ইফিষীয়দের প্রতি চিঠি ১:১-২৩
১ আমি পৌল, ঈশ্বরের ইচ্ছায় খ্রিস্ট যিশুর একজন প্রেরিত, ইফিষের পবিত্র ব্যক্তিদের প্রতি এবং খ্রিস্ট যিশুর বিশ্বস্ত শিষ্যদের প্রতি এই চিঠি লিখছি:
২ আমাদের পিতা ঈশ্বর এবং প্রভু যিশু খ্রিস্ট যেন তোমাদের প্রতি মহাদয়া দেখান এবং তোমাদের শান্তি দান করেন।
৩ আমাদের প্রভু যিশু খ্রিস্টের পিতা, ঈশ্বরের প্রশংসা হোক, কারণ স্বর্গীয় স্থানে তিনি তাঁর পবিত্র শক্তির মাধ্যমে খ্রিস্টের শিষ্য হিসেবে আমাদের সমস্ত ধরনের আশীর্বাদ দান করেছেন।
৪ তিনি মানবজাতির শুরুর* আগে থেকে তাঁর* সঙ্গে থাকার জন্য আমাদের বেছে নিয়েছেন, যেন আমরা প্রেম দেখাতে পারি এবং তাঁর সামনে পবিত্র ও নিষ্কলঙ্ক হতে পারি।
৫ ঈশ্বর তাঁর আকাঙ্ক্ষা ও ইচ্ছা অনুযায়ী যিশু খ্রিস্টের মাধ্যমে তাঁর দত্তকপুত্র হওয়ার জন্য আগে থেকে আমাদের বেছে নিয়েছেন।
৬ তিনি এটা করেছিলেন, যেন তাঁর প্রিয় পুত্রের মাধ্যমে তিনি সদয়ভাবে আমাদের যে-মহাদয়া দেখিয়েছেন, সেটার জন্য প্রশংসিত হন।
৭ তাঁর পুত্রের মাধ্যমে মুক্তির মূল্য জোগানোর দ্বারা আমাদের মুক্ত করা হয়েছে। হ্যাঁ, তাঁরই রক্তের মাধ্যমে আমাদের পাপ ক্ষমা করা হয়েছে। ঈশ্বরের মহাদয়া সত্যিই মহৎ!
৮ সমস্ত প্রজ্ঞা এবং সমস্ত বোঝার ক্ষমতা* দান করার পাশাপাশি ঈশ্বর সেইসময় আমাদের প্রতি প্রচুর পরিমাণে এই মহাদয়া দেখিয়েছেন,
৯ যখন তিনি তাঁর ইচ্ছার পবিত্র রহস্য আমাদের জানিয়েছেন। এই পবিত্র রহস্য তাঁর আকাঙ্ক্ষা অনুসারেই আর তিনি মনে মনে এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন, উদ্দেশ্য এই,
১০ যেন যখন নিরূপিত সময় পরিপূর্ণ হবে, তখন তিনি বিভিন্ন বিষয় পরিচালনা করার জন্য এক ব্যবস্থা করেন, যাতে সমস্ত কিছু অর্থাৎ স্বর্গের ও পৃথিবীর সমস্ত কিছু খ্রিস্টের মাধ্যমে একত্রিত করতে পারেন। হ্যাঁ, তাঁর মাধ্যমেই সমস্ত কিছু একত্রিত করা হবে।
১১ আমরা তাঁর সঙ্গে একতাবদ্ধ এবং ঈশ্বর তাঁর প্রতিজ্ঞা অনুযায়ী এক উত্তরাধিকার দেওয়ার জন্য আমাদের বেছে নিয়েছেন। তিনি তাঁর উদ্দেশ্য অনুযায়ী আমাদের আগেই বেছে নিয়েছেন, কারণ তিনি তাঁর ইচ্ছা অনুযায়ী যা করবেন বলে ঠিক করেন, সেই সমস্ত কিছুই সম্পন্ন করেন,
১২ যেন আমরা যারা প্রথম খ্রিস্টের উপর প্রত্যাশা করেছি, আমাদের মাধ্যমে ঈশ্বর প্রশংসিত ও গৌরবান্বিত হন।
১৩ কিন্তু, তোমরাও সত্যের বাক্য অর্থাৎ তোমাদের পরিত্রাণের সুসমাচার সম্বন্ধে শোনার পর তাঁর উপর প্রত্যাশা করেছিলে। তাঁর উপর বিশ্বাস করার পর, তোমরা প্রতিজ্ঞাত পবিত্র শক্তির মধ্য দিয়ে তাঁর মাধ্যমেই চিহ্নিত হয়েছ।
১৪ এটা হল আমাদের উত্তরাধিকারের এক বায়না।* মুক্তির মূল্যের মাধ্যমে ঈশ্বরের নিজের লোকদের* মুক্ত করার উদ্দেশ্যে এই চিহ্ন দেওয়া হয়েছে, যেন তিনি এর মাধ্যমে প্রচুর প্রশংসা লাভ করেন।
১৫ প্রভু যিশুর উপর তোমাদের বিশ্বাসের কথা এবং সমস্ত পবিত্র ব্যক্তির প্রতি তোমাদের প্রেম দেখানোর বিষয়ে শুনে আমিও
১৬ কখনো তোমাদের জন্য ধন্যবাদ দেওয়া বন্ধ করিনি। প্রার্থনা করার সময় আমি সবসময় তোমাদের বিষয়ে উল্লেখ করি,
১৭ যেন আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর, সেই পিতা, যিনি সমস্ত গৌরব পাওয়ার যোগ্য, তোমাদের ক্ষমতা দান করেন, যাতে তোমরা বিজ্ঞ হতে পার এবং তিনি যা-কিছু প্রকাশ করেন, সেগুলো বুঝতে পার আর এভাবে তাঁর সম্বন্ধে সঠিক জ্ঞান লাভ করতে পার।
১৮ ঈশ্বর তোমাদের হৃদয়ের চোখ খুলে দিয়েছেন, যেন তোমরা জানতে পার, কোন প্রত্যাশার জন্য তিনি তোমাদের আহ্বান করেছেন, কোন গৌরবময় সম্পদ তিনি পবিত্র ব্যক্তিদের জন্য উত্তরাধিকার হিসেবে রেখেছেন
১৯ এবং আমরা যারা বিশ্বাসী রয়েছি, আমাদের প্রতি তাঁর ক্ষমতা কত মহৎ। তাঁর এই মহৎ ক্ষমতা সেই সময় দেখা গিয়েছে,
২০ যখন তিনি খ্রিস্টকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছেন এবং স্বর্গীয় স্থানে তাঁকে তাঁর ডান পাশে বসিয়েছেন।
২১ তিনি সমস্ত সরকার, কর্তৃত্ব, শাসক ও রাজা এবং নামের উপরে তাঁকে মহিমান্বিত করেছেন আর তা কেবল এই বিধিব্যবস্থার* মধ্যেই নয়, কিন্তু আসন্ন বিধিব্যবস্থার* মধ্যেও।
২২ এ ছাড়া, ঈশ্বর সমস্ত কিছু খ্রিস্টের পায়ের নীচে রেখেছেন এবং তাঁকে মণ্ডলীর সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত বিষয়ের উপর মস্তক করেছেন।
২৩ সেই মণ্ডলী তাঁর দেহ, তাঁরই পরিপূর্ণতা, যিনি সব দিক থেকে সমস্ত কিছু পূর্ণ করেন।
পাদটীকাগুলো
^ এটা আদম ও হবার সন্তানদের নির্দেশ করে।
^ অর্থাৎ খ্রিস্ট।
^ বা “সমস্ত উত্তম বিচারবুদ্ধি।”
^ বা “অগ্রিম মূল্য; নিশ্চয়তা।”
^ আক্ষ., “সম্পত্তি।”
^ বা “যুগের।” শব্দকোষ দেখুন।
^ বা “যুগের।” শব্দকোষ দেখুন।