১ নভেম্বর, ২০১৩, প্রহরীদুর্গ
প্রচ্ছদবিষয়
যে-কারণে ঈশ্বরকে ভালোবাসা কঠিন বলে মনে হয়
আপনার কি নিজেকে ঈশ্বরের কাছ থেকে দূরে বলে মনে হয়? ঈশ্বরকে ভালোবাসা কি সত্যিই কঠিন? কারো কারো কেন এইরকম মনে হয়েছিল, তা পড়ুন।
প্রচ্ছদবিষয়
মিথ্যা: ঈশ্বরের কোনো নাম নেই
ঈশ্বরের ব্যক্তিগত নাম কি সত্যিই জানা সম্ভব? আমাদের কি সেই নাম ব্যবহার করা উচিত? এই বিষয়ে জানা কেন গুরুত্বপূর্ণ?
প্রচ্ছদবিষয়
মিথ্যা: ঈশ্বর হলেন রহস্যময়
ত্রিত্বের শিক্ষা ঈশ্বরকে ভালোভাবে জানতে এবং তাঁকে ভালোবাসতে বাধা দেয়। আপনি কি এমন কাউকে ভালোবাসতে পারবেন, যাকে ভালোভাবে জানা বা বোঝা অসম্ভব?
প্রচ্ছদবিষয়
মিথ্যা: ঈশ্বর হলেন নিষ্ঠুর
অনেকেই বিশ্বাস করে, ঈশ্বর দুষ্টদের নরকের আগুনে চিরকাল শাস্তি দেন। ঈশ্বর কি এমন নিষ্ঠুর কাজ করতে পারেন? মারা গেলে আসলে কী হয়?
প্রচ্ছদবিষয়
সত্য আপনাকে মুক্ত করতে পারে
প্রচলিত ধর্মীয় বিশ্বাসগুলো সত্য কি না, তা যাচাই করার জন্য যিশু কোন মান স্থাপন করেছিলেন?