মথিকে আহ্বান
অধ্যায় ২৭
মথিকে আহ্বান
সেই পক্ষাঘাতীকে সুস্থ করার কিছু পরেই, যীশু কফরনাহূম থেকে গালীল সমুদ্রের দিকে যান। আবার লোকেদের বিরাট ভীড় তাঁর কাছে আসে, আর তিনি তাদের শিক্ষা দেন। তিনি যখন হাঁটতে হাঁটতে চলেছেন, তিনি মথিকে দেখেন, যাকে লেবিও বলা হয়, সে তার কর নেবার দজ্বরে বসে ছিল। “আমার পশ্চাৎ আইস,” যীশু তাকে আমন্ত্রণ করেন।
সবেত, মথি যীশুর শিক্ষা সম্বন্ধে অবহিত ছিলেন যেমন পিতর, আন্দ্রিয়, যাকোব ও যোহনও অবহিত ছিলেন, যখন তাদের ডাকা হয়। তাদের মত মথিও তৎক্ষণাৎ এই আমন্ত্রণে সাড়া দেন। তিনি ওঠেন, তার দায়িত্ব পরিত্যাগ করেন একজন করগ্রাহী হিসাবে, আর যীশুর পশ্চাৎ যান।
পরে, হয়ত তার এই আমন্ত্রণকে স্মরণীয় করার জন্য, মথি তার গৃহে এক বিরাট ভোজের আয়োজন করেন। যীশু ও তাঁর শিষ্যরা ছাড়াও, মথির আগের সাথীরা সেখানে উপস্থিত। এই ব্যক্তিদের সাধারণতঃ সহ-যিহূদীরা দেখতে পারে না কারণ তারা ঘৃণিত রোমীয় কর্তৃপক্ষের জন্য কর গ্রহণ করত। আরও, তারা অসৎভাবে লোকেদের থেকে বেশী পয়সা নিত যা সাধারণ করের অনেক বেশী।
যীশুকে ঐরূপ ব্যক্তিদের সাথে ভোজে দেখে, ফরীশীরা তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করে: “তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সাথে ভোজন করেন?” এই কথা শুনিয়া, যীশু ফরীশীদের উত্তর দেন: “সুস্থ লোকদের চিকিৎসার প্রয়োজন নাই; বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। কিন্তু তোমরা গিয়া শিক্ষা কর, এই বচনের মর্ম্ম কি, ‘আমি দয়াই চাই, বলিদান নয়।’ কেননা আমি ধার্ম্মিকদিগকে নয়, কিন্তু পাপীদের ডাকিতে আসিয়াছি।”
সবেত, মথি এই করগ্রাহীদের তার গৃহে ডেকেছেন যেন তারাও যীশুর কথা শোনে এবং আত্মিকভাবে আরোগ্য লাভ করে। তাই যীশু তাদের সাথে মেলামেশা করেন যেন তারা ঈশ্বরের সাথে উত্তম সম্পর্কে আসতে পারে। যীশু এই লোকেদের ঘৃণা করেন না, যেমন আত্ম-ধার্ম্মিক ফরীশীরা করে। কিন্তু, করুণায় চালিত হয়ে, তিনি তাদের জন্য, এক আত্মিক চিকিৎসকের কাজ করেন।
সেই জন্য যীশুর পাপীদের প্রতি করুণা তাদের পাপ উপেক্ষা করা নয়, কিন্তু সেই একই দরদী অনুভূতির অভিব্যক্তি যা তিনি শারীরিকভাবে অসুস্থদের প্রতি দেখিয়েছিলেন। উদাহরণস্বরূপ স্মরণ করুন, যখন তিনি সহানুভূতির সাথে সেই কুষ্ঠীকে হাত বাড়িয়ে স্পর্শ করেন, এই বলে: “আমার ইচ্ছা, তুমি শুচীকৃত হও।” আমরাও যেন অন্যদের এমনই দয়া দেখাই তাদের প্রয়োজনে সাহায্য করে, বিশেষ করে তাদের আত্মিক উপায়ে সাহায্য করে। মথি ৮:৩; ৯:৯-১৩; মার্ক ২:১৩-১৭; লূক ৫:২৭-৩২.
▪ মথি কোথায় ছিলেন যখন যীশু তাকে লক্ষ্য করেন?
▪ মথির জীবিকা কি, এবং কেন অন্য যিহূদীরা এই লোকেদের ঘৃণা করত?
▪ যীশুর বিরুদ্ধে কি অভিযোগ করা হয়, ও তিনি তার কি উত্তর দেন?
▪ যীশু কেন পাপীদের সাথে মেলামেশা করতেন?