সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

২০২০ সালের সর্বমোট সংখ্যা

২০২০ সালের সর্বমোট সংখ্যা
  • যিহোবার সাক্ষিদের শাখা অফিস: ৮৭

  • দেশ ও এলাকা: ২৪০

  • মোট মণ্ডলী: ১,২০,৩৮৭

  • বিশ্বব্যাপী স্মরণার্থ সভার উপস্থিতি: ১,৭৮,৪৪,৭৭৩

  • বিশ্বব্যাপী স্মরণার্থ সভার প্রতীক গ্রহণকারী: ২১,১৮২

  • শীর্ষ প্রকাশক *: ৮৬,৯৫,৮০৮

  • প্রতি মাসে প্রচার করে এমন গড় প্রকাশক: ৮৪,২৪,১৮৫

  • ২০১৯ সালের তুলনায় বৃদ্ধির শতাংশ: -০.৬

  • মোট বাপ্তাইজিত * ব্যক্তি: ২,৪১,৯৯৪

  • প্রতি মাসে গড় অগ্রগামী * প্রকাশক: ১২,৯৯,৬১৯

  • প্রতি মাসে গড় সহায়ক অগ্রগামী প্রকাশক: ৩,৩৮,৫৬৮

  • ক্ষেত্রে ব্যবহৃত মোট ঘণ্টা: ১৬৬,৯৯,০১,৫৩১

  • প্রতি মাসে গড় বাইবেল অধ্যয়ন *: ৭৭,০৫,৭৬৫

২০২০ সালের পরিচর্যা বছরে, * যিহোবার সাক্ষিরা বিশেষ অগ্রগামী, মিশনারি ও সীমা অধ্যক্ষদের ক্ষেত্রের পরিচর্যায় তাদের কার্যভার পালন করার ক্ষেত্রে সাহায্য করার জন্য ২৩১ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছে। বিশ্বব্যাপী শাখা অফিসগুলোতে মোট ২০,৯৯৪ জন পরিচারক রয়েছে। সবাই যিহোবার সাক্ষিদের বিশেষ পূর্ণসময়ের দাসদের বিশ্বব্যাপী সংগঠন-এর সদস্য।

^ অনু. 7 প্রকাশক এমন একজন ব্যক্তিকে বোঝায়, যিনি ঈশ্বরের রাজ্যের সুসমাচার সম্বন্ধে সক্রিয়ভাবে জানান বা প্রচার করেন। (মথি ২৪:১৪) কীভাবে এই সংখ্যা নির্ণয় করা হয়েছে, তা জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “বিশ্বব্যাপী কত জন যিহোবার সাক্ষি রয়েছে?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

^ অনু. 10 যে-পদক্ষেপগুলো একজন ব্যক্তিকে যিহোবার সাক্ষি হিসেবে বাপ্তিস্ম নিতে পরিচালিত করে, সেই সম্বন্ধে আরও জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “কীভাবে আমি একজন যিহোবার সাক্ষি হতে পারি?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

^ অনু. 11 অগ্রগামী হলেন একজন উদাহরণযোগ্য বাপ্তাইজিত প্রকাশক, যিনি প্রতি মাসে স্বেচ্ছায় সুসমাচার প্রচার কাজে নির্দিষ্ট একটা ঘণ্টা পূরণ করেন।

^ অনু. 14 আরও জানার জন্য jw.org ওয়েবসাইটে গিয়ে “বাইবেল অধ্যয়ন কী?” শিরোনামের প্রবন্ধটা দেখুন।

^ অনু. 15 ২০২০ সালের পরিচর্যা বছর হল সেপ্টেম্বর ১, ২০১৯ থেকে আগস্ট ৩১, ২০২০.