সরাসরি বিষয়বস্তুতে যান

সরাসরি বিষয়সূচিতে যান

এই জগৎ কোন দিকে এগিয়ে চলেছে?

এই জগৎ কোন দিকে এগিয়ে চলেছে?

এই জগৎ কোন দিকে এগিয়ে চলেছে?

গুরুতর সমস্যা এবং বেদনাদায়ক ঘটনাগুলো পৃথিবীর সর্বত্র প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে! এর মানে কী?

ব্যক্তিগত নিরাপত্তা: বাজারগুলোতে বোমা বিস্ফোরণ। স্কুলে শিক্ষক ও ছাত্রদের গুলি করে হত্যা। বাবামা ক্ষণিকের জন্য অন্যমনস্ক হওয়ায় শিশুদের অপহরণ। দিনদুপুরে মহিলা ও বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে ছিনতাই।

ধর্মীয় অবস্থা: গির্জাগুলো যুদ্ধে প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোকে সমর্থন করে। পাদরিরা সাম্প্রদায়িক বিলোপসাধনের অভিযোগে অভিযুক্ত। যাজকরা অল্পবয়স্কদের যৌনভাবে শোষণ করে; গির্জা তা ধামাচাপা দেয়। উপস্থিতির সংখ্যা হ্রাস; গির্জা বিল্ডিংগুলো বিক্রি।

পরিবেশ: বাণিজ্যিক প্রকল্পগুলোর জন্য বন নিধন। জ্বালানি দ্রব্যের জন্য গরিবদের বৃক্ষ নিধন। ভূগর্ভস্থ জল দূষিত, পানের অযোগ্য। কলকারখানার বর্জ্য ও মাছ ধরার কিছু আধুনিক পদ্ধতির দ্বারা মৎস্যশিকার গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। দূষিত বায়ুর জন্য শ্বাসরোধ।

জীবিকানির্বাহ: রিপোর্ট করা হয়েছে যে, আফ্রিকায় সাহারার দক্ষিণ অঞ্চলের লোকেদের মাথাপিছু বাৎসরিক আয় প্রায় ৪৮০ (মার্কিন) ডলার। কর্পোরেশনের কর্মকর্তাদের লোভ ব্যাবসার পতন নিয়ে আসে, হাজার হাজার লোককে বেকার করে। প্রতারণার কারণে বিনিয়োগকারীরা তাদের সারাজীবনের সঞ্চয় হারায়।

খাদ্যের অভাব: সারা বিশ্বে প্রায় ৮০,০০,০০,০০০ লোক নিয়মিতভাবে পেটে খিদে নিয়ে ঘুমাতে যায়।

যুদ্ধ: বিংশ শতাব্দীতে যুদ্ধের কারণে ১০,০০,০০,০০০রও বেশি লোক প্রাণ হারিয়েছে। সমস্ত মানবজাতিকে অনেক বার ধ্বংস করার মতো যথেষ্ট পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে। বিভিন্ন গৃহযুদ্ধ। সন্ত্রাস বিশ্বকে গ্রাস করার মতো বৃদ্ধি পেয়েছে।

মহামারী ও অন্যান্য অসুস্থতা: ১৯১৮ সাল থেকে শুরু করে স্প্যানিশ ফ্লু ২,১০,০০,০০০ লোককে হত্যা করেছে। এইডস এখন “মানব ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক রোগে” পরিণত হয়েছে। ক্যানসার ও হৃদরোগ সারা পৃথিবীতে শোক নিয়ে আসে।

নির্দিষ্ট এক ধরনের সংবাদের চেয়ে আরও বেশি কিছুর প্রতি মনোযোগ দিন। এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা? নাকি সারা বিশ্বে ঘটে চলা ঘটনাগুলোর একটা অংশ, যেগুলোর প্রকৃত তাৎপর্য রয়েছে?

[৫ পৃষ্ঠার বাক্স/চিত্র]

ঈশ্বরের কি সত্যিই আগ্রহ রয়েছে?

বেদনাদায়ক বিভিন্ন ঘটনা বা গুরুতর ব্যক্তিগত ক্ষতির দ্বারা জর্জরিত হয়ে অনেক লোক চিন্তা করে যে, ঈশ্বর কেন এগুলো রোধ করার জন্য হস্তক্ষেপ করেন না।

ঈশ্বরের আগ্রহ রয়েছে। তিনি এখন নির্ভরযোগ্য নির্দেশনা ও প্রকৃত স্বস্তি প্রদান করেন। (মথি ১১:২৮-৩০; ২ তীমথিয় ৩:১৬, ১৭) দৌরাত্ম্য, অসুস্থতা ও মৃত্যুকে স্থায়ীভাবে শেষ করার জন্য তিনি ভিত্তি স্থাপন করেছেন। তাঁর ব্যবস্থাগুলো দেখায় যে, তিনি কেবল একটা জাতির লোকেদের প্রতি নয় বরং সমস্ত জাতি, বংশ ও ভাষার লোকেদের প্রতি আগ্রহী।—প্রেরিত ১০:৩৪, ৩৫, NW.

আমরা কতখানি আগ্রহ দেখাই? আপনি কি জানেন স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা কে? তাঁর নাম কী? তাঁর উদ্দেশ্য কী? তিনি বাইবেলে এই প্রশ্নগুলোর উত্তর দেন। সেখানে তিনি আমাদের বলেন যে, দৌরাত্ম্য ও সেইসঙ্গে অসুস্থতা এবং মৃত্যু শেষ করার জন্য তিনি কোন পদক্ষেপগুলো নিচ্ছেন। উপকার লাভ করার জন্য আমাদের কী করা দরকার? আমাদের তাঁর ও তাঁর উদ্দেশ্য সম্বন্ধে জানা দরকার। তাঁর ব্যবস্থাগুলো থেকে আমরা কীভাবে উপকার লাভ করার আশা করতে পারি, যদি না আমরা তাঁর প্রতি বিশ্বাস দেখাই? (যোহন ৩:১৬; ইব্রীয় ১১:৬) এ ছাড়া তিনি যা চান, সেগুলো পূরণ করাও আবশ্যক। (১ যোহন ৫:৩) তা করার ব্যাপারে যথেষ্ট আগ্রহ কি আপনার রয়েছে?

ঈশ্বর কেন বর্তমান অবস্থাকে থাকতে দিয়েছেন, তা উপলব্ধি করার জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ বিচার্য বিষয় বুঝতে হবে। বাইবেল এটা ব্যাখ্যা করে। এই প্রকাশনার ১৫ পৃষ্ঠায় এই বিচার্য বিষয়কে শনাক্ত করা হয়েছে।