প্রচ্ছদ বিষয় | যে-মিথ্যাগুলো ঈশ্বরকে একজন নিষ্ঠুর ব্যক্তি হিসেবে তুলে ধরে
সত্য আপনাকে মুক্ত করতে পারে
একদিন যিশু জেরুসালেমে তাঁর পিতা যিহোবা সম্বন্ধে কথা বলছিলেন আর সেই সময়ের মিথ্যা ধর্মীয় নেতাদের মুখোশ খুলে দিচ্ছিলেন। (যোহন ৮:১২-৩০) সেই সময়ে যিশুর বলা কথাগুলো থেকে আমরা শিখতে পারি যে, কীভাবে আমরা বর্তমানে ঈশ্বর সম্বন্ধে প্রচলিত বিভিন্ন বিশ্বাস ও মতবাদগুলোর সত্যতা যাচাই করতে পারি। যিশু বলেছিলেন, “তোমরা যদি সবসময় আমার কথা অনুযায়ী কাজ কর, তা হলে তোমরা সত্যিই আমার শিষ্য আর তোমরা সত্য জানতে পারবে এবং সেই সত্য তোমাদের মুক্ত করবে।”—যোহন ৮:৩১,৩২.
“আমার কথা অনুযায়ী কাজ কর।” এই কথা বলার মাধ্যমে যিশু একটা মান স্থাপন করেছিলেন যেটার উপর ভিত্তি করে আমরা ধর্মীয় শিক্ষাগুলো “সত্য” কি না, তা যাচাই করতে পারি। তাই, ঈশ্বর সম্বন্ধে আপনি যখন কোনো বিশ্বাস বা মতবাদ শোনেন, তখন নিজেকে জিজ্ঞেস করুন: ‘এই শিক্ষা কি যিশুর কথার সাথে এবং বাইবেলের শিক্ষার সাথে মিলে?’ বিরয়ার লোকদের অনুকরণ করুন, যাদের কাছে পৌল প্রচার করেছিলেন। তারা পৌলের কাছ থেকে “যা-কিছু শুনত, সেগুলো সত্য কি না, তা দেখার জন্য প্রতিদিন সতর্কতার সঙ্গে শাস্ত্র পরীক্ষা করতে লাগল।”—প্রেরিত ১৭:১১.
এই পত্রিকার শুরুর প্রবন্ধে বলা মার্কো, রোসা ও রেমন্ড যিহোবার সাক্ষিদের সঙ্গে বাইবেল অধ্যয়ন করার মাধ্যমে নিজেদের বিশ্বাস শাস্ত্র অনুযায়ী কি না, তা পরীক্ষা করে দেখেছিলেন। তারা কীভাবে উপকৃত হয়েছিলেন?
মার্কো: “আমার ও আমার স্ত্রীর প্রত্যেকটা প্রশ্নের উত্তরই আমাদের বাইবেল শিক্ষক বাইবেল থেকে দিয়েছিলেন। ফলে আমরা ঈশ্বরকে দিন দিন আরও বেশি করে ভালোবাসতে শুরু করি এবং স্বামী-স্ত্রী হিসেবেও আমরা একে অন্যের আরও ঘনিষ্ঠ হয়ে উঠি।”
রোসা: “প্রথমদিকে আমি ভেবেছিলাম, বাইবেল হল শুধুমাত্র একটা দর্শনবিদ্যার বই, যেটিতে মানুষ তাদের দৃষ্টিকোণ থেকে ঈশ্বর কেমন সেই ধারণা তুলে ধরে। কিন্তু ধীরে ধীরে আমি বাইবেল থেকে আমার সমস্ত প্রশ্নের উত্তর জানতে পারি। এখন আমি জানি, যিহোবা আসলে কেমন। তিনি হলেন এমন একজন ব্যক্তি যাঁর উপর আমি আস্থা রাখতে পারি।”
রেমন্ড: “আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, যেন তাঁর সম্বন্ধে জানতে পারি। এর কিছু সময় পরেই আমি ও আমার স্বামী বাইবেল অধ্যয়ন করতে শুরু করি। অবশেষে, আমরা যিহোবা সম্বন্ধে সত্য জানতে পারি! ঈশ্বর আসলে কেমন তা জানতে পেরে আমরা খুবই খুশি হয়েছিলাম।”
বাইবেল ঈশ্বর সম্বন্ধে প্রচলিত বিভিন্ন মিথ্যা শিক্ষা প্রকাশ করে দেয়। শুধু তাই নয়, এটি আমাদের এও জানায় যে, ঈশ্বর হলেন প্রেমময় ও সদয়। বাইবেল হল ঈশ্বরের বাক্য আর এর সাহায্যে আমরা “ঈশ্বর সদয়ভাবে আমাদের যে-বিষয়গুলো দিয়েছেন, সেগুলো জানতে পারি।” (১ করিন্থীয় ২:১২) আপনি যদি বাইবেল অধ্যয়ন করেন, তা হলে আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে পারবেন, যেমন, ঈশ্বর কেন আমাদের সৃষ্টি করেছেন এবং ভবিষ্যতে আমাদের কোন আশা রয়েছে। আপনার প্রশ্নের উত্তর জানার জন্য www.pr418.com ওয়েবসাইটের “বাইবেলের শিক্ষা > বাইবেলের প্রশ্নের উত্তর”-এর অধীনে দেখুন। এ ছাড়া, আপনি এই ওয়েবসাইটে অথবা কোনো একজন যিহোবার সাক্ষির কাছে বাইবেল অধ্যয়নের জন্য অনুরোধ জানাতে পারেন। আমরা নিশ্চিত যে, আপনি যখন বাইবেল অধ্যয়ন করতে শুরু করবেন, তখন ঈশ্বরকে ভালোবাসা আপনার জন্য আরও সহজ হবে আর ধীরে ধীরে আপনি তাঁর সঙ্গে এক ঘনিষ্ঠ সম্পর্ক উপভোগ করতে পারবেন।