সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

কান্না উল্লাসে পরিণত হয়

কান্না উল্লাসে পরিণত হয়

অধ্যায় ৪৭

কান্না উল্লাসে পরিণত হয়

যখন যায়ীর দেখেন যে রক্তস্রাবগ্রস্ত স্ত্রীলোকটি সুস্থ হয়েছে, তখন যীশুর আরোগ্য করার আশ্চর্য্য শক্তির উপরে তার বিশ্বাস যে বাড়ে তাতে কোন সন্দেহ নেই। এর আগে, যায়ীর যীশুকে এসে তার প্রিয় ১২ বৎসরের কন্যাটি, যে মৃত্যু শয্যায় শায়িতা, তাকে আরোগ্য করতে বলেন। এখন অবশ্য, যায়ীর যা সব থেকে ভয় করছিলেন তাই হল। যখন যীশু সেই স্ত্রীলোকটির সাথে কথা বলছেন, কিছু লোক এসে যায়ীরকে বলে: “আপনার কন্যার মৃত্যু হইয়াছে! গুরুকে আর কেন কষ্ট দিতেছেন?”

কি মর্মান্তিক এই খবর! চিন্তা করুন: এই ব্যক্তি, যে সমাজে অনেক প্রতাপ রাখে, এখন সে একেবারে নিরুপায় যখন তার কন্যার মৃত্যুর খবর শোনে। যীশু, যাহাহোক, এই কথা শুনতে পান। তাই, যায়ীরের দিকে ফিরে, তিনি উৎসাহজনকভাবে বলেন: “ভয় করিও না, কেবল বিশ্বাস কর।”

যীশু সেই দুঃখার্ত ব্যক্তিটির সাথে তার গৃহে যান। তারা যখন পৌঁছান, তখন সেখানে অতিশয় রোদন ও বিলাপ হচ্ছে। অনেক লোক একত্র হয়েছে, আর তারা শোকে বুক চাপড়াচ্ছে। যখন যীশু ভেতরে প্রবেশ করেন, তিনি জিজ্ঞাসা করেন: “তোমরা কোলাহল ও রোদন করিতেছ কেন? বালিকাটি মরে নাই, ঘুমাইয়া রহিয়াছে।”

এই কথা শুনে লোকেরা যীশুর প্রতি বিদ্রূপের হাসি হাসে, কারণ তারা জানে যে বালিকাটি মারা গেছে। যীশু, অবশ্য, বললেন যে সে শুধু ঘুমাচ্ছে। তাঁর ঈশ্বর দত্ত শক্তি ব্যবহার করে, তিনি দেখাবেন যে লোকেদের সহজেই মৃত্যু থেকে ফিরিয়ে আনা যায় ঠিক যেমন কাউকে গভীর ঘুম থেকে জাগানো যায়।

যীশু এবার সকলকে বার করে দেন কেবল পিতর, যাকোব ও যোহন এবং বালিকাটির পিতা মাতা ছাড়া। তারপর এই বালিকাটি যেখানে শুয়ে ছিল সেখানে যান। বালিকাটির হাত ধরে, যীশু বলেন: “টাল’ই·থা কু’মি,” যা অনুবাদ করলে মানে দাঁড়ায়: “বালিকা, তোমায় বলিতেছি, উঠ!” আর সেই বালিকা উঠে তখনই হাঁটতে আরম্ভ করে! এই দৃশ্য দেখে তার বাবা মা যেন উল্লাসে পাগল হয়ে যায়।

বাচ্চাটিকে কিছু খাদ্য দেওয়া হোক এই নির্দ্দেশ দিয়ে, যীশু যায়ীর ও তার স্ত্রীকে আজ্ঞা দেন যেন এই বিষয় কাউকে না বলে যে কি ঘটেছে। কিন্তু যীশুর বলা সত্বেও, এই কথা সমস্ত প্রদেশে ব্যাপ্ত হয়। ইহা দ্বিতীয় পুনরুত্থান যা যীশু করেন। মথি ৯:১৮-২৬; মার্ক ৫:৩৫-৪৩; লূক ৮:৪১-৫৬.

▪ যায়ীর কি সংবাদ পান, এবং যীশু তাকে কিভাবে উৎসাহিত করেন?

▪ যখন তারা যায়ীরের গৃহে পৌঁছান তখন সেখানকার পরিস্থিতি কি?

▪ কেন যীশু বলেন, যে মৃত বাচ্চাটি কেবল ঘুমাচ্ছে?

▪ কোন পাঁচজন যীশুর দ্বারা সম্পাদিত এই পুনরুত্থান দেখেন?