তীত ২:১-১৫

  • যুবক-যুবতীদের ও বয়স্কদের জন্য উত্তম শিক্ষা (১-১৫)

    • ঈশ্বরের ইচ্ছার বিপরীত এমন সমস্ত বিষয় পরিত্যাগ করো (১২)

    • পূর্ণহৃদয়ে উত্তম কাজগুলো করা (১৪)

 কিন্তু, তুমি সবসময় উপকারজনক শিক্ষার সঙ্গে মিল রেখে শিক্ষা দাও। ২  বয়স্ক পুরুষদের বলো, যেন তারা সমস্ত ক্ষেত্রে নিজেদের দমন করেন, গাম্ভীর্য বজায় রাখেন, উত্তম বিচারবুদ্ধিসম্পন্ন হন, বিশ্বাসে দৃঢ় হন, প্রেমে পূর্ণ হন এবং প্রচুররূপে ধৈর্যশীল হন। ৩  একইভাবে বয়স্ক নারীদের বলো, যেন তারা ঈশ্বরের সম্মান নিয়ে আসে এমনভাবে আচরণ করেন, অপবাদক না হন, প্রচুর দ্রাক্ষারসে* আসক্ত* না হন, ভালো বিষয়ের শিক্ষক হন। ৪  এতে তারা যুবতীদের উপদেশ* দিতে পারবেন যে, তারা যেন নিজ নিজ স্বামীকে ও সন্তানদের ভালোবাসে, ৫  উত্তম বিচারবুদ্ধিসম্পন্ন হয়, শুদ্ধতা বজায় রাখে, সংসারের কাজকর্ম করে,* ভালো আচরণ বজায় রাখে, নিজ নিজ স্বামীর বশীভূত হয় আর এভাবে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। ৬  একইভাবে যুবকদের পরামর্শ দাও, যেন তারা উত্তম বিচারবুদ্ধিসম্পন্ন হয়। ৭  আর তুমি জীবনের সমস্ত ক্ষেত্রে উদাহরণ স্থাপন করো। যা সত্য, তা আন্ত­রি­কতার সঙ্গে শিক্ষা দাও, ৮  এমন উপকার­জনক বাক্য ব্যবহার করো, যাতে কেউ সেই বাক্যের সমালোচনা করতে না পারে। এতে যারা বিরোধিতা করে, তারা লজ্জা পাবে, কারণ আমাদের বিষয়ে নেতিবাচক* কোনো কথা বলার মতো কিছুই থাকবে না। ৯  দাসদের বলো, যেন তারা সমস্ত বিষয়ে তাদের প্রভুদের বশীভূত থাকে, তাদের সন্তুষ্ট করার চেষ্টা করে, তাদের কথার প্রতিবাদ না করে, ১০  তাদের কাছ থেকে চুরি না করে, বরং সম্পূর্ণ বিশ্বস্ততা দেখায়, যাতে সমস্ত বিষয়ে তারা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষার সৌন্দর্যকে আরও আকর্ষণীয় করে তোলে। ১১  কারণ ঈশ্বরের মহাদয়া প্রকাশিত হয়েছে এবং তা সমস্ত ধরনের লোকের জন্য পরিত্রাণ নিয়ে আসে। ১২  এই মহাদয়া আমাদের শিক্ষা দিচ্ছে, যেন আমরা ঈশ্বরের ইচ্ছার বিপরীত এমন সমস্ত বিষয় এবং এই জগতের মন্দ আকাঙ্ক্ষাগুলো পরিত্যাগ করে এই বর্তমান বিধিব্যবস্থায়* উত্তম বিচারবুদ্ধি সহকারে, সঠিক উপায়ে এবং ঈশ্বরের প্রতি ভক্তি দেখিয়ে জীবনযাপন করি। ১৩  আর একইসময়ে আমরা সেই অপূর্ব প্রত্যাশার জন্য ও সেইসঙ্গে আমাদের মহান ঈশ্বরের এবং আমাদের ত্রাণকর্তা যিশু খ্রিস্টের গৌরবময় প্রকাশের জন্য অপেক্ষা করি। ১৪  এই খ্রিস্ট আমাদের জন্য নিজের জীবন দান করেছেন আর এভাবে সমস্ত ধরনের মন্দ কাজ করা থেকে আমাদের উদ্ধার করেছেন* এবং আমাদের শুচি করেছেন, যাতে আমরা তাঁর বিশেষ লোক হতে পারি এবং এর ফলে পূর্ণহৃদয়ে উত্তম কাজগুলো করতে পারি। ১৫  তুমি যে-দায়িত্ব পেয়েছ, সেই অনুযায়ী এইসমস্ত বিষয় শিক্ষা দাও, উৎসাহ দাও এবং তিরস্কার করো। কেউ যেন তোমাকে তুচ্ছ না করে।

পাদটীকাগুলো

বা “ওয়াইনে।”
বা “প্রচুর দ্রাক্ষারসের দাস।”
বা “প্রশিক্ষণ।”
বা “ঘরের যত্ন নেয়।”
বা “মন্দ।”
বা “যুগে।” শব্দকোষ দেখুন।
আক্ষ., “আমাদের মূল্য দিয়ে কিনেছেন; আমাদের মুক্ত করেছেন।”