সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কবরস্থ শুক্রবারে—এক শূন্য কবর রবিবারে

কবরস্থ শুক্রবারে—এক শূন্য কবর রবিবারে

অধ্যায় ১২৭

কবরস্থ শুক্রবারে—এক শূন্য কবর রবিবারে

এখন শুআবার অপরাহ্নের শেষ ভাগ, আর নিশান ১৫ বিশ্রামবার শুরু হবে সূর্য্যাস্তে। যীশুর মৃতদেহ যাতনা দণ্ডে ঝুলছে, কিন্তু তাঁর উভয় পার্শ্বে দুই দস্যুরা তখনও জীবিত। শুআবার অপরাহ্নকে বলা হয় প্রস্তুতি পর্বের সময় কারণ তখন লোকেরা খাবার তৈরী করে ও সেই সব কাজ সেরে ফেলে যা বিশ্রামবার শেষ হওয়া পর্যন্ত ফেলে রাখা যায় না।

এই বিশ্রাম দিন যা শীঘ্র শুরু হবে ইহা সাধারণ বিশ্রামবার (যা সপ্তাহের সপ্তম দিনে করা হয়) তা নয় কিন্তু দ্বিগুণ বা “মহা” বিশ্রামবার। এইরূপ বলা হয় কারণ নিশান ১৫, যা হচ্ছে সাত দিনের তাড়িশূন্য রুটির পর্বের প্রথম দিন (এবং সব সময় তা বিশ্রামবার হবে তা সে সপ্তাহের যে কোনদিন হোক), নিয়মিত বিশ্রামবারের দিনে পড়েছে।

ঈশ্বরের আইন অনুসারে মৃতদেহ যাতনা দণ্ডে সারা রাত থাকতে পারে না। তাই যিহূদীরা পীলাতকে বলে যে যাদের প্রাণবধ করা হচ্ছে তাদের মৃত্যু যেন তাড়াতাড়ি হয় সেই কারণে তাদের পা ভেঙ্গে দেওয়া হোক। সেই কারণে, সৈন্যরা সেই দুই দস্যুর পা ভেঙ্গে দেয়। কিন্তু যীশু যেহেতু মনে হয় মারা গেছেন তাঁর পা ভাঙ্গা হয় না। ইহা শাস্ত্রের কথা পূর্ণ করে: “তাঁহার একখানি অস্থিও ভগ্ন হইবে না।”

যাইহোক, সন্দেহ দূর করতে যে যীশু প্রকৃতই মৃত, একজন সৈন্য তাঁর কুক্ষিদেশে বর্শা দ্বারা বিদ্ধ করল। বর্শার আঘাত তাঁর হৃদযন্ত্রের কাছে লাগে, আর সঙ্গে সঙ্গে রক্ত ও জল বের হল। প্রেরিত যোহন যিনি নিজের চোখে দেখেন, এই সাক্ষ্য দেন যে ইহা আরও একটি শাস্ত্রীয় বচন পূর্ণ করে: “তাহারা যাঁহাকে বিদ্ধ করিয়াছে, তাঁহার প্রতি দৃষ্টি করিবে।”

সেই বধ্যস্থলে উপস্থিত আছে অরিমাথিয়ার যোষেফ, যিহূদী মহাসভার একজন গণ্যমান্য ব্যক্তি। সে মহাসভার আদালতে যে অন্যায় বিচারাজ্ঞা হয় যীশুর বিরুদ্ধে, তাতে অংশ নেয়নি। আসলে যোষেফ যীশুর একজন শিষ্য, যদিও নিজেকে সেইভাবে প্রকাশ করতে সে ভয় পায়। এখন কিন্তু, সে সাহস দেখিয়ে পীলাতের কাছে যায় ও যীশুর দেহ চায়। পীলাত দায়িত্বপ্রাপ্ত সেনাধ্যক্ষকে ডেকে পাঠান, ও সেই অফিসার যীশু মারা গেছেন প্রতিপন্ন করলে পর, পীলাত মৃতদেহ হস্তান্তর করেন।

যোষেফ দেহ নিয়ে পরিষ্কার সাদা চাদরে মুড়ে তা কবরের জন্য প্রস্তুত করে। তাকে সাহায্য করে নীকদীম, যে যিহূদী মহাসভার আরেকজন সভ্য। নীকদীমও তার বিশ্বাস স্বীকার করতে ভয় পায় কারণ তার পদ চলে যেতে পারে এইজন্য। কিন্তু এখন সে প্রায় ১০০ রোমীয় পাউন্‌ড্‌ (৩৩ কিলোগ্রাম) গন্ধরস ও দামী অগুরু নিয়ে আসে। যীশুর দেহকে এই সুগন্ধি বস্তুগুলিসহ কাপড়ে জড়ানো হয়, যেমন যিহূদীদের রীতি অনুযায়ী মৃতদেহ কবরে দেবার প্রস্তুতির জন্য রয়েছে।

দেহটি এরপর যোষেফের নূতন কবর যা এক নিকটবর্তী বাগানে পাথর কেটে করা, তাতে শুইয়ে দেওয়া হয়। শেষে কবরের মুখে এক বিশাল পাথর গড়িয়ে দেওয়া হয়। যাতে বিশ্রামবারের আগেই কবর দেওয়া যায়, দেহকে প্রস্তুত করার কাজ তাড়াতাড়ি করা হয়। সেই কারণে, মগ্‌দলীনী মরিয়ম এবং ছোট যাকোবের মা মরিয়ম, যারা সবেত এই প্রস্তুতির কাজে অংশ নেয়, তারা তাড়াতাড়ি বাড়ি যায় যেন আরও এই সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করতে পারে। বিশ্রামবারের পর, তারা যীশুর দেহ এর দ্বারা আরও প্রস্তুত করতে পরিকনো করে যাতে তাঁর দেহ আরও বেশী সময় পর্যন্ত সুরক্ষিত থাকে।

পরের দিন, শনিবার (বিশ্রামবার), প্রধান যাজকরা ও ফরীশীরা পীলাতের নিকটে গিয়ে বলে: “মহাশয়, আমাদের মনে পড়িতেছে, সেই প্রবঞ্চক জীবিত থাকিতে বলিয়াছিল, ‘তিনদিন পরে আমি উঠিব।’ অতএব তৃতীয় দিবস পর্যন্ত তাহার কবর চৌকি দিতে আজ্ঞা করুন; পাছে তাহার শিষ্যরা আসিয়া তাহাকে চুরি করিয়া লইয়া যায়, আর লোকদিগকে বলে, ‘তিনি মৃতগণের মধ্য হইতে উঠিয়াছেন!’ তাহা হইলে প্রথম ভ্রান্তি অপেক্ষা শেষ ভ্রান্তি আরও মন্দ হইবে।”

“তোমাদের নিকট প্রহরী দল আছে,” পীলাত উত্তর দেন। “তোমরা গিয়া যথাসাধ্য রক্ষা কর।” তাই তারা গিয়ে সেই কবরের দ্বারে সীলমোহর লাগিয়ে দেয় এবং রোমীয় সৈন্যদের কবরটি রক্ষা করার জন্য নিযুক্ত করে।

রবিবার দিন উষার মগ্‌দলীনী মরিয়ম ও যাকোবের মা মরিয়ম, আর তাদের সাথে শালোমী ও যোহানা এবং আরও অন্য স্ত্রীলোকেরা সুগন্ধি তৈল নিয়ে আসে, যাতে যীশুর দেহকে প্রস্তুত করতে পারে। তাদের পথে তারা এক জন অপরজনকে বলে: “কবরের দ্বার হইতে কে আমাদের জন্য পাথরখানি সরাইয়া দিবে?” কিন্তু সেখানে উপস্থিত হয়ে তারা দেখল, ভূমিকম্প হয়েছে আর যিহোবার দূত পাথরখানি সরিয়ে দিয়েছেন। রক্ষীরা চলে গেছে এবং কবরখানি শূন্য! মথি ২৭:৫৭–২৮:২; মার্ক ১৫:৪২–১৬:৪; লূক ২৩:৫০–২৪:৩, ১০; যোহন ১৯:১৪, ৩১–২০:১; ১২:৪২; লেবীয়পুস্তক ২৩:৫-৭; দ্বিতীয় বিবরণ ২১:২২, ২৩; গীতসংহিতা ৩৪:২০; সখরিয় ১২:১০.

▪ কেন শুআবারকে প্রস্তুতি পর্ব বলা হয়, আর “মহা” বিশ্রামবার কি?

▪ যীশুর দেহ সম্বন্ধে কোন শাস্ত্রীয় বচনগুলি পূর্ণ হয়?

▪ যোষেফ ও নীকদীম যীশুর কবর সম্বন্ধে কি করে, এবং যীশুর সাথে তাদের সম্বন্ধ কি?

▪ যাজকরা পীলাতের নিকট কি চায়, আর তিনি কিভাবে উত্তর দেন?

▪ রবিবার খুব ভোরবেলা কি ঘটে?