সরাসরি বিষয়বস্তুতে যান

পর্ব ১

জগতের প্রকৃত আলো

জগতের প্রকৃত আলো

শুরুতে বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য একজন ঈশ্বর ছিলেন (gnj 1 00:00–00:43)

বাক্যের মাধ্যমে ঈশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছেন (gnj 1 00:44–01:00)

জীবন এবং আলো বাক্যের মাধ্যমে অস্তিত্বে এসেছে (gnj 1 01:01–02:11)

অন্ধকার আলোকে পরাজিত করতে পারেনি (gnj 1 02:12–03:59)

লূক থিয়ফিলকে সম্মানিত করে সত্য ঘটনাগুলোর সম্বন্ধে উল্লেখ করেন (gnj 1 04:13–06:02)

গাব্রিয়েল যোহন বাপ্তাইজকের জন্মের বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেন (gnj 1 06:04–13:53)

গাব্রিয়েল যিশুর জন্মের বিষয়ে ভবিষ্যদ্‌বাণী করেন (gnj 1 13:52–18:26)

মরিয়ম তার আত্মীয় ইলীশাবেতের সঙ্গে দেখা করতে আসেন (gnj 1 18:27–21:15)

মরিয়ম যিহোবার মহিমা করেন (gnj 1 21:14–24:00)

যোহনের জন্ম এবং নামকরণ (gnj 1 24:01–27:17)

সখরিয়ের ভবিষ্যদ্‌বাণী (gnj 1 27:15–30:56)

মরিয়ম পবিত্র শক্তির মাধ্যমে গর্ভবতী হন; যোষেফের প্রতিক্রিয়া (gnj 1 30:58–35:29)

যোষেফ এবং মরিয়ম বেথলেহেমে যান; যিশুর জন্ম হয় (gnj 1 35:30–39:53)

স্বর্গদূতেরা মাঠে মেষপালকদের সামনে উপস্থিত হয় (gnj 1 39:54–41:40)

মেষপালকেরা জাবপাত্রের কাছে যায় (gnj 1 41:41–43:53)

যিশুকে মন্দিরে যিহোবার সামনে উপস্থিত করা হয় (gnj 1 43:56–45:02)

শিমিয়োন যিশুকে দেখার সুযোগ পান (gnj 1 45:04–48:50)

হান্না শিশুটির বিষয়ে বলেন (gnj 1 48:52–50:21)

জ্যোতিষীরা আসে এবং হেরোদের হত্যা করার পরিকল্পনা (gnj 1 50:25–55:52)

যোষেফ মরিয়ম ও যিশুকে নিয়ে মিশরে পালিয়ে যান (gnj 1 55:53–57:34)

হেরোদ বেথলেহেমে এবং এর আশেপাশের সমস্ত এলাকার কমবয়সি ছেলেশিশুদের হত্যা করেন (gnj 1 57:35–59:32)

যিশুর পরিবার নাসরতে বাস করতে লাগল (gnj 1 59:34–1:03:55)

মন্দিরে বারো বছর বয়সি যিশু (gnj 1 1:04:00–1:09:40)

যিশু তাঁর বাবা-মায়ের সঙ্গে নাসরতে ফিরে যান (gnj 1 1:09:41–1:10:27)

সেই প্রকৃত আলো এই জগতে আসতে যাচ্ছিল (gnj 1 1:10:28–1:10:55)