সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

খ্রীষ্টের বিজয়সূচকরূপে যিরূশালেমে প্রবেশ

খ্রীষ্টের বিজয়সূচকরূপে যিরূশালেমে প্রবেশ

অধ্যায় ১০২

খ্রীষ্টের বিজয়সূচকরূপে যিরূশালেমে প্রবেশ

পরের দিন সকালে, রবিবার, নিশান ৯, যীশু বৈথনিয়া ছেড়ে তাঁর শিষ্যদের নিয়ে জৈতুন পর্বতের উপর দিয়ে যিরূশালেমের দিকে রওনা হন। কিছু সময় পরে, তারা বৈৎফগী গ্রামের কাছে আসলেন, যা জৈতুন পর্বতের উপরে। যীশু তাঁর দুইজন শিষ্যকে আদেশ দেন:

“তোমাদের সম্মুখে ঐ গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গর্দ্দভী বাঁধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আন। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ‘ইহাদিগেতে প্রভুর প্রয়োজন আছে।’ তাহাতে সে তখনই তাহা পাঠাইয়া দিবে।”

যদিও প্রথমে শিষ্যরা বুঝতে অসমর্থ হন যে এর সাথে বাইবেলের কোন ভাববাণীর যোগ আছে, পরে তারা বুঝতে পারেন। সখরিয় ভাববাদী ভাববাণী করেছিলেন যে ঈশ্বরের প্রতিজ্ঞাত রাজা যিরূশালেমে প্রবেশ করবে গর্দ্দভে চড়ে, হ্যাঁ, “গর্দ্দভীর শাবকে উপবিষ্ট।” রাজা শলোমন ঠিক এই ভাবে গর্দ্দভ শাবকে চড়ে রাজ্য গ্রহণ করেন।

যখন শিষ্যরা বৈৎফগীতে গিয়ে সেই গর্দ্দভী ও তার বৎসকে খুলে নিয়ে আসেন, নিকটে দাঁড়ানো কিছু লোক জিজ্ঞাসা করে: “গর্দ্দভশাবক খুলিয়া কি করিতেছ?” যখন তারা বলে যে তা প্রভুর জন্য, তারা তা যীশুর কাছে নিয়ে যেতে দেয়। শিষ্যরা তাদের কাপড় মা গর্দ্দভী ও তার শাবকের উপর পেতে দিলেন, কিন্তু যীশু সেই শাবকের উপর উঠলেন।

যীশু যখন যিরূশালেমের দিকে গর্দ্দভে চড়ে যান, ভিড় বাড়তে থাকে। বেশীর ভাগ লোক তাদের কাপড় রাস্তায় পেতে দেয়, অন্যরা গাছ থেকে ডালপালা কেটে রাস্তায় ছড়িয়ে দেয়। “ধন্য যিনি যিহোবার নামে আসিতেছেন!” (NW) তারা চিৎকার করে। “ঊর্দ্ধলোকে হোশান্না!”

কিছু ফরীশী যারা ভিড়ের মধ্যে আছে এই ঘোষণা শুনে তারা যীশুর কাছে অভিযোগ করে: “গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিউন।” কিন্তু যীশু উত্তর করেন: “ইহারা যদি চুপ করিয়া থাকে, প্রস্তর সকল চেঁচাইয়া উঠিবে।”

যীশু যখন যিরূশালেমের কাছে আসেন, তিনি নগরটি দেখে তার জন্য রোদন করেন, এই বলে: “তুমি, তুমিই যদি আজিকার দিনে, যাহা যাহা শান্তিজনক, তাহা বুঝিতে—কিন্তু এখন সে সকল তোমার দৃষ্টি হইতে গুপ্ত রহিল।” স্বেচ্ছায় অবাধ্য হওয়ার জন্য যিরূশালেমকে তার মূল্য দিতে হবে, যীশু যেমন ভাববাণী করেন:

“তোমার শত্রুগণ [জেনারেল টাইটাসের আধীনে রোমানরা] তোমাকে বেষ্টন করিবে, এবং তোমাকে ও তোমার মধ্যবর্তী তোমার বৎসগণকে ভূমিসাৎ করিবে, তোমার মধ্যে প্রস্তরের উপরে প্রস্তর থাকিতে দিবে না।” এই ধ্বংস যীশুর ভাববাণী করার ৩৭ বৎসর পরে ৭০ সা.শ. ঘটে।

ভিড়ের মধ্যে অনেকে আছেন যারা কয়েক সপ্তাহ আগে দেখেছেন, যীশু লাসারকে পুনরুত্থিত করেন। আর এরা সেই আশ্চর্য্য কাজ সম্বন্ধে অন্যদের বলে। তাই যীশু যখন যিরূশালেমে প্রবেশ করেন, সমস্ত নগর উত্তেজনায় পূর্ণ হয়। “উনি কে?” লোকেরা জানতে চায়। সেই জনতা বলে: “উনি সেই ভাববাদী। গালীলের নাসরতীয় যীশু!” যা ঘটছে তা দেখে, ফরীশীরা বিলাপ করতে লাগল যে তারা কোথাও কিছু করতে পারছে না, সেই কারণে, তারা বলে: “জগৎসংসার উহার পশ্চাদগামী হইয়াছে।”

যিরূশালেম দর্শনে তাঁর রীতি অনুসারে যীশু ধর্মধামে শিক্ষা দিতে গেলেন। সেখানে অন্ধেরা ও খঞ্জেরা তাঁর কাছে আসে এবং তিনি তাদের সুস্থ করেন! যখন প্রধান যাজকগণ ও অধ্যাপকেরা দেখে যে যীশু কি আশ্চর্য্য কাজ সাধন করছেন এবং শোনেন বালকেরা চিৎকার করছে, “হোশান্না দায়ূদ সন্তান!” তারা রুষ্ট হয়। “শুনিতেছ, ইহারা কি বলিতেছে?” এই বলে অভিযোগ করে।

“হ্যাঁ,” যীশু তাদের উত্তর দেন। “তোমরা কি কখনও পাঠ কর নাই যে, ‘তুমি শিশু ও দুগ্ধপোষ্যদের মুখ হইতে স্তব সম্পন্ন করিয়াছ’?”

যীশু শিক্ষা দিতে থাকেন, ও মন্দিরের চারিপাশে সব কিছুকে দেখেন। তারপর সন্ধ্যা হয়। তাই তিনি তাঁর ১২ জনকে নিয়ে, প্রায় ৩ কিলোমিটার রাস্তা বৈথনিয়াতে ফেরৎ যান। সেখানে তিনি রবিবার রাত কাটান, হয়ত তাঁর বন্ধু লাসারের গৃহে। মথি ২১:১-১১, ১৪-১৭; মার্ক ১১:১-১১; লূক ১৯:২৯-৪৪; যোহন ১২:১২-১৯; সখরিয় ৯:৯.

▪ কখন এবং কিরূপে যীশু রাজা হিসাবে যিরূশালেমে প্রবেশ করেন?

▪ জনতার যীশুর প্রশংসা করাটি কিভাবে গুরুত্বপূর্ণ?

▪ যীশু যখন যিরূশালেম দেখেন তখন তাঁর কিরূপ মনে হয়, আর কি ভবিষ্যদ্বাণী তিনি করেন?

▪ কি হয় যখন যীশু মন্দিরে যান?