তাঁর প্রেরিতদের মনোনয়ন
অধ্যায় ৩৪
তাঁর প্রেরিতদের মনোনয়ন
যোহন যীশুকে ঈশ্বরের মেষশাবক বলে পরিচিত করিয়ে দেবার পর এবং যীশুর জনসাধারণ্যে পরিচর্য্যা শুরু করার পর থেকে প্রায় দেড় বৎসর অতিক্রান্ত হয়েছে। এই সময়ের মধ্যে আন্দ্রিয়, শিমোন পিতর, যোহন, এবং হয়ত যাকোব (যোহনের ভাই), এবং ফিলিপ ও নথনেল (যাকে বর্থলময় বলা হয়), তাঁর প্রথম শিষ্য হয়। আর সময় যত অতিবাহিত হয়, অন্যরাও তাদের সাথে যোগ দেয় খ্রীষ্টকে অনুসরণ করতে।
এখন যীশু প্রস্তুত তাঁর প্রেরিতদের মনোনয়ন করার জন্য। এরা হবেন তাঁর অন্তরঙ্গ সঙ্গী যাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। কিন্তু তাদের মনোনীত করার পূর্বে, যীশু একটি পর্বতে যান আর সেখানে সারা রাত্রি ব্যয় করেন প্রার্থনায়, হয়তো তিনি প্রজ্ঞা ও ঈশ্বরের আশীর্বাদ চান। যখন সকাল হয়, তিনি তাঁর শিষ্যদের ডাকেন ও তাদের মধ্যে থেকে ১২ জনকে বেছে নেন। কিন্তু, যেহেতু তখনও তারা যীশুর ছাত্র, তাদের এখনও শিষ্যও বলা হয়ে থাকে।
যে ছয়জনের নাম আগে করা হল, তাদের যীশু প্রথমে বেছে নেন। মথি, যাকে যীশু তার কর-অফিস থেকে ডেকে নেন, তাকেও মনোনীত করা হয়। অন্য পাঁচজন যাদের মনোনীত করা হয় তারা হল যিহূদা (যাকে থদ্দেয় বলে), ঈষ্করিয়োতীয় যিহূদা, শিমোন সেই কনানীয়, থোমা, এবং যাকোব যে আল্ফেয়ের পুত্র। এই যাকোব যাকে ছোট যাকোবও বলা হয়, হয়ত সে বেঁটে লোক ছিল নয়ত অন্য প্রেরিত যাকোবের থেকে ছোট ছিল বয়সে সেই জন্য।
এই ১২ জন কিছু কাল যাবৎ তাঁর সাথে আছে, আর যীশু তাদের ভাল করে জানেন। বাস্তব পক্ষে, এদের অনেকেই তাঁর নিজের আত্মীয়। যাকোব ও তার ভাই যোহন স্পষ্টতই যীশুর মাসতুতো ভাই। আর আল্ফেয় খুব সবেত, যোষেফের ভাই। তাই প্রেরিত যাকোব, যে ছিল আল্ফেয়ের পুত্র, সেও যীশুর খুড়তুতো ভাই হবে।
যীশুর, অবশ্য, কোন সমস্যা নেই তাঁর প্রেরিতদের নাম মনে রাখতে। কিন্তু আপনি কি সেগুলি মনে রাখতে পারেন? কেবল মনে রাখুন দুইজনের নাম শিমোন, দুইজনের নাম যাকোব, দুইজনের নাম যিহূদা, আর শিমোনের ভাইয়ের নাম আন্দ্রিয়, আর যাকোবের ভাইয়ের নাম যোহন। এইভাবে আটজন প্রেরিতদের নাম মনে রাখা যায়। আর চারজন হলেন করগ্রাহী (মথি), একজন যে পরে সন্দেহ করেছিল (থোমা), একজন যাকে গাছের নীচে থেকে ডাকা হয় (নথনেল), আর তার বন্ধু ফিলিপ।
এগারজন প্রেরিত আসেন যীশুর ঘরের ক্ষেত্র গালীল থেকে। নথনেল আসেন কান্না থেকে। ফিলিপ, পিতর ও আন্দ্রিয় আসলে বৈথসৈদা থেকে, পিতর ও আন্দ্রিয় পরে কফরনাহূম চলে আসেন, যেখানে মনে হয় মথি থাকতেন। যাকোব ও যোহন মাছের ব্যবসায় ছিলেন এবং সবেত কফরনাহূম বা তার ধারে কাছে থাকতেন। এও মনে হয় যে ঈষ্করিয়োতীয় যিহূদা, যে পরে যীশুর সাথে বিশ্বাসঘাতকতা করে, একমাত্র প্রেরিত যে যিহূদীয়া থেকে এসেছিল। মার্ক ৩:১৩-১৯; লূক ৬:১২-১৬.
▪ কোন প্রেরিতরা হয়ত বা যীশুর আত্মীয় ছিলেন?
▪ কারা যীশুর প্রেরিত, আর কি ভাবে তাদের নাম মনে রাখা যায়?
▪ কোন জায়গাগুলি থেকে প্রেরিতরা এসেছিলেন?