সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যীশু এক বিধবার শোক দূর করেন

যীশু এক বিধবার শোক দূর করেন

অধ্যায় ৩৭

যীশু এক বিধবার শোক দূর করেন

সেই শতপতির ভৃত্যকে আরোগ্য করার পর, যীশু নায়িন নামক শহরের দিকে যাত্রা করেন, এই নগরটি কফরনাহূমের দক্ষিণ-পশ্চিম দিকে প্রায় ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। তাঁর শিষ্যরা ও বিরাট এক জনতা তাঁর সাথে যাচ্ছিল। যখন তারা নায়িন নগরের বাইরে পৌঁছান তখন প্রায় সন্ধ্যাকাল। এখানে শবদেহ বয়ে নিয়ে যাচ্ছে এমন মিছিলের সাথে তাদের দেখা হয়। তারা এক যুবক ব্যক্তির দেহ নিয়ে যাচ্ছে কবর দেবার জন্য।

বিশেষ করে মায়ের পরিস্থিতি খুবই করুণ, কারণ সে বিধবা আর এইটি তার একমাত্র সন্তান। যখন তার স্বামী মারা যায়, সে হয়ত আশ্বাস পায় যে তার পুত্র তার সাথে আছে। তার আশা, ইচ্ছা, ও আকাঙ্খা সব কিছু তার এই পুত্রের ভবিষ্যতকে ঘিরে। কিন্তু এখন আর কেহই নেই যাতে সে সান্ত্বনা পাবে। তাই সে দুঃখে কাতর হয়ে নগরবাসীদের সাথে কবরস্থানের দিকে যাচ্ছে।

যখন যীশু এই স্ত্রীলোকটিকে দেখেন, দুঃখে তাঁর হৃদয় ভরে যায়। তাই কোমল অথচ দৃঢ়ভাবে যা ভরসা প্রদান করে, তিনি সেই নারীকে বলেন: “কাঁদিও না।” যেভাবে তিনি এই কথা বলেন তা বিস্তর লোক সমূহের দৃষ্টি আকর্ষণ করে। তাই যখন তিনি এগিয়ে গিয়ে শবদেহের খাট ধরেন, যারা তা বয়ে নিয়ে যাচ্ছিল তারা দাঁড়িয়ে পড়ে। সকলে ভাবতে থাকে তিনি কি করবেন।

ইহা সত্য যারা তাঁর সাথে যাচ্ছিল তারা দেখেছে যীশু আশ্চর্য্যভাবে লোকদের রোগমুক্ত করেছেন। কিন্তু তারা কখনও তাঁকে মৃত্যু থেকে কাউকে উঠাতে দেখেননি। তিনি কি এইরূপ কাজ করতে পারেন? সেই দেহকে লক্ষ্য করে, যীশু আজ্ঞা করেন: “হে যুবক, তোমাকে বলিতেছি, উঠ!” আর সেই ব্যক্তি উঠে বসে! সে কথা বলতে শুরু করে, আর যীশু তাকে তার মায়ের হস্তে তুলে দেন।

যখন লোকেরা দেখে যে সত্যই সেই যুবক জীবিত, তারা বলতে শুরু করে: “আমাদের মধ্যে একজন মহান ভাববাদীর উদয় হইয়াছে।” অন্যরা বলে: “ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন।” আর শীঘ্র এই খবর সমুদয় যিহূদীয়া ও সমস্ত দেশে ব্যাপ্ত হয়।

যোহন বাপ্তাইজক তখনও কারাগারে বন্দী, আর তিনি যীশু যে কাজগুলি সম্পন্ন করেছেন সেই সম্বন্ধে আরও জানতে চান। যোহনের শিষ্যরা তাঁকে এই আশ্চর্য্য কাজগুলি সম্বন্ধে বলে। তাঁর প্রতিক্রিয়া কি হয়? লূক ৭:১১-১৮.

▪ যীশু যখন নায়িনের কাছে আসেন তখন কি ঘটে?

▪ যীশু যা দেখেন তাতে কিভাবে প্রভাবিত হন, ও তিনি কি করেন?

▪ লোকেরা কিভাবে যীশুর আশ্চর্য্য কাজের প্রতি সাড়া দেয়?