বিশ্রামবারের দিন শীষ ছেঁড়া
অধ্যায় ৩১
বিশ্রামবারের দিন শীষ ছেঁড়া
শীঘ্রই যীশু ও তাঁর শিষ্যরা যিরূশালেম থেকে গালীলে ফেরেন। তখন বসন্তকাল, আর মাঠে বৃন্তে শস্যের শীষ রয়েছে। শিষ্যরা খুব ক্ষুধার্ত। তাই তারা শীষে যে শস্য তা ছিঁড়ে খায়। কিন্তু যেহেতু তাহা বিশ্রামবার, তাদের কাজ অলক্ষিত থাকে না।
ধর্ম্মীয় নেতারা যীশুকে যিরূশালেমে বিশ্রামবার লঙ্ঘন করার অভিযোগে হত্যা করতে চেয়েছিল। এবার ফরীশীরা তাঁর বিরুদ্ধে দোষারোপ আনে। “দেখ! বিশ্রামবারে যাহা করা বিধেয় নয়, তাহাই তোমার শিষ্যগণ করিতেছে,” তারা অভিযোগ করে।
ফরীশীরা শীষ তুলে তাকে হাতে করে ঘষাকে মনে করে শস্য ছেদন ও মর্দ্দনের সমতুল্য। কিন্তু কাজ সম্পর্কে তাদের কঠোর বিশ্লেষণ বিশ্রামবারকে বোঝাস্বরূপ করে তুলেছিল, যেখানে ইহা হওয়া উচিত ছিল আনন্দের ও আত্মিকভাবে গড়ে তোলার সময়। তাই যীশু শাস্ত্র থেকে উদাহরণ দেখান যিহোবা কখনই তাঁর বিশ্রামবারের নিয়মকে এমন কঠোরভাবে অযৌক্তিক উপায়ে প্রয়োগ করতে বলেননি।
যীশু বলেন যে যখন দায়ূদ ও তাঁর লোকজন ক্ষুধার্ত ছিল, তাঁরা ঈশ্বরের গৃহে প্রবেশ করেছিল, আর দর্শন-রুটি ভোজন করে। সেই রুটিগুলি যিহোবার সম্মুখ থেকে সরিয়ে সেখানে টাটকা রুটি রাখা হয়েছিল, আর সেই রুটিগুলি সাধারণত যাজকদের খাবার জন্য রাখা হত। কিন্তু, পরিস্থিতি অনুযায়ী, দায়ূদ ও তাঁর লোকেরা সেই রুটি খাবার জন্য দোষী হননি।
আরও একটি উদাহরণ দিয়ে, যীশু বলেন: “আর তোমরা কি ব্যবস্থায় পাঠ কর নাই যে, বিশ্রামবারে যাজকেরা ধর্মধামে বিশ্রামবার লঙ্ঘন করিলেও নির্দ্দোষ থাকে?” হ্যাঁ, বিশ্রামবারেও যাজকেরা উৎসর্গের জন্য প্রস্তুতি ও বলি দিয়ে থাকে! “কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি,” যীশু বলেন: “এইস্থানে ধর্মধাম হইতে মহান এক ব্যক্তি আছেন।”
ফরীশীদের শিক্ষা দিয়ে, যীশু বলে চলেছেন: “‘আমি দয়াই চাই, বলিদান নয়,’ এই কথার অর্থ কি, তাহা যদি তোমরা জানিতে, তবে নির্দ্দোষদিগকে দোষী করিতে না।” তারপর যীশু এই বলে শেষ করেন: “কেননা মনুষ্যপুত্র বিশ্রামবারের কর্ত্তা।” যীশু এই কথার দ্বারা কি বোঝাতে চান? যীশু তাঁর শান্তিপূর্ণ হাজার বৎসর রাজত্বের বিষয় এখানে ইঙ্গিত করছিলেন।
গত ৬০০০ বছর ধরে, মানুষ শয়তান দিয়াবলের অধীনে অনেক কষ্ট ভোগ করছে, আর যুদ্ধ অপরাধ নিত্য দিনের ব্যাপার হয়ে উঠেছে। অন্যদিকে, যীশুর মহাবিশ্রামবারের রাজত্ব এই সব কষ্ট ও অত্যাচার থেকে বিশ্রাম দেবে। মথি ১২:১-৮; লেবীয়পুস্তক ২৪:৫-৯; ১ শমূয়েল ২১:১-৬; গণনাপুস্তক ২৮:৯; হোশেয় ৬:৬.
▪ যীশুর শিষ্যদের বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়, আর যীশু কিভাবে উত্তর দেন?
▪ ফরীশীদের কি ভুল যীশু ধরিয়ে দেন?
▪ কিভাবে যীশু “বিশ্রামবারের কর্ত্তা?”