সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যিহোবার উপাসনার জন্য উদ্যোগ

যিহোবার উপাসনার জন্য উদ্যোগ

অধ্যায় ১৬

যিহোবার উপাসনার জন্য উদ্যোগ

যীশুর অর্দ্ধভ্রাতারা—মরিয়মের অন্য পুত্ররা হলেন—যাকোব, যোষেফ, শিমোন, এবং যিহূদা। তারা সকলে যীশু ও তাঁর শিষ্যদের সাথে গালীল সমুদ্রের নিকটবর্তী নগর, কফরনাহূমে যাত্রা করার পূর্বে, হয়ত নাসরতে তাদের গৃহে থামে যাতে সেই পরিবার প্রয়োজনীয় জিনিষগুলি গুছিয়ে বেঁধে নিতে পারে।

কিন্তু যীশু কান্না বা নাসরৎ অথবা গালীল পাহাড়ের কোন স্থানে, পরিচর্য্যা কাজ না চালিয়ে কেন কফরনাহূম গেলেন? একটি কারণ, কফরনাহূম বেশ প্রসিদ্ধ এবং বড় নগর। আরও, যীশুর বেশীরভাগ শিষ্যরা হয় কফরনাহূমে থাকেন নয়ত তার আশেপাশে, তাই যীশুর কাছ থেকে শিক্ষা নেবার জন্য তাদের গৃহ ছাড়ার প্রয়োজন হবে না।

কফরনাহূমে থাকাকালীন, যীশু অনেক আশ্চর্য্য কাজ করেন, যে সম্বন্ধে কয়েক মাস পরে তিনি নিজেই সাক্ষ্য দেন। কিন্তু শীঘ্রই যীশু ও তাঁর সাথীরা রাস্তায় বার হন। তখন বসন্তকাল, আর তারা যিরূশালেমে যাচ্ছেন ৩০ সা.শ. নিস্তারপর্বে যোগ দিতে। সেখানে থাকাকালীন, তাঁর শিষ্যরা যীশুর সম্বন্ধে কিছু লক্ষ্য করেন যা হয়ত তারা আগে কখনও দেখেননি।

ঈশ্বরের আইন অনুসারে, ইস্রায়েলীয়দের পশু বলি দিতে হত। তাই, তাদের সুবিধার্থে, ব্যবসায়ীরা এই উদ্দেশ্যে যিরূশালেমে পশু ও পাখি বিক্রী করত। কিন্তু তারা এই বিআয় একেবারে মন্দিরের ভিতরে করছিল, আর তারা অত্যধিক দাম নিয়ে লোকেদের ঠকাচ্ছিল।

ঘৃণা ও আধে পূর্ণ হয়ে, যীশু দড়ি দিয়ে একটি চাবুক তৈরী করেন এবং সেই বিআয়কারীদের বাইরে বের করে দেন। তিনি পোদ্দারদের টাকা পয়সা ছড়িয়ে ফেলেন এবং তাদের টেবিল উল্টে ফেলেন। “এ স্থান হইতে এ সকল লইয়া যাও!” যারা কপোত বিআয় করছিল তাদের উদ্দেশ্যে চেঁচিয়ে বলেন। “আমার পিতার গৃহকে বাণিজ্যের কেন্দ্র করিও না!”

যখন যীশুর শিষ্যরা এই সকল দেখলেন, ঈশ্বরের পুত্র সম্বন্ধে তাদের সেই ভাববাণী মনে পড়ল; “তোমার গৃহনিমিত্তক উদ্যোগ আমাকে গ্রাস করিবে।” কিন্তু যিহূদীরা জিজ্ঞাসা করে: “তুমি আমাদিগকে কি চিহ্ন দেখাইতেছ, যে এই সকল করিতেছ?” যীশু উত্তর দেন: “এই মন্দির ভাঙ্গিয়া ফেল, আমি তিন দিনের মধ্যে ইহা উঠাইব।”

যিহূদীরা ভাবল যীশু আক্ষরিক মন্দিরের কথা বলছেন, তাই তারা জিজ্ঞাসা করে: “এই মন্দির নির্ম্মাণ করতে ছেচল্লিশ বৎসর লাগিয়াছে; তুমি কি তিন দিনের মধ্যে ইহা উঠাইবে?” কিন্তু, যীশু আপন দেহরূপ মন্দিরের কথা বলছিলেন। আর তিন বৎসর পর, তাঁর শিষ্যরা এই কথা স্মরণ করেন যখন তিনি মৃতদের মধ্য হইতে উত্থিত হন। যোহন ২:১২-২২; মথি ১৩:৫৫; লূক ৪:২৩.

▪ কান্নায় বিবাহে যোগ দেবার পর, যীশু কোন স্থানগুলিতে যাত্রা করেন?

▪ যীশু কেন ঘৃণায় পরিপূর্ণ হন, আর তিনি কি করেন?

▪ যীশুর শিষ্যেরা তাঁর কার্য দেখে কি স্মরণ করেন?

▪ যীশু “এই মন্দির” সম্বন্ধে কি বলেন, আর তার অর্থ কি?