সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

প্রথম দিন

প্রথম দিন

“সদাপ্রভু আপন প্রজাদিগকে শান্তি দিয়া আশীর্ব্বাদ করিবেন”—গীতসংহিতা ২৯:১১

সকাল

দুপুর

  • ১:৩৫ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন

  • ১:৪৫ গান ২৪

  • ১:৫০ সিম্পোসিয়াম: ঈশ্বর যে-শান্তির প্রতিজ্ঞা করেছেন, তাতে আনন্দ করুন

    • • “আমার দাসেরা ভোজন করিবে . . . আমার দাসেরা পান করিবে” (যিশাইয় ৬৫:১৩, ১৪)

    • • ‘লোকেরা গৃহ নির্ম্মাণ করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে’ (যিশাইয় ৬৫:২১-২৩)

    • • “কেন্দুয়াব্যাঘ্র ও মেষশাবক একত্র চরিবে” (যিশাইয় ১১:৬-৯; ৬৫:২৫)

    • • “নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত” (যিশাইয় ৩৩:২৪; ৩৫:৫, ৬)

    • • “তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন” (যিশাইয় ২৫:৭, ৮)

  • ২:৫০ গান ৪২ এবং ঘোষণাবলি

  • ৩:০০ সিম্পোসিয়াম: পরিবারে শান্তি লাভ করার জন্য মানচিত্র অনুযায়ী চলুন

  • ৩:৫৫ সবসময় ‘শান্তিরাজকে’ সমর্থন করুন (যিশাইয় ৯:৬, ৭; তীত ৩:১, ২)

  • ৪:১৫ এই পৃথিবীর নকল শান্তির দ্বারা প্রতারিত হবেন না! (মথি ৪:১-১১; যোহন ১৪:২৭; ১ থিষলনীকীয় ৫:২, ৩)

  • ৪:৫০ গান ৪৬ এবং শেষ প্রার্থনা