প্রথম দিন
“প্রেম ধৈর্য ধরে”—১ করিন্থীয় ১৩:৪
সকাল
-
৯:২০ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
-
৯:৩০ গান ৬৬ এবং প্রার্থনা
-
৯:৪০ সভাপতির বক্তৃতা: কেন ‘ধৈর্য ধরবেন’? (যাকোব ৫:৭, ৮; কলসীয় ১:৯-১১; ৩:১২)
-
১০:১০ সিম্পোসিয়াম: “সকল বিষয়েরই সময় আছে”
-
• সময়ের ব্যাপারে যিহোবার মতো দৃষ্টিভঙ্গি রাখুন (উপদেশক ৩:১-৮, ১১)
-
• বন্ধুত্ব করতে সময় লাগে (হিতোপদেশ ১৭:১৭)
-
• যিহোবার সঙ্গে সম্পর্ক মজবুত করতে সময় লাগে (মার্ক ৪:২৬-২৯)
-
• লক্ষ্য অর্জন করতে সময় লাগে (উপদেশক ১১:৪, ৬)
-
-
১১:০৫ গান ১৪৩ এবং ঘোষণাবলি
-
১১:১৫ নাটকের আকারে বাইবেল পাঠ: দায়ূদ যিহোবার অপেক্ষা করেছিলেন (১ শমূয়েল ২৪:২-১৫; ২৫:১-৩৫; ২৬:২-১২; গীতসংহিতা ৩৭:১-৭)
-
১১:৪৫ ঈশ্বরের অপরিমেয় ধৈর্যকে মূল্যবান হিসেবে দেখুন (রোমীয় ২:৪, ৬, ৭; ২ পিতর ৩:৮, ৯; প্রকাশিত বাক্য ১১:১৮)
-
১২:১৫ গান ১৪৭ এবং বিরতি
দুপুর
-
১:৩৫ যন্ত্রসংগীতের ভিডিও প্রদর্শন
-
১:৪৫ গান ১৭
-
১:৫০ যিশুর মতো ধৈর্য ধরুন (ইব্রীয় ১২:২, ৩)
-
২:১০ সিম্পোসিয়াম: সেই ব্যক্তিদের অনুকরণ করুন, যারা ধৈর্য ধরার মাধ্যমে প্রতিজ্ঞাত বিষয়গুলো লাভ করেন
-
• অব্রাহাম ও সারা (ইব্রীয় ৬:১২)
-
• যোষেফ (আদিপুস্তক ৩৯:৭-৯)
-
• ইয়োব (যাকোব ৫:১১)
-
• মর্দখয় ও ইষ্টের (ইষ্টের ৪:১১-১৬)
-
• সখরিয় ও ইলীশাবেৎ (লূক ১:৬, ৭)
-
• পৌল (প্রেরিত ১৪:২১, ২২)
-
-
৩:১০ গান ১১ এবং ঘোষণাবলি
-
৩:২০ সিম্পোসিয়াম: সৃষ্টি যিহোবার সময় সম্বন্ধে আমাদের যা শেখায়
-
• উদ্ভিদ (মথি ২৪:৩২, ৩৩)
-
• সামুদ্রিক প্রাণী (২ করিন্থীয় ৬:২)
-
• পাখি (যিরমিয় ৮:৭)
-
• কীটপতঙ্গ (হিতোপদেশ ৬:৬-৮; ১ করিন্থীয় ৯:২৬)
-
• স্থলচর স্তন্যপায়ী প্রাণী (উপদেশক ৪:৬; ফিলিপীয় ১:৯, ১০)
-
-
৪:২০ “তোমরা সেই দিন এবং সেই সময় জান না” (মথি ২৪:৩৬; ২৫:১৩, ৪৬)
-
৪:৫৫ গান ২৭ এবং শেষ প্রার্থনা