সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যীশুর পরীক্ষাগুলি থেকে শেখা

যীশুর পরীক্ষাগুলি থেকে শেখা

অধ্যায় ১৩

যীশুর পরীক্ষাগুলি থেকে শেখা

তাঁর বাপ্তিস্মের পরেই, যীশু ঈশ্বরের আত্মার মাধ্যমে যিহূদীয়া প্রান্তরে পরিচালিত হন। তাঁকে অনেক কিছু চিন্তা করতে হবে, কারণ তাঁর বাপ্তিস্মের সময় “স্বর্গ খুলে যায়,” যাতে তিনি স্বর্গীয় বিষয়গুলি বুঝতে পারেন। বাস্তবিকই, গভীরভাবে ভাবতে তাঁর জন্য অনেক কিছু রয়েছে!

যীশু সেই প্রান্তরে ৪০ দিন ও ৪০ রাত্রি কাটান এবং এই সময় কিছুই আহার করেন না। তারপর, যখন যীশু খুব ক্ষুধার্ত, দিয়াবল তাঁর কাছে আসে তাঁকে পরীক্ষা করার জন্য, এবং বলে “তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বল, যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়।” কিন্তু যীশু জানেন যে তাঁর অলৌকিক ক্ষমতা নিজের ব্যক্তিগত চাহিদাকে তুষ্ট করার জন্য ব্যবহার করা ভুল। তাই তিনি সেই পরীক্ষায় সম্মত হননি।

দিয়াবল কিন্তু ছেড়ে দেয়নি। সে অন্য ভাবে চেষ্টা করে। সে যীশুকে চ্যালেঞ্জ করে বলে মন্দিরের দেওয়াল থেকে ঝাঁপ দিতে যাতে দূতেরা এসে তাঁকে রক্ষা করতে পারে। কিন্তু যীশু এমন চাঞ্চল্যকর এক দৃশ্য ঘটাতেও প্রলুব্ধ হননি। শাস্ত্র থেকে উব্ত করে তিনি দেখান যে, ঈশ্বরকে এইভাবে পরীক্ষা করা ভুল।

তৃতীয় পরীক্ষায়, দিয়াবল যীশুকে কোন অলৌকিকভাবে পৃথিবীর সমস্ত রাজ্যগুলিকে দেখায় এবং বলে: “তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম কর, এই সমস্ত আমি তোমাকে দিব।” কিন্তু আবার যীশু ভুল করার লোভকে প্রত্যাখ্যান করেন, ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা বেছে নেন।

আমরা যীশুর এই পরীক্ষাগুলি থেকে শিখতে পারি। এইগুলি দেখায় যে দিয়াবল কেবল মন্দ একটি গুণ নয়, যেমন কোন কোন ব্যক্তিরা দাবি করেন, কিন্তু সে বাস্তব, অদৃশ্য এক ব্যক্তি। যীশুর পরীক্ষা এও দেখায় যে সমস্ত জাগতিক সরকারগুলি হচ্ছে শয়তানের সম্পত্তি। কারণ সেগুলি যদি তার না হত তাহলে কি সে খ্রীষ্টকে পরীক্ষার নিমিত্ত সেগুলি দেবার লোভ দেখাত?

আর এও চিন্তা করুন: দিয়াবল একবার তাকে প্রণাম করার বিনিময়ে, যীশুকে পুরস্কারস্বরূপ পৃথিবীর সমস্ত রাজ্য দিতে রাজী ছিল। দিয়াবল আমাদেরও অনুরূপভাবে পরীক্ষা করার চেষ্টা করতে পারে, জাগতিক ধন, ক্ষমতা, অথবা উচ্চপদ পাওয়ার লোভউদ্রেককারী সুযোগগুলি আমাদের সামনে রেখে। কিন্তু আমরা কত বিজ্ঞ হব যীশুর উদাহরণ অনুকরণ করে যা হল ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকা প্রলোভন যাই অসুক না কেন! মথি ৩:১৬; ৪:১-১১; মার্ক ১:১২, ১৩; লূক ৪:১-১৩.

▪ যীশু ৪০ দিন যখন প্রান্তরে ছিলেন তিনি কি বিষয়গুলি ধ্যান করেন?

▪ দিয়াবল কিভাবে যীশুকে পরীক্ষা করে?

▪ যীশুর পরীক্ষাগুলি থেকে আমরা কি শিখতে পারি?