সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

বাগানে নিদারুণ যন্ত্রণা

বাগানে নিদারুণ যন্ত্রণা

অধ্যায় ১১৭

বাগানে নিদারুণ যন্ত্রণা

যীশু তাঁর প্রার্থনা শেষ করার পর, তিনি ও তাঁর ১১ জন বিশ্বস্ত প্রেরিতরা যিহোবার প্রশংসার্থে গীত গান করেন। তারপর তারা সেই উপরের কুঠরি থেকে নেমে আসেন, আর বাইরের ঠাণ্ডা অন্ধকারে বার হন এবং কিদ্রোন উপত্যকা পার হয়ে বৈথনিয়া অভিমুখে যাত্রা করেন। কিন্তু যাত্রা পথে, তারা এক প্রিয় জায়গায় থামেন, গেৎশিমানীর বাগানে। এই স্থানটি জৈতুন পর্বত এলাকার কোন এক স্থানে অবস্থিত। যীশু তাঁর শিষ্যদের সাথে প্রায়ই এখানে একত্রিত হতেন জলপাই গাছগুলির মাঝখানে।

তাঁর আটজন প্রেরিতকে—হয়ত বাগানের প্রবেশ পথে রেখে—তিনি আজ্ঞা করেন: “আমি যতক্ষণ ওখানে গিয়া প্রার্থনা করি, ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাক।” তিনি আর তিনজন—পিতর, যাকোব ও যোহনকে নিয়ে বাগানের আরও ভিতরে প্রবেশ করেন। যীশু ব্যাকুল ও দুঃখার্ত হন। “আমার প্রাণ মরণ পর্যন্ত দুঃখার্ত হইয়াছে,” তিনি তাদের বলেন। “তোমরা এখানে থাক, আমার সঙ্গে জাগিয়া থাক।”

আরও একটু এগিয়ে, যীশু মাটিতে উবুড় হয়ে পড়েন এবং আন্তরিকভাবে প্রার্থনা করেন: “হে আমার পিতঃ, যদি হইতে পারে, তবে এই পানপাত্র আমার নিকট হইতে দূরে যাউক। তথাপি আমার ইচ্ছা মত না হউক, তোমার ইচ্ছামত হউক।” তিনি কি বোঝাতে চান? কেন তিনি “মরণ পর্যন্ত দুঃখার্ত?” তিনি কি তাঁর মৃত্যুবরণ করার সিদ্ধান্ত এবং মুক্তির মূল্য প্রদান থেকে পিছিয়ে যাচ্ছেন?

কখনই না! যীশু মৃত্যু থেকে রেহাই পাবার জন্য অনুরোধ করছেন না। এমন কি একবার পিতরের দ্বারা প্রস্তাবিত বলিরূপে মৃত্যুবরণ এড়ানোর চিন্তাও তাঁর কাছে ঘৃণ্য। বরং, তাঁর যন্ত্রণা হচ্ছে যে ভাবে তাঁকে শীঘ্রই মরতে হবে সেই ভয়ে—এক ঘৃণ্য অপরাধী হিসাবে—যা তাঁর পিতার নামের উপর কলঙ্ক আনবে। তিনি বুঝতে পারেন যে কয়েক ঘন্টার মধ্যে তাঁকে যাতনা দণ্ডে বিদ্ধ করে এক জঘন্যতম ব্যক্তিরূপে—ঈশ্বরের বিরুদ্ধে নিন্দাকারীরূপে মারা হবে! ইহাই তাঁকে দারুণভাবে ব্যাকুল করছিল।

দীর্ঘ সময় প্রার্থনা করার পর, যীশু ফিরে এসে দেখেন যে তাঁর তিনজন প্রেরিত ঘুমাচ্ছেন। পিতরকে উদ্দেশ্য করে, তিনি বলেন: “এক ঘন্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? জাগিয়া থাক ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়।” রাত্রি অনেক হয়েছে এবং তারা চাপের মধ্যে আছে, তা বুঝে, তিনি বলেন: “আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল।”

যীশু দ্বিতীয়বার যান এবং বিনয় করেন যে ঈশ্বর যেন সেই “পানপাত্র” যা হচ্ছে, যিহোবার কাছ থেকে তাঁর জন্য ইচ্ছা, বা অংশ, তা সরিয়ে নেন। যখন তিনি আবার ফিরে আসেন, দেখেন তারা ঘুমাচ্ছেন যখন তাদের প্রার্থনা করা উচিত যেন তারা পরীক্ষায় না পড়েন। যখন যীশু তাদের সাথে কথা বলেন, উত্তরে তারা কি বলবে জানে না।

শেষে, তৃতীয়বার যীশু যান, প্রায় একটি ঢিল ছুড়ে মারার দূরত্বে, এবং জানু পেতে, আর্তস্বরে ও রোদন করে, তিনি প্রার্থনা করেন: “পিতঃ, যদি তোমার অভিমত হয়, আমা হইতে এই পানপাত্র দূর কর।” যীশু দারুণ যন্ত্রণা অনুভব করেন কারণ অপরাধী রূপে তাঁর মৃত্যু পিতার নামের উপর যে কলঙ্ক আনবে তার জন্য। তাঁর প্রতি ঈশ্বর নিন্দার দোষারোপ হবে—যে তিনি ঈশ্বরের দোষারোপকারী—তা স করা প্রায় অতিরিক্ত!

যাইহোক, যীশু প্রার্থনায় রত থাকলেন: “আমি যাহা চাহি তাহা নহে, কিন্তু তুমি যাহা চাহ।” বাধ্যভাবে যীশু ঈশ্বরের ইচ্ছার সামনে তাঁর ইচ্ছাকে সমর্পণ করলেন। তখন, স্বর্গ থেকে একজন দূত আবির্ভূত হয়ে উৎসাহজনক বাক্যের দ্বারা তাঁকে শক্তিশালী করে তুললেন। সবেত সেই দূত তাঁকে বলেন যে তাঁর উপর তাঁর পিতার সম্মতিজনক মনোভাব আছে।

তবুও, যীশুর কাঁধে কি গুরুভার! তাঁর নিজের অনন্ত জীবন ও সমস্ত মানব জাতির জীবন অনিশ্চিত অবস্থায় রয়েছে। মানসিক চাপ প্রচুর। সেই কারণে যীশু আরও আন্তরিকভাবে প্রার্থনা করেন, আর তাঁর ঘর্ম্ম যেন রক্তের ঘণীভূত ফোঁটা হয়ে মাটিতে পড়তে থাকে। “যদিও ইহা খুব কম ক্ষেত্রে হয়,” দ্যা জার্নাল অফ দ্যা অ্যামেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন মন্তব্য করে, “রক্তময় ঘর্ম্ম . . . দারুণ আবেগপূর্ণ পরিস্থিতিতে হতে পারে।”

এরপর, যীশু তৃতীয়বার তাঁর প্রেরিতদের নিকট ফেরৎ আসেন, এবং লক্ষ্য করেন যে তারা ঘুমাচ্ছে। দুঃখ তাদের ক্লান্ত করে দিয়েছে। “এই সময় তোমরা নিদ্রা যাও, ও বিশ্রাম কর!” তিনি আশ্চর্য্য হয়ে বলেন। “যথেষ্ট হয়েছে! সময় উপস্থিত! দেখ! মনুষ্যপুত্র পাপীদের হস্তে সমর্পিত হন। উঠ, আমরা যাই। দেখ! যে ব্যক্তি আমাকে সমর্পণ করিতেছে, সে নিকটে আসিয়াছে।” (NW)

তিনি কথা বলছেন, এমন সময় ঈষ্করিয়োতীয় যিহূদা এগিয়ে আসে, তার সাথে অস্ত্র এবং মশালসহ বিস্তর লোক। মথি ২৬:৩০, ৩৬-৪৭; ১৬:২১-২৩; মার্ক ১৪:২৬, ৩২-৪৩; লূক ২২:৩৯-৪৭; যোহন ১৮:১-৩; ইব্রীয় ৫:৭.

▪ সেই উপরের কুঠরি ত্যাগ করার পর, যীশু তাঁর প্রেরিতদের কোথায় পরিচালিত করেন, এবং সেখানে তিনি কি করেন?

▪ যখন যীশু প্রার্থনা করছেন, তখন প্রেরিতরা কি করছেন?

▪ যীশু কেন কষ্ট পাচ্ছেন, ঈশ্বরের কাছে তিনি কি নিবেদন করেন?

▪ যীশুর ঘর্ম্ম রক্তের ফোঁটার ন্যায় পড়তে থাকার অর্থ কি?