সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

যীশু ৭০ জনকে পাঠালেন

যীশু ৭০ জনকে পাঠালেন

অধ্যায় ৭২

যীশু ৭০ জনকে পাঠালেন

এখন ৩২ সা.শ. শরৎকাল, যীশুর বাপ্তিস্মের পর পূর্ণ তিন বছর পার হয়ে গেছে। তিনি ও তাঁর শিষ্যরা সম্প্রতি যিরূশালেমে কুটীরবাস পর্বে যোগদান করে এসেছেন, আর আপাতরূপে তারা এর কাছাকাছি রয়েছেন। আসলে, যীশু তাঁর অবশিষ্ট ছয়মাসের পরিচর্য্যা কালের বেশীর ভাগ যিহূদীয়া দেশে বা যর্দ্দন নদীর ঠিক ওপারে পিরিয়া জেলাতে কাটান। এই ক্ষেত্রটিতেও প্রচার সম্পূর্ণ করার প্রয়োজন ছিল।

সত্য, ৩০ সা.শ. নিস্তারপর্বের পর, যীশু প্রায় আট মাস যিহূদীয়াতে প্রচার করেন। কিন্তু ৩১ সা.শ. নিস্তারপর্বের পর যখন যিহূদীরা তাঁকে হত্যার প্রচেষ্টা করে, পরবর্তী দেড় বছর তিনি কেবলমাত্র গালীলেই শিক্ষা দেন। ঐ সময়ের মধ্যে, তিনি এক বৃহৎ, অতি পারদর্শী প্রচারকদের সংগঠন গড়ে তোলেন, আগে তাঁর কাছে এই ধরনের কিছু ছিল না। এইজন্য এবার তিনি যিহূদীয়াতে তীব্রভাবে শেষ প্রচার কাজ আরম্ভ করেন।

যীশু তাঁর এই প্রচার অভিযান শুরু করলেন মনোনীত ৭০ জন শিষ্যকে নিয়ে, এবং তাদের তিনি দুজন দুজন করে পাঠালেন। এইজন্য, সেই ক্ষেত্রে রাজ্যের প্রচারকের মোট ৩৫টি দল হল। এরাই প্রতিটি নগর ও ক্ষেত্রে আগে যেতেন, যেখানে পরবর্তী কালে যীশু স্পষ্টতই তাঁর প্রেরিতদের নিয়ে যাবার পরিকনো করেন।

৭০ জনকে সমাজগৃহে যাবার উপদেশ না দিয়ে, যীশু ব্যক্তিগত গৃহে গৃহে, যেতে বললেন: “যে কোন বাটীতে প্রবেশ করিবে, প্রথমে বলিও, ‘এই গৃহে শান্তি বর্ত্তুক।’ আর তথায় যদি শান্তির সন্তান থাকে, তবে তোমাদের শান্তি তাহার উপর অবস্থিতি করিবে।” তাদের বার্তা কোন বিষয়ের উপর হবে? “তাহাদিগকে বলিও,” যীশু জানান, “ঈশ্বরের রাজ্য তোমাদের সন্নিকট হইল।” এই ৭০ জনের কার্যকলাপ সম্পর্কে ম্যাথিউ হেনরীজ কমেন্টারী জানায়: “তাদের প্রভুর মত, যেখানেই তারা যেতেন, সেখানে গৃহে গৃহে প্রচার করতেন।”

যীশুর এই ৭০ জনকে দেওয়া নির্দ্দেশাবলী সেই ১২ জনকে দেওয়া নির্দ্দেশের মতই যখন তিনি একবছর আগে গালীলে তাদের প্রচার অভিযানে পাঠান। গৃহস্বামীদের কাছে সংবাদটি উত্থাপনে তাদের প্রস্তুত করে শুধুমাত্র তিনি তাদের বিরোধীতার সম্মুখীন হতে হবে সেই সম্বন্ধে সাবধান করলেন তাই নয়, কিন্তু তিনি তাদের রোগ মুক্ত করার শক্তি দিলেন। এইজন্য, যীশু যখন কিছুদিন পরে যেতেন, অনেকেই প্রভুর সঙ্গে দেখা করতে উৎসুক হতেন যার শিষ্যরা এত আশ্চর্য্য কাজ করতে সমর্থ ছিলেন।

৭০ জনের প্রচার ও যীশুর তত্ত্বাবধান অপেক্ষাকৃতভাবে কম সময় ধরে চলে। শীঘ্রই সেই ৩৫টি রাজ্যের প্রচারকের দলগুলি যীশুর কাছে ফিরে আসে। “প্রভু,” তারা আনন্দের সঙ্গে বলে, “আপনার নামে ভূতগণও আমাদের বশীভূত হয়।” এই ধরনের অপূর্ব পরিচর্য্যার বিবরণ শুনে যীশু নিশ্চয়ই খুব খুশী হন, যার জন্য তিনি উত্তর দিলেন: “আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। দেখ! আমি তোমাদিগকে সর্প ও বৃশ্চিক পদতলে দলিত করিবার, এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তৃত্ব করিবার ক্ষমতা দিয়াছি।”

যীশু জানতেন শেষকালে ঈশ্বরের রাজ্যের জন্মের পরে, শয়তান এবং তার মন্দ দূতগণকে স্বর্গ থেকে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। তবে এখন এই অদৃশ্য মন্দ আত্মাদের সাধারণ মানুষের দ্বারা দূরীকরণ সেই আগত ঘটনার জন্য অতিরিক্ত নিশ্চয়তাস্বরূপ। যারজন্য, যীশু ভবিষ্যতে স্বর্গ থেকে শয়তানের পতন সম্পর্কে সম্পূর্ণ নিশ্চয়তার সঙ্গে বলেন। সুতরাং, এটি রূপকার্থে ৭০ জনকে সর্প ও বৃশ্চিককে পদতলে দলিত করার কর্তৃত্ব দেওয়া হল। তবুও, যীশু বলেন: “আত্মারা যে তোমাদের বশীভূত হয়, ইহাতে আনন্দ করিও না; কিন্তু তোমাদের নাম যে স্বর্গে লিখিত আছে, ইহাতেই আনন্দ কর।”

যীশু অতিশয় আনন্দিত হলেন এবং জনতার সামনে তাঁর পিতার প্রশংসা করলেন তাঁর এই সব নম্র দাসদের তিনি এত প্রবল রূপে ব্যবহার করার কারণে। তাঁর শিষ্যদের দিকে ফিরে, তিনি বললেন: “ধন্য সেই সকল চক্ষু, তোমরা যাহা যাহা দেখিতেছ, যাহারা তাহা দেখে। কেননা আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যাহা যাহা দেখিতেছ, তাহা অনেক ভাববাদী ও রাজা দেখিতে বাঞ্ছা করিয়াও দেখিতে পান নাই; এবং তোমরা যাহা যাহা শুনিতেছ, তাহা তাহারা শুনিতে বাঞ্ছা করিয়াও শুনিতে পান নাই।” লূক ১০:১-২৪; মথি ১০:১-৪২; প্রকাশিত বাক্য ১২:৭-১২.

▪ যীশু প্রথম তিন বছরের পরিচর্য্যাকালে কোথায় প্রচার করেন, এবং শেষ ৬ মাস তিনি কোন ক্ষেত্র সম্পূর্ণ করেন?

▪ যীশু ৭০ জনকে কোন জায়গায় লোকেদের পেতে পারে বলে পাঠান?

▪ কেন যীশু বলেন যে তিনি শয়তানকে এখনই স্বর্গ থেকে পতিত হচ্ছে দেখতে পাচ্ছেন?

▪ কোন অর্থে ৭০ জন সর্প ও বৃশ্চিককে দলিত করতে পারবে?