প্রথম দিন
‘তুমি বলবান হও ও অতিশয় সাহস কর’—যিহোশূয়ের পুস্তক ১:৭
সকাল
-
৯:২০ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
-
৯:৩০ গান ১৪ এবং প্রার্থনা
-
৯:৪০ সভাপতির বক্তৃতা: যিহোবা—প্রকৃত সাহসের উৎস (গীতসংহিতা ২৮:৭; ৩১:২৪; ১১২:৭, ৮; ২ তীমথিয় ১:৭)
-
১০:১০ সিম্পোসিয়াম: যে-কারণে সত্য খ্রিস্টানদের সাহসের প্রয়োজন
-
প্রচার করার জন্য (প্রকাশিত বাক্য ১৪:৬)
-
পবিত্র থাকার জন্য (১ করিন্থীয় ১৬:১৩, ১৪)
-
নিরপেক্ষতা বজায় রাখার জন্য (প্রকাশিত বাক্য ১৩:১৬, ১৭)
-
-
১১:০৫ গান ৪৩ এবং ঘোষণাবলি
-
১১:১৫ নাটকের আকারে বাইবেল পাঠ: “তুমি বলবান হও, সাহস কর, কার্য্য কর”! (১ বংশাবলি ২৮:১-২০; ১ শমূয়েল ১৬:১-২৩; ১৭:১-৫১)
-
১১:৪৫ “যে কোন অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, তাহা সার্থক হইবে না” (যিশাইয় ৫৪:১৭; গীতসংহিতা ১১৮:৫-৭)
-
১২:১৫ গান ১৭ এবং বিরতি
দুপুর
-
১:২৫ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
-
১:৩৫ গান ৪৪
-
১:৪০ সিম্পোসিয়াম: সাহস হ্রাসকারী বনাম সাহস বৃদ্ধিকারী
-
হতাশা বনাম আশা (গীতসংহিতা ২৭:১৩, ১৪)
-
অভিযোগ বনাম ধন্যবাদ (গীতসংহিতা ২৭:১-৩)
-
ক্ষতিকর বিনোদন বনাম ক্ষেত্রের পরিচর্যা (গীতসংহিতা ২৭:৪)
-
কুসংসর্গ বনাম সুসংসর্গ (গীতসংহিতা ২৭:৫; হিতোপদেশ ১৩:২০)
-
জাগতিক জ্ঞান বনাম ব্যক্তিগত অধ্যয়ন (গীতসংহিতা ২৭:১১)
-
সন্দেহ বনাম বিশ্বাস (গীতসংহিতা ২৭:৭-১০)
-
-
৩:১০ গান ৩৩ এবং ঘোষণাবলি
-
৩:২০ সিম্পোসিয়াম: তারা যে-ঝুঁকি নিয়েছিলেন; তারা যেভাবে পুরস্কৃত হয়েছিলেন
-
হনানিয়, মীশায়েল ও অসরিয় (দানিয়েল ১:১১-১৩; ৩:২৭-২৯)
-
আক্বিলা ও প্রিষ্কিল্লা (রোমীয় ১৬:৩, ৪)
-
স্তিফান (প্রেরিত ৬:১১, ১২)
-
-
৩:৫৫ “সাহস কর, আমিই জগৎকে জয় করিয়াছি” (যোহন ১৬:৩৩; ১ পিতর ২:২১, ২২)
-
৪:১৫ খ্রিস্টের সাহসী সৈনিক (২ করিন্থীয় ১০:৪, ৫; ইফিষীয় ৬:১২-১৮; ২ তীমথিয় ২:৩, ৪)
-
৪:৫০ গান ১৬ এবং শেষ প্রার্থনা