সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যীশু যিরীহোতে শিক্ষা দেন

যীশু যিরীহোতে শিক্ষা দেন

অধ্যায় ৯৯

যীশু যিরীহোতে শিক্ষা দেন

যীশু ও তাঁর সাথে যে জনতা চলছিল শীঘ্রই তারা এসে যিরীহোতে উপস্থিত হন, যে নগরটি যিরূশালেম থেকে একদিনের পথ। মনে হয় যিরীহোতে দুইটি নগর ছিল, পুরাতন নগর যা যিহূদীদের ও তার দেড় কিলোমিটার দূরে নূতন রোমীয় নগর। যখন সেই জনতার ভিড় পুরাতন নগর থেকে বেরিয়ে নূতন নগরের দিকে অগ্রসর হয়, দুই জন অন্ধ ভিখারী এই কোলাহল শোনে। তাদের একজনের নাম বর্‌তীময়।

যখন তারা জানতে পারে যে যীশু যাচ্ছেন, তখন বর্‌তীময় ও তার সঙ্গী উচ্চৈঃস্বরে চেঁচাতে থাকে: “হে যীশু, দায়ূদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন!” যখন জনতা তাদের ধমক দেয় ও চুপ থাকতে বলে, তারা আরও জোরে চেচাঁতে থাকে: “হে দায়ূদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন!”

কোলাহল শুনে, যীশু থামেন। তিনি যারা তাঁর সাথে আছেন তাদের বলেন, যারা চিৎকার করছে তাদের ডাকতে। তারা গিয়ে সেই অন্ধ ভিখারীদের একজনকে বলেন: “ওহে, সাহস কর, উঠ, উনি তোমাকে ডাকিতেছেন।” তখন সে আপন কাপড় ফেলে, লম্ফ দিয়ে উঠে, যীশুর নিকট গেল।

“আমি তোমাদের জন্য কি করিব?” যীশু জিজ্ঞাসা করেন।

“প্রভু, আমরা যেন দেখিতে পাই,” সেই দুই অন্ধ প্রার্থনা করে।

করুণাবিষ্ট হয়ে, যীশু তাদের চোখ স্পর্শ করেন। মার্কের বর্ণনা অনুযায়ী, যীশু তাদের একজনকে বলেন: “যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল।” তৎক্ষণাৎ সেই ভিখারীরা দৃষ্টি পায়, আর সন্দেহ নেই তারা ঈশ্বরকে গৌরব দেয়। যখন সব লোকেরা দেখে যে কি হয়েছে, তারাও ঈশ্বরকে গৌরব দেয়। কোন সময় নষ্ট না করে, বর্‌তীময় ও তার সঙ্গী যীশুকে অনুসরণ করে।

যীশু যখন যিরীহোর মধ্যে দিয়ে যাচ্ছিলেন, লোকের প্রচুর ভিড় ছিল। সকলে তাঁকে দেখতে চাইছিল যিনি সেই অন্ধ ব্যক্তিদের আরোগ্য করেছেন। লোকেরা চারিদিক দিয়ে তাঁর উপর চাপাচাপি করে পড়তে থাকে, সেই কারণে, অনেকে তাঁকে এক পলকও দেখতে পায় না। এদের মধ্যে সক্কেয় একজন, যে যিরীহো ও তার কাছাকাছি এলাকার করগ্রাহীদের প্রধান। সে খুব বেঁটে লোক, আর কি ঘটছে কিছুই দেখতে পায় না।

তাই সক্কেয় দৌড়ে গিয়ে আগে থেকে সেই পথে একটি সুকমোর গাছে উঠল যে পথ দিয়ে যীশু যাবেন। এই স্থান থেকে, সে সব কিছু উত্তমভাবে দেখতে পাবে। ভিড় যেই গাছের কাছে আসে, যীশু উপরে তাকিয়ে ডাকেন: “সক্কেয়, শীঘ্র নামিয়া আইস, কেননা আজ তোমার গৃহে আমাকে থাকিতে হইবে।” তাহাতে সক্কেয় তাড়াতাড়ি নেমে আনন্দের সাথে গৃহে যায় ও প্রস্তুতি শুরু করে তাঁর বিশিষ্ট অতিথির জন্য।

যখন লোকেরা দেখে যে, কি হচ্ছে, তারা বচসা করতে আরম্ভ করে। তারা মনে করে যীশুর এইরূপ ব্যক্তির অতিথি হওয়া ঠিক নয়। কারণ, সক্কেয় ধনবান হয়েছে অসৎভাবে কর গ্রহণের ব্যবসায় অতিরিক্ত পয়সা নিয়ে।

অনেকে তাঁর পশ্চাৎ যায়, আর যখন যীশু সক্কেয়র গৃহে প্রবেশ করেন, তারা অভিযোগ করে: “ইনি এক পাপীর ঘরে রাত্রি যাপন করিতে গেলেন।” কিন্তু যীশু সক্কেয়র মধ্যে পরিবর্তন হবার সম্ভাবনা দেখতে পান। আর যীশু নিরাশ হননি, কারণ সক্কেয় দাঁড়িয়ে ঘোষণা করে: “দেখুন! আমার সম্পত্তির অর্দ্ধেক আমি দরিদ্রদিগকে দান করি; আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি, তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই।”

সক্কেয় প্রমাণ করেন যে তার পরিবর্তন খাঁটি কারণ তার অর্দ্ধেক জিনিষ সে দরিদ্রকে ও বাকী অর্দ্ধেক যাদের ঠকিয়েছে তাদের ফিরিয়ে দেবে স্থির করে। সে সবেত তার করের যে হিসাবের বই তার থেকে ঠিক করতে পারে যে কোন ব্যক্তির কাছে কত ঋণী আছে। সে প্রতিজ্ঞা করে যে চতুর্গুণ ফিরিয়ে দেবে, যা ঈশ্বরের আইনের সাথে সামঞ্জস্য রাখে যা বলে: ‘যে কেহ মেষ চুরি করে, সে এক মেষের পরিশোধে চারি মেষ দিবে।’

যীশু আনন্দিত হন সক্কেয় যেভাবে তার ধন বন্টন করবে ঠিক করে তার জন্য, সেই জন্য তিনি বলেন: “আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল; যেহেতু এই ব্যক্তিও অব্রাহামের সন্তান। কারণ যাহা হারাইয়া গিয়াছিল, তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন।”

সম্প্রতি, যীশু ‘হারান’ সম্বন্ধে অপব্যয়ী পুত্রের দৃষ্টান্ত দেন। এখন আমরা যে হারিয়ে গিয়েছিল কিন্তু আবার খুঁজে পাওয়া গেল এইরূপ প্রকৃত জীবন সংআন্ত উদাহরণ পেলাম। যদিও ধর্মীয় নেতারা ও যারা তাদের অনুসরণ করেন বচসা করে যে যীশু সক্কেয়র মত ব্যক্তিদের প্রতি নজর দিচ্ছেন, যীশু অব্রাহামের হারান সন্তানদের খোঁজ করতে থাকেন যাতে তাদের পুনঃস্থাপন করতে পারেন। মথি ২০:২৯-৩৪; মার্ক ১০:৪৬-৫২; লূক ১৮:৩৫–১৯:১০; যাত্রাপুস্তক ২২:১.

▪ যীশু এই অন্ধ ভিখারীদের কোথায় পান, ও তাদের জন্য কি করেন?

▪ সক্কেয় কে, এবং কেন সে একটি গাছে চড়ে?

▪ সক্কেয় কিভাবে তার অনুতাপ দেখায়?

▪ যীশু যে রকম ব্যবহার করেন সক্কেয়র সাথে তার থেকে আমরা কি শিখতে পারি?