃহ থেকে বেরিয়ে, যীশু ও তাঁর শিষ্যরা শিমোন বা পিতরের গৃহে যায়। সেখানে পিতরের শ্বাশুড়ীর খুব জ্বর হয়েছিল। ‘দয়া করে তাকে সাহায্য করুন,’ তারা বিনয় করে। তখন যীশু তার কাছে যান, তার হাত ধরেন, ও তাকে তোলেন। আর তৎক্ষণাৎ তিনি সেরে ওঠেন আর তাদের জন্য খাবার তৈরী করতে শুরু করেন!

পরে, যখন সূর্যাস্ত হয়েছে, সব জায়গা থেকে লোকে পিতরের গৃহে পীড়িতদের নিয়ে আসে। আর কিছুক্ষণের মধ্যে পুরো শহর সেই দরজার সামনে জড়ো হয়ে যায়! আর যীশু সব পীড়িতদের সুস্থ করেন, তাদের অসুখ যাই হোক না কেন। যারা ভূতগ্রস্ত তিনি তাদেরও আরোগ্য করেন। আর যে মন্দ আত্মাদের তিনি বার করে দেন, তারা চিৎকার করে: “আপনি ঈশ্বরের পুত্র।” কিন্তু যীশু তাদের ধমক দেন ও কথা বলতে দেন না কারণ তারা জানে যে তিনিই খ্রীষ্ট। মার্ক ১:২১-৩৪; লূক ৪:৩১-৪১; মথি ৮:১৪-১৭.

▪ যীশু যখন তাঁর চার শিষ্যকে ডাকেন তার পরের বিশ্রামবারে সমাজগৃহে কি ঘটে?

▪ যীশু সমাজগৃহ থেকে কোথায় যান, আর সেখানে কি আশ্চর্য্য কাজ করেন?

▪ পরে সেই দিন সন্ধ্যাবেলায় কি ঘটে?