চিরকাল ঈশ্বরের পরিচর্যা করাকে আপনার লক্ষ্য করুন
অধ্যায় ১৮
চিরকাল ঈশ্বরের পরিচর্যা করাকে আপনার লক্ষ্য করুন
১, ২. ঈশ্বরবিষয়ক জ্ঞানের অধিকারী হওয়া ছাড়াও আর কিসের প্রয়োজন আছে?
কল্পনা করুন যে আপনি এক বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে আছেন যেটি এমন একটি ঘরে পৌঁছে দেয় যার ভিতরে প্রচুর সম্পদ রয়েছে। ধরা যাক যে কোন অধিকারপ্রাপ্ত ব্যক্তি আপনাকে চাবিটি দিয়েছে এবং বলেছে আপনি ঐ মূল্যবান দ্রব্যাদি গ্রহণ করুন। ঐ চাবি কোন কাজেই লাগবে না যদি না আপনি তা ব্যবহার করেন। অনুরূপে, আপনাকে জ্ঞানের ব্যবহার করতে হবে যদি আপনাকে তা থেকে উপকৃত হতে হয়।
২ ঈশ্বরবিষয়ক জ্ঞান সম্পর্কে এটি বিশেষভাবে সত্য। বাস্তবিক, যিহোবা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট সম্বন্ধে যথার্থ জ্ঞানের অর্থ অনন্ত জীবন। (যোহন ১৭:৩) তবুও, সেই প্রত্যাশা পরিপূর্ণ হতে পারে না শুধুমাত্র জ্ঞানের অধিকারী হলেই। যেমন আপনি একটি মূল্যবান চাবিকে ব্যবহার করবেন, তেমনি আপনার জীবনে ঈশ্বরবিষয়ক জ্ঞানের প্রয়োগ করা প্রয়োজন। যীশু বলেছিলেন যে যারা ঈশ্বরের ইচ্ছা পালন করে তারাই “রাজ্যে প্রবেশ করিতে পাইবে।” এরূপ ব্যক্তিরাই সুযোগ পাবে ঈশ্বরকে চিরকালের জন্য পরিচর্যা করবার!—মথি ৭:২১; ১ যোহন ২:১৭.
৩. আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কী?
৩ ঈশ্বরের ইচ্ছা কী তা জানার পরে, এটি গুরুত্বপূর্ণ তা পালন করা। আপনি কী মনে করেন যে আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা কী? তা এই কথাগুলির মধ্যে খুব ভালভাবে সারসংক্ষেপ করা যেতে পারে: যীশুকে অনুকরণ করুন। প্রথম পিতর ২:২১ পদ আমাদের বলে: “তোমরা ইহারই নিমিত্ত আহূত হইয়াছ; কেননা খ্রীষ্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর।” ঈশ্বরের ইচ্ছা পালন করতে, তাহলে, যতটা সম্ভব ঘনিষ্ঠরূপে আপনার যীশুর উদাহরণ অনুসরণ করা প্রয়োজন। এইভাবেই আপনি ঈশ্বরবিষয়ক জ্ঞানের প্রয়োগ করেন।
যীশু কিভাবে ঈশ্বরবিষয়ক জ্ঞানকে ব্যবহার করেছিলেন
৪. যীশু, যিহোবা সম্বন্ধে এত বেশি জানেন কেন এবং তিনি কিভাবে এই জ্ঞান ব্যবহার করেছেন?
৪ অন্যদের অপেক্ষা যীশু খ্রীষ্টের আরও গভীর ঈশ্বরবিষয়ক জ্ঞান আছে। পৃথিবীতে আসার পূর্বে তিনি স্বর্গে যিহোবা ঈশ্বরের সাথে যুগ যুগ ধরে থেকেছিলেন এবং কাজ করেছিলেন। (কলসীয় ১:১৫, ১৬) আর সেই সকল জ্ঞান দ্বারা যীশু কী করেছিলেন? শুধু তার অধিকারী থেকেই তিনি সন্তুষ্ট ছিলেন না। যীশু সেই জ্ঞানানুসারে জীবন কাটিয়েছিলেন। সেইজন্যই, তিনি সহমানবদের সাথে তাঁর আচরণে এত দয়ালু, ধৈর্যশীল এবং প্রেমপূর্ণ ছিলেন। এইভাবে যীশু তাঁর স্বর্গীয় পিতার অনুকরণ করছিলেন এবং যিহোবার পথসকল ও ব্যক্তিত্ব সম্বন্ধে তাঁর জ্ঞানের সাথে সঙ্গতি রেখে কাজ করছিলেন।—যোহন ৮:২৩, ২৮, ২৯, ৩৮; ১ যোহন ৪:৮.
৫. যীশু কেন বাপ্তাইজিত হয়েছিলেন এবং তাঁর বাপ্তিস্মের অর্থ অনুসারে তিনি কিভাবে জীবনযাপন করেছিলেন?
৫ যে জ্ঞান যীশুর ছিল তা তাঁকে একটি প্রামাণ্য পদক্ষেপ নিতেও পরিচালিত করেছিল। তিনি গালীল থেকে যর্দন নদীতে এসেছিলেন, যেখানে যোহন তাঁকে বাপ্তাইজিত করেছিলেন। (মথি ৩:১৩-১৫) যীশুর বাপ্তিস্ম কী চিত্রিত করেছিল? এক যিহূদীরূপে, ঈশ্বরের নিকদুট উৎসর্গীকৃত এক জাতির মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সুতরাং, জন্ম থেকেই যীশু উৎসর্গীকৃত ছিলেন। (যাত্রাপুস্তক ১৯:৫, ৬) বাপ্তিস্ম গ্রহণ করে, পৃথিবীতে থাকাকালীন তাঁর জন্য ঐশিক ইচ্ছা পালন করতে তিনি যিহোবার কাছে নিজেকে সমর্পণ করছিলেন। (ইব্রীয় ১০:৫, ৭) আর যীশু তাঁর বাপ্তিস্মের অর্থ পরিপূর্ণ করেছিলেন। প্রতিটি সুযোগে মানুষের সাথে ঈশ্বরবিষয়ক জ্ঞান বন্টন করে নিয়ে তিনি নিজেকে যিহোবার পরিচর্যায় ব্যয় করেছিলেন। ঈশ্বরের ইচ্ছা পালন করে যীশু আনন্দ পেতেন, এমনকি বলেছিলেন যে তা তাঁর কাছে খাদ্যস্বরূপ ছিল।—যোহন ৪:৩৪.
৬. কী উপায়ে যীশু নিজেকে অস্বীকার করেছিলেন?
৬ যীশু পূর্ণরূপে উপলব্ধি করেছিলেন যে যিহোবার ইচ্ছা পালন করতে হলে অনেক মূল্য দিতে হবে—এমনকি তাঁর জীবনও দিতে হতে পারে। তবুও, যীশু নিজেকে অস্বীকার করেছিলেন, তাঁর ব্যক্তিগত প্রয়োজনগুলিকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন। ঈশ্বরের ইচ্ছা পালন সর্বদাই প্রথমে ছিল। এই বিষয়ে, যীশুর নিখুঁত উদাহরণ আমরা কিভাবে অনুসরণ করতে পারি?
যে পদক্ষেপগুলি অনন্ত জীবনে পরিচালিত করে
৭. বাপ্তিস্মের জন্য উপযুক্ত হতে এক ব্যক্তিকে কয়েকটি কী পদক্ষেপ অবশ্যই নিতে হবে?
৭ যীশুর মত আমরা নই, আমরা অসিদ্ধ এবং শুধুমাত্র অন্যান্য অতীব গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলি নেওয়ার পরেই আমরা বাপ্তিস্মের পর্যায়ে পৌঁছাতে পারি। এটি আরম্ভ হয় যিহোবা ঈশ্বর এবং যীশু খ্রীষ্ট সম্বন্ধে যথার্থ জ্ঞান আমাদের হৃদয়ে নেওয়ার দ্বারা। যা করার ফল হয় আমাদের বিশ্বাস প্রদর্শন এবং ঈশ্বরের জন্য প্রগাঢ় প্রেম অর্জন। (মথি ২২:৩৭-৪০; রোমীয় ১০:১৭; ইব্রীয় ১১:৬) ঈশ্বরের নিয়ম, নীতি এবং মান সকল মেনে নেওয়ার দরুণ, অতীতে আমাদের পাপসমূহের জন্য ঈশ্বরীয় দুঃখ প্রকাশ করে, আমাদের অনুতপ্ত হতে প্রেরণা পাওয়া উচিত। এটি পরিচালিত করে পরিবর্তন করতে, অর্থাৎ, বিপরীতে ফেরা এবং যে কোন অন্যায় পথ পরিত্যাগ করা যা আমরা অনুসরণ করেছি যখন আমাদের ঈশ্বরবিষয়ক জ্ঞান ছিল না। (প্রেরিত ৩:১৯) স্বাভাবিকভাবেই, যা ন্যায়সঙ্গত তা করার পরিবর্তে যদি আমরা গোপনে এখনও কোন পাপ করে চলি, আমরা প্রকৃতই মন ফিরাইনি, ঈশ্বরকে আমরা প্রতারণা করতে পারিনি। যিহোবার কাছে সমস্ত কপটতা প্রকাশ হয়ে যায়।—লূক ১২:২, ৩.
৮. কী কাজ আপনি করবেন যখন রাজ্য-প্রচার কাজে অংশ নিতে আপনি আকাঙ্ক্ষী হন?
৮ এখন যখন আপনি কিছু সময় ধরে ঈশ্বরবিষয়ক জ্ঞান অর্জন করছেন, বিশেষভাবে ব্যক্তিগত উপায়ে কি আধ্যাত্মিক বিষয়গুলি বিবেচনা করা উপযুক্ত নয়? হয়ত যা আপনি শিখছেন তা আপনার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং অন্যদের বলতে আপনি আগ্রহী। বাস্তবে, আপনি হয়ত ইতিমধ্যেই তা করছেন, যেমন যীশুও রীতিবহির্ভূত পরিস্থিতিতে সুসমাচার অপরকে জানাতেন। (লূক ১০:৩৮, ৩৯; যোহন ৪:৬-১৫) এখন আপনি হয়ত আরও বেশি করতে চাইবেন। খ্রীষ্টীয় প্রাচীনগণ আপনার সঙ্গে কথা বলতে আনন্দিত হবেন যাতে করে নির্ধারণ করা যায় যে যিহোবার সাক্ষীদের নিয়মিতভাবে রাজ্য-প্রচার কাজে কিছু অংশ নিতে আপনি উপযুক্ত এবং সক্ষম কি না। যদি আপনি যোগ্য হন, পরিচর্যায় কোন সাক্ষীর সঙ্গে থাকতে প্রাচীনেরা আপনার জন্য ব্যবস্থা করবেন। যীশুর শিষ্যেরা তাঁর নির্দেশগুলি অনুসরণ করতেন যাতে তাদের পরিচর্যা কাজ এক শৃঙ্খলাপূর্ণ উপায়ে সম্পাদন করা যায়। (মার্ক ৬:৭, ৩০; লূক ১০:১) যখন আপনি গৃহ থেকে গৃহে ও অন্যান্য উপায়ে রাজ্যের বার্তা প্রসারে অংশ নেবেন আপনিও অনুরূপ সাহায্য থেকে উপকৃত হবেন।—প্রেরিত ২০:২০, ২১.
৯. কোন ব্যক্তি ঈশ্বরের নিকদুট কিভাবে উৎসর্গীকরণ করে এবং উৎসর্গীকরণ কিভাবে সেই ব্যক্তির জীবনকে প্রভাবিত করে?
৯ মণ্ডলীর এলাকাতে সব ধরনের ব্যক্তির কাছে সুসমাচার প্রচার, যারা ধার্মিক-মনা তাদের খুঁজে পাওয়ার একটি উপায় এবং সেই উত্তম কাজগুলির অন্তর্ভুক্ত যেগুলি প্রমাণ করে যে আপনার বিশ্বাস আছে। (প্রেরিত ১০:৩৪, ৩৫; যাকোব ২:১৭, ১৮, ২৬) খ্রীষ্টীয় সভাগুলিতে নিয়মিত উপস্থিতি এবং প্রচার কাজে এক অর্থপূর্ণ অংশ নেওয়া এই উপায়গুলি আরও প্রদর্শন করে যে আপনি অনুতপ্ত এবং পরিবর্তিত হয়েছেন ও দৃঢ় সিদ্ধান্ত নিয়েছেন ঈশ্বরবিষয়ক জ্ঞানানুসারে জীবনযাপন করতে। পরবর্তী যুক্তিযুক্ত পদক্ষেপটি কী? এটি যিহোবা ঈশ্বরের প্রতি এক উৎসর্গীকরণ। এর অর্থ যে আন্তরিক প্রার্থনায়, আপনি ঈশ্বরকে বলেন যে আপনি স্বেচ্ছায় এবং পূর্ণহৃদয়ে তাঁর ইচ্ছা পালন করতে তাঁকে আপনার জীবন অর্পণ করছেন। এটিই হল পথ যিহোবার কাছে আপনাকে উৎসর্গ করার এবং যীশু খ্রীষ্টের লঘু যোঁয়ালি গ্রহণ করার।—মথি ১১:২৯, ৩০.
বাপ্তিস্ম—আপনার জন্য তার অর্থ কী
১০. যিহোবার নিকদুট নিজেকে উৎসর্গীকরণ করার পরে আপনার বাপ্তাইজিত হওয়া উচিত কেন?
১০ যীশুর কথা অনুসারে, যারা তাঁর শিষ্য হবে তাদের অবশ্যই বাপ্তাইজিত হতে হবে। (মথি ২৮:১৯, ২০) ঈশ্বরের কাছে আপনার উৎসর্গীকরণের পরে এর প্রয়োজন কেন? যেহেতু আপনি নিজেকে যিহোবার কাছে উৎসর্গ করেছেন, তিনি জানেন যে আপনি তাঁকে প্রেম করেন। কিন্তু সন্দেহ নেই যে ঈশ্বরের প্রতি আপনার প্রেম সম্পর্কে অন্যদের জানাতে আপনি আরও কিছু কাজ করতে চাইবেন। হ্যাঁ, বাপ্তিস্ম যিহোবা ঈশ্বরের প্রতি আপনার উৎসর্গীকরণকে জনসমক্ষে জানাবার এক সুযোগ দেবে।—রোমীয় ১০:৯, ১০.
১১. বাপ্তিস্মের অর্থ কী?
১১ রূপকভাবে বাপ্তিস্ম অতীব অর্থপূর্ণ। যখন আপনাকে নিমজ্জিত করা হয়, অথবা “ডুবিয়ে দেওয়া হয়,” জলের নিচে, তা যেন আপনার পূর্বের জীবনযাত্রার কাছে আপনি মারা গিয়েছেন। যখন আপনি জল থেকে উদুঠ আসেন, তা হল যেন আপনি এক নতুন জীবনে উত্থিত হচ্ছেন, এক জীবন যা ঈশ্বরের ইচ্ছা দ্বারা নিয়ন্ত্রিত ও আপনার নিজের নয়। অবশ্য, এর অর্থ এই নয় যে আপনি আর কখনও ভুল করবেন না, কারণ আমরা সকলেই অসিদ্ধ ও তাই প্রত্যহ পাপ করি। কিন্তু, একজন উৎসর্গীকৃত, বাপ্তাইজিত যিহোবার সেবকরূপে, আপনি তাঁর সঙ্গে এক বিশেষ সম্পর্কের মধ্যে প্রবেশ করবেন। আপনার অনুতপ্ত হওয়া এবং নম্রভাবে বাপ্তাইজিত হওয়ার কারণে, যীশুর মুক্তিমূল্যরূপ বলিদানের ভিত্তিতে যিহোবা আপনার পাপসমূহ ক্ষমা করতে ইচ্ছুক। এইভাবে বাপ্তিস্ম ঈশ্বরের নিকদুট এক শুদ্ধ বিবেকের প্রতি পরিচালিত করে।—১ পিতর ৩:২১.
১২. বাপ্তাইজিত হওয়ার অর্থ কী (ক) ‘পিতার নামে’? (খ) ‘পুদুত্রর নামে’? (গ) ‘পবিত্র আত্মার নামে’?
১২ যীশু তাঁর অনুগামীদের আজ্ঞা দিয়েছিলেন নতুন শিষ্যদের “পিতার ও পুদুত্ত্রর ও পবিত্র আত্মার নামে” বাপ্তাইজ করতে। (মথি ২৮:১৯) যীশু কী বুঝিয়েছিলেন? ‘পিতার নামে’ বাপ্তিস্মের অর্থ যে ব্যক্তি বাপ্তাইজিত হচ্ছে সে পূর্ণহৃদয়ে যিহোবা ঈশ্বরকে সৃষ্টিকর্তা এবং বিশ্বের যথার্থ সার্বভৌম হিসাবে গ্রহণ করে। (গীতসংহিতা ৩৬:৯; ৮৩:১৮; উপদেশক ১২:১) ‘পুদুত্রর নামে’ বাপ্তাইজিত হওয়ার অর্থ সেই ব্যক্তি স্বীকার করে যে যীশু খ্রীষ্ট—এবং বিশেষভাবে তাঁর মুক্তিমূল্যরূপ বলিদান—হল ঈশ্বর দ্বারা দত্ত পরিত্রাণের একমাত্র উপায়। (প্রেরিত ৪:১২) ‘পবিত্র আত্মার নামে’ বাপ্তিস্ম চিত্রিত করে যে বাপ্তিস্মপ্রার্থী যিহোবার পবিত্র আত্মা, অথবা সক্রিয় শক্তিকে ঈশ্বরের সাধনযন্ত্র হিসাবে স্বীকার করে যা তাঁর উদ্দেশ্য সকল সাধন করে এবং তাঁর আত্মা-পরিচালিত সংগঠনের সাহচর্যে তাঁর ধার্মিক ইচ্ছা পালন করতে তাঁর সেবকদের শক্তি দেয়।—আদিপুস্তক ১:২; গীতসংহিতা ১০৪:৩০; যোহন ১৪:২৬; ২ পিতর ১:২১.
আপনি কি বাপ্তিস্মের জন্য প্রস্তুত?
১৩, ১৪. যিহোবা ঈশ্বরের পরিচর্যা করাকে বেছে নিতে আমাদের ভীত হওয়া উচিত নয় কেন?
১৩ যেহেতু বাপ্তিস্ম এত অর্থপূর্ণ ও এক ব্যক্তির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এটি কী এক পদক্ষেপ যা নিতে আপনার শঙ্কিত হওয়া উচিত? নিশ্চয়ই নয়! যদিও বাপ্তাইজিত হওয়ার সিদ্ধান্ত হাল্কাভাবে নেওয়া উচিত নয়, প্রশ্নাতীতরূপে এটি সবচেয়ে প্রজ্ঞাজনক সিদ্ধান্ত যা হয়ত আপনি নিতে পারেন।
১৪ বাপ্তিস্ম যিহোবা ঈশ্বরকে সেবা করতে আপনার মনোনয়নের প্রমাণ দেয়। যে সমস্ত ব্যক্তিদের সাথে আপনি পরিচিত তাদের সম্বন্ধে ভাবুন। কোন না কোন ভাবে, তাদের প্রত্যেকেই কি একজন প্রভুর দাসত্ব করছে না? কেউ ধনসম্পদের দাসত্ব করে। (মথি ৬:২৪) অন্যেরা অধ্যবসায় সহকারে তাদের কর্মজীবনে উন্নতির পথে ধাবিত হয় অথবা নিজেদের দাসত্ব করে জীবনে নিজেদের আশা-আকাঙ্ক্ষা পরিপূর্ণ করাকেই সর্বোচ্চ করার দ্বারা। আরও অনেকে মিথ্যা দেবতাদের সেবা করে। কিন্তু আপনি সত্য ঈশ্বর, যিহোবাকে সেবা করতে বেছে নিয়েছেন। আর কেউই এত অধিক দয়া, করুণা এবং প্রেম প্রদর্শন করে না। ঈশ্বর মানুষকে উদ্দেশ্যমূলক কাজ দিয়ে মর্যাদা দেন যা পরিত্রাণের প্রতি তাদের নির্দেশ দেয়। তিনি তাঁর সেবকদের অনন্ত জীবন দিয়ে পুরস্কৃত করেন। নিশ্চয়ই, যীশুর উদাহরণ অনুসরণ করা এবং যিহোবাকে আপনার জীবন উৎসর্গ করা আশঙ্কিত হওয়ার কোন পথ নয়। প্রকৃতপক্ষে, এটিই একমাত্র পথ যা ঈশ্বরকে সন্তুষ্ট করে এবং সম্পূর্ণরূপে যুক্তিযুক্ত।—১ রাজাবলি ১৮:২১.
১৫. বাপ্তিস্মের পথে কয়েকটি সাধারণ বাধা কী?
১৫ তবুও, চাপের সম্মুখীন হয়ে নেওয়ার মত একটি পদক্ষেপ বাপ্তিস্ম নয়। এটি যিহোবা এবং আপনার মধ্যে একটি ব্যক্তিগত বিষয়। (গালাতীয় ৬:৪) যখন আপনি আধ্যাত্মিকরূপে উন্নতি করেছেন, আপনি হয়ত ভাবতে পারেন: “আমার বাপ্তাইজিত হইবার বাধা কি?” (প্রেরিত ৮:৩৫, ৩৬) আপনি নিজেকে হয়ত জিজ্ঞাসা করতে পারেন, ‘পারিবারিক বিরোধিতাই কি আমাকে বাধা দিচ্ছে? আমি কি এখনও কিছু অশাস্ত্রীয় পরিস্থিতি অথবা পাপপূর্ণ অভ্যাসের সঙ্গে জড়িত আছি? হতে পারে কি যে আমি সমাজে অনুগ্রহ হারাবো বলে ভীত? এগুলি বিবেচনা করার মত কয়েকটি বিষয়, কিন্তু বাস্তবতার সাথে তার মূল্য নির্ধারণ করুন।
১৬. যিহোবার পরিচর্যা করা থেকে আপনি কিভাবে উপকৃত হবেন?
১৬ যিহোবাকে পরিচর্যা করার উপকারগুলিকে বিবেচনা না করে মূল্য নির্ধারণ করা বাস্তব হবে না। উদাহরণস্বরূপ, পারিবারিক বিরোধিতার বিষয়টিকে বিবেচনা করুন। যীশু প্রতিজ্ঞা করেছিলেন যে তাঁকে অনুসরণ করার জন্য তাঁর শিষ্যদের এমনকি যদি আত্মীয়স্বজনদেরও হারাতে হয়, তারা আরও বড় এক আধ্যাত্মিক পরিবার লাভ করবে। (মার্ক ১০:২৯, ৩০) এই সহবিশ্বাসীরা আপনাকে ভ্রাতৃপ্রেম দেখাবে, তাড়না সহ্য করতে আপনাকে সাহায্য করবে এবং জীবনে যাওয়ার পথের উপরে সহায়তা দেবে। (১ পিতর ৫:৯) বিশেষত মণ্ডলীর প্রাচীনেরা সমস্যাগুলিকে আয়ত্তে আনতে এবং অন্যান্য কঠিন পরিস্থিতিকে সফলতার সাথে প্রতিহত করতে আপনাকে সাহায্য করতে পারে। (যাকোব ৫:১৪-১৬) এই জগতে অনুগ্রহ হারানো সম্পর্কে, আপনি হয়ত নিজেকে জিজ্ঞাসা করতে পারেন, ‘বিশ্বের সৃষ্টিকর্তার অনুমোদন পাওয়া, আমার জীবন পথ মনোনয়ন তাঁর আনন্দের কারণ হয়েছে, এর সাথে তুলনীয় আর কিছু কি সম্ভব?’—হিতোপদেশ ২৭:১১.
আপনার উৎসর্গীকরণ এবং বাপ্তিস্ম অনুসারে জীবনযাপন করা
১৭. বাপ্তিস্মকে সমাপ্তি হিসাবে দেখার পরিবর্তে প্রারম্ভ হিসাবে দেখা আপনার উচিত কেন?
১৭ এটি স্মরণে রাখা গুরুত্বপূর্ণ যে বাপ্তিস্মেই আপনার আধ্যাত্মিক উন্নতির সমাপ্তি নয়। এটি সারা জীবন ধরে একজন নিয়োজিত পরিচারক এবং যিহোবার সাক্ষীদের একজন রূপে ঈশ্বরের পরিচর্যার প্রারম্ভকে চিহ্নিত করে। যদিও বাপ্তিস্ম অতীব গুরুত্বপূর্ণ, এটি পরিত্রাণের নিশ্চয়তা দেয় না। যীশু বলেননি: ‘যে কেহ বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাইবে।’ পরিবর্তে, তিনি বলেছিলেন: “যে কেহ শেষ পর্য্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে।” (মথি ২৪:১৩) সুতরাং, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সর্বাগ্রে আপনি ঈশ্বরের রাজ্যের অন্বেষণ করুন আপনার জীবনে তাকে সর্বোচ্চ বিবেচনার বিষয় করে।—মথি ৬:২৫-৩৪.
১৮. বাপ্তিস্মের পরে, কয়েকটি কী লক্ষ্যের অনুধাবন করা যায়?
১৮ যিহোবার প্রতি আপনার পরিচর্যায় স্থির থাকতে, আপনি চাইবেন আপনার জন্য আধ্যাত্মিক লক্ষ্য স্থাপন করতে। একটি সুযোগ্য লক্ষ্য হল তাঁর বাক্যের নিয়মিত ব্যক্তিগত অধ্যয়নের মাধ্যমে আপনার ঈশ্বরবিষয়ক জ্ঞানের বৃদ্ধি করা। দৈনন্দিন বাইবেল অধ্যয়নের পরিকল্পনা করুন। (গীতসংহিতা ১:১, ২) নিয়মিত খ্রীষ্টীয় সভাগুলিতে উপস্থিত থাকুন, কারণ যে সাহচর্য আপনি সেখানে পান তা আপনাকে আধ্যাত্মিক শক্তি দিতে সাহায্য করবে। ব্যক্তিগতভাবে, খ্রীষ্টীয় সভাগুলিতে মন্তব্য করা ও এইভাবে যিহোবাকে প্রশংসা করা এবং অন্যদের গঠন করে তোলবার চেষ্টাকে আপনার উদ্দেশ্য করুন না কেন? (রোমীয় ১:১১, ১২) আপনার প্রার্থনার মানকে উন্নত করাও আর একটি লক্ষ্য হতে পারে।—লূক ১১:২-৪.
১৯. কোন্ গুণাবলি প্রদর্শন করতে পবিত্র আত্মা আপনাকে সাহায্য করতে পারে?
১৯ যদি আপনার বাপ্তিস্মের অর্থ অনুযায়ী আপনাকে জীবনযাপন করতে হয়, আপনার প্রয়োজন কী আপনি করছেন তার প্রতি অবিরাম মনোযোগ দেওয়া, ঈশ্বরের পবিত্র আত্মাকে আপনার মধ্যে এই সকল গুণাবলি যেমন প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয়দমনকে গড়ে তুলতে দিয়ে। (গালাতীয় ৫:২২, ২৩; ২ পিতর ৩:১১) মনে রাখবেন, যিহোবা তাদের সকলকে তাঁর পবিত্র আত্মা দেন যারা এর জন্য প্রার্থনা করে এবং তাঁর বিশ্বস্ত সেবকরূপে তাঁর আজ্ঞা পালন করে। (লূক ১১:১৩; প্রেরিত ৫:৩২) তাই তাঁর আত্মার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং সেই গুণাবলি যা তাঁকে সন্তুষ্ট করে সেগুলি প্রদর্শন করতে তাঁর সাহায্য চান। যত আপনি ঈশ্বরের আত্মার প্রভাবের প্রতি সাড়া দেবেন তত বেশি এরূপ গুণাবলি আপনার বাক্যে ও আচরণে স্পষ্ট হয়ে উঠবে। অবশ্য, খ্রীষ্টীয় মণ্ডলীতে প্রত্যেক ব্যক্তিই “সেই নূতন মনুষ্যকে” গড়ে তোলবার চেষ্টা করছে যাতে আরও অধিক খ্রীষ্টের ন্যায় হতে পারে। (কলসীয় ৩:৯-১৪) এটি করার জন্য আমরা প্রত্যেকেই বিভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হই, কারণ আমরা প্রত্যেকেই আধ্যাত্মিক উন্নতির বিভিন্ন ধাপে রয়েছি। যেহেতু আপনি অসিদ্ধ, তাই খ্রীষ্টতুল্য এক ব্যক্তিত্ব পেতে হলে আপনাকে কদুঠার পরিশ্রম করতে হবে। কিন্তু এ সম্পর্কে হতাশ হবেন না, কারণ ঈশ্বরের সহায়তায় তা সম্ভব।
২০. পরিচর্যায় আপনি কী কী উপায়ে যীশুকে অনুকরণ করতে পারেন?
২০ যীশুর আনন্দপূর্ণ উদাহরণকে আরও ভালভাবে অনুকরণ করা আপনার আধ্যাত্মিক লক্ষ্যগুলির মধ্যে থাকা উচিত। (ইব্রীয় ১২:১-৩) তিনি পরিচর্যাকে ভালবাসতেন। যদি রাজ্য-প্রচার কাজে অংশ নিতে আপনি অধিকারপ্রাপ্ত হন, তাহলে, তাকে শুধু গতানুগতিক হয়ে উঠতে দেবেন না। অন্যদের ঈশ্বরের রাজ্য সম্বন্ধে শিক্ষা দেওয়ার মধ্যে আনন্দ পাওয়ার চেষ্টা করুন, যেমন যীশু পেয়েছিলেন। একজন শিক্ষকরূপে উন্নতি করায় আপনাকে সাহায্য করতে মণ্ডলী যে নির্দেশ দেয় সেগুলি প্রয়োগ করুন। আর নিশ্চিত থাকুন যে আপনার পরিচর্যা সম্পাদন করতে যিহোবা আপনাকে শক্তি দিতে পারেন।—১ করিন্থীয় ৯:১৯-২৩.
২১. (ক) আমরা কিভাবে জানি যে যিহোবা বিশ্বস্ত বাপ্তাইজিত প্রত্যেকটি ব্যক্তিকে মূল্যবান জ্ঞান করেন? (খ) কী দেখায় যে এই দুষ্ট বিধিব্যবস্থার উপরে ঈশ্বরের বিচার সম্পাদনের সময়ে আমাদের সংরক্ষণের জন্য বাপ্তিস্ম গুরুত্বপূর্ণ?
২১ একজন উৎসর্গীকৃত, বাপ্তাইজিত ব্যক্তি যে বিশ্বস্ততার সাথে যীশুকে অনুসরণ করার প্রচেষ্টা করছে সে ঈশ্বরের কাছে বিশিষ্টমূল্যসম্পন্ন। যিহোবা সমস্ত কোটি কোটি মানুষের হৃদয় পরীক্ষা করেন এবং জানেন যে এরূপ ব্যক্তিরা কত দুর্লভ। তিনি তাদের গণ্য করেন সম্পদ, “মনোরঞ্জন বস্তু” হিসাবে। (হগয় ২:৭) বাইবেল ভাববাণী সকল দেখায় যে তাঁর বিচার সম্পাদন যা এই দুষ্ট বিধিব্যবস্থার উপরে শীঘ্রই আসছে তা থেকে রক্ষা পাওয়ার জন্য ঈশ্বর এই সকল ব্যক্তিদের চিহ্নিতরূপে দেখেন। (যিহিষ্কেল ৯:১-৬; মালাখি ৩:১৬, ১৮) আপনি কি “অনন্ত জীবনের জন্য নিরূপিত”? (প্রেরিত ১৩:৪৮) ঈশ্বরের একজন পরিচর্যাকারী রূপে চিহ্নিত হওয়া কি আপনার আন্তরিক আকাঙ্ক্ষা? উৎসর্গীকরণ এবং বাপ্তিস্ম ঐ চিহ্নের অংশ এবং সংরক্ষণের জন্য এগুলি অত্যাবশ্যকীয়।
২২. কোন্ প্রত্যাশাগুলির জন্য “বিস্তর লোক” প্রতীক্ষা করতে পারে?
২২ বিশ্বব্যাপী জলপ্লাবনের পরে, নোহ ও তার পরিবার জাহাজ থেকে এক পরিচ্ছন্ন পৃথিবীতে বেরিয়ে এসেছিলেন। অনুরূপে বর্তমানে, “বিস্তর লোক” যারা তাদের জীবনে ঈশ্বরবিষয়ক জ্ঞান প্রয়োগ করে এবং যিহোবার অনুমোদন লাভ করে, তাদের এই দুষ্ট বিধিব্যবস্থার শেষ থেকে রক্ষা পাওয়ার এবং এক চিরস্থায়ীরূপে পরিচ্ছন্ন পৃথিবীতে অনন্ত জীবন উপভোগ করার প্রত্যাশা রয়েছে। (প্রকাশিত বাক্য ৭:৯, ১৪) সেই জীবন কিরূপ হবে?
আপনার জ্ঞান পরীক্ষা করুন
কিভাবে যিহোবা চান যে তাঁর সম্বন্ধে আপনার জ্ঞান আপনি ব্যবহার করুন?
কয়েকটি পদক্ষেপ কী যা বাপ্তিস্মে পরিচালিত করে?
কেন বাপ্তিস্ম এক সমাপ্তি নয় কিন্তু এক প্রারম্ভ?
আমাদের উৎসর্গীকরণ ও বাপ্তিস্ম অনুসারে আমরা কিভাবে জীবনযাপন করতে পারি?
[অধ্যয়ন প্রশ্নাবলি]
[১৭২ পৃষ্ঠার চিত্র]
ঈশ্বরের নিকদুট প্রার্থনায় আপনি কি উৎসর্গীকরণ করেছেন?
[১৭৪ পৃষ্ঠার চিত্র]
আপনাকে বাপ্তাইজিত হতে কী বাধা দেয়?