সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

‘সবসময় আমার কথা অনুযায়ী কাজ করো’

‘সবসময় আমার কথা অনুযায়ী কাজ করো’

‘সবসময় আমার কথা অনুযায়ী কাজ করো’

“তোমরা যদি সবসময় আমার কথা অনুযায়ী কাজ কর, তা হলে তোমরা সত্যিই আমার শিষ্য আর তোমরা সত্য জানতে পারবে এবং সেই সত্য তোমাদের মুক্ত করবে।”—যোহন ৮:৩১, ৩২.

এর অর্থ: যিশুর “কথা” তাঁর শিক্ষাকে বোঝায়, যা এক আরও উচ্চ উৎস থেকে এসেছে। যিশু বলেছিলেন, “যিনি আমাকে পাঠিয়েছেন, সেই পিতা আমাকে কী বলতে হবে এবং কী শিক্ষা দিতে হবে, সেই বিষয়ে আমাকে এক আজ্ঞা দিয়েছেন।” (যোহন ১২:৪৯) তিনি তাঁর স্বর্গীয় পিতা যিহোবার কাছে প্রার্থনা করার সময় বলেছিলেন: “তোমার বাক্যই হল সত্য।” অন্যদের শেখানোর সময় যিশু প্রায়ই ঈশ্বরের বাক্যের এই কথাগুলো ব্যবহার করতেন। (যোহন ১৭:১৭; মথি ৪:৪, ৭, ১০) তাই, প্রকৃত খ্রিস্টানেরা ‘সবসময় তাঁর কথা অনুযায়ী কাজ করে।’ এর অর্থ হল, তারা ঈশ্বরের বাক্য বাইবেলকে “সত্য” বলে স্বীকার করে, এটির উপর বিশ্বাস করে এবং বাইবেলে দেওয়া কথা অনুযায়ী জীবনযাপন করে।

প্রথম শতাব্দীর শিষ্যেরা যেভাবে নিজেদের প্রকৃত খ্রিস্টান বলে প্রমাণিত করেছিল: প্রেরিত পৌল, যিনি বাইবেলের বেশ কয়েকটা বই লিখেছিলেন, তিনিও যিশুর মতো ঈশ্বরের বাক্যকে সম্মান করতেন। তিনি লিখেছিলেন: “শাস্ত্রে লেখা সমস্ত কথা ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত।” (২ তীমথিয় ৩:১৬) সহখ্রিস্টানদের শেখানোর জন্য যে-পুরুষদের নিযুক্ত করা হয়েছিল, তাদের “ঈশ্বরের নির্ভরযোগ্য বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ” করতে হত। (তীত ১:৭,) প্রেরিত পৌল প্রথম শতাব্দীর খ্রিস্টানদের এভাবে সাবধান করেছিলেন: “তোমরা সাবধান থেকো, যেন দর্শনবিদ্যা এবং মিথ্যা যুক্তিতর্কের মাধ্যমে কেউ তোমাদের বন্দি করে নিয়ে না যায়। এগুলোর ভিত্তি খ্রিস্টের শিক্ষা নয়, বরং মানুষের পরম্পরাগত রীতিনীতি এবং এই জগতের মৌলিক ধারণা।”—কলসীয় ২:৮.

বর্তমানে যারা নিজেদের প্রকৃত খ্রিস্টান বলে প্রমাণিত করছে: ক্যাটাকিজাম অভ্‌ দ্যা ক্যাথলিক চার্চ নামে এক বইয়ে এভাবে লেখা রয়েছে: “ক্যাথলিক চার্চের শেখানো সমস্ত বিষয় শুধুমাত্র পবিত্র শাস্ত্র থেকে নেওয়া হয়নি। তাই, পবিত্র রীতিনীতি এবং পবিত্র শাস্ত্র, দুটোই স্বীকার করতে হবে এবং তা মন থেকে পালন করতে হবে।” ম্যাক্লিন নামে ম্যাগাজিনের এক প্রবন্ধে কানাডার একটা চার্চের নেত্রীর এই কথা ছাপানো হয়েছিল: “আমাদের দুই হাজার বছর পুরোনো ‘বিপ্লবী’ চিন্তাধারা অনুযায়ী চলার কী দরকার? আমাদেরই নিজস্ব উত্তম উত্তম ধারণা ও শিক্ষা রয়েছে। তবে, সেগুলো যিশু আর শাস্ত্রের শিক্ষার কারণে ধামাচাপা পড়ে গিয়েছে।”

যিহোবার সাক্ষিদের সম্বন্ধে দ্যা নিউ ক্যাথলিক এনসাইক্লোপিডিয়া এভাবে বলে: “তারা শুধুমাত্র বাইবেলের উপর বিশ্বাস করে এবং বাইবেলের কথা অনুযায়ী জীবনযাপন করে।” কিছুদিন আগেই কানাডাতে একজন যিহোবার সাক্ষি যখন তার পরিচয় দিচ্ছিলেন, তখন এক ব্যক্তি তার কথার মাঝখানেই সেই সাক্ষির হাতে থাকা বাইবেল দেখিয়ে বলেন: “এটা কী আর আপনি কে, তা আমার ভালোভাবেই জানা আছে।”