ইফিষীয়দের প্রতি চিঠি ৩:১-২১
৩ এইজন্য আমি পৌল, খ্রিস্ট যিশুর শিষ্য বলে এবং তোমরা যারা ন-যিহুদি লোক, তোমাদের সাহায্য করছি বলে বন্দি হয়েছি।
২ তোমরা নিশ্চয়ই শুনেছ, তোমাদের সাহায্য করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, যেন তোমরা ঈশ্বরের মহাদয়া থেকে উপকার লাভ করতে পার।
৩ হ্যাঁ, ঈশ্বর তাঁর পবিত্র রহস্য আমার কাছে প্রকাশ করেছেন; এই বিষয়ে আমি আগে সংক্ষেপে তোমাদের কাছে লিখেছি।
৪ তাই, তোমরা যখন এটা পড়বে, তখন খ্রিস্টের বিষয়ে সেই পবিত্র রহস্য যে আমি জানি, তা তোমরা বুঝতে পারবে।
৫ আগের প্রজন্মের লোকদের কাছে ঈশ্বর এই পবিত্র রহস্য স্পষ্টভাবে প্রকাশ করেননি, যেমনটা এখন তিনি পবিত্র শক্তির মাধ্যমে তাঁর মনোনীত* প্রেরিতদের ও ভাববাদীদের কাছে স্পষ্টভাবে প্রকাশ করেছেন।
৬ এই পবিত্র রহস্য হল: ন-যিহুদি লোকেরা খ্রিস্ট যিশুর শিষ্য হওয়ার কারণে আর সেইসঙ্গে সুসমাচারের মাধ্যমে আমাদের সঙ্গে উত্তরাধিকার লাভ করবে এবং একই দলের সদস্য হবে। আর ঈশ্বরের প্রতিজ্ঞা অনুযায়ী তারাও আমাদের মতো একই বিষয় লাভ করবে।
৭ ঈশ্বরের মহাদয়ার কারণে আমি এই পবিত্র রহস্যের সেবক হয়েছি। তিনি তাঁর ক্ষমতার প্রকাশ হিসেবে আমাকে এই দান দিয়েছেন।
৮ আমি সমস্ত পবিত্র লোকদের মধ্যে সবচেয়ে নগণ্য হওয়া সত্ত্বেও আমার প্রতি এই মহাদয়া দেখানো হয়েছে, যেন আমি ন-যিহুদি লোকদের কাছে খ্রিস্টের অপরিমেয় আশীর্বাদ সম্বন্ধে সুসমাচার ঘোষণা করি
৯ এবং সেই পবিত্র রহস্য কীভাবে কার্যকর করা হয়, তা সকলের সামনে তুলে ধরি, যা ঈশ্বর, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, দীর্ঘসময় ধরে গুপ্ত রেখেছিলেন।
১০ তিনি তা করেছিলেন, যাতে এখন মণ্ডলীর মাধ্যমে স্বর্গীয় স্থানের সমস্ত সরকার ও কর্তৃপক্ষের কাছে বিভিন্ন উপায়ে প্রকাশিত ঈশ্বরের প্রজ্ঞা জানানো যায়।
১১ এটা সেই অনন্ত উদ্দেশ্য অনুযায়ী করা হয়, যা তিনি আমাদের প্রভু খ্রিস্ট যিশুর বিষয়ে স্থির করেছিলেন।
১২ খ্রিস্টের মাধ্যমে আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি এবং তাঁর উপর আমাদের বিশ্বাসের কারণে আমরা আস্থা সহকারে ঈশ্বরের কাছে আসতে পারি।
১৩ তাই, আমি তোমাদের অনুরোধ করছি, তোমাদের জন্য আমি ক্লেশ ভোগ করছি বলে তোমরা নিরুৎসাহিত হোয়ো না, কারণ আমার ক্লেশ তোমাদের জন্য গৌরব নিয়ে আসে।
১৪ এইজন্য আমি হাঁটু গেড়ে পিতার কাছে প্রার্থনা করি।
১৫ তাঁর কারণেই স্বর্গের ও পৃথিবীর সমস্ত পরিবার অস্তিত্বে রয়েছে।*
১৬ আমি প্রার্থনা করি, যেন প্রচুর মহিমার অধিকারী ঈশ্বর তাঁর পবিত্র শক্তির মাধ্যমে তোমাদের হৃদয় ও মনকে শক্তিশালী করেন
১৭ এবং তোমাদের বিশ্বাসের মাধ্যমে খ্রিস্ট প্রেম সহকারে তোমাদের হৃদয়ে বাস করেন। আমি আরও প্রার্থনা করি, যেন তোমরা দৃঢ় হও এবং বিশ্বাসের ভিত্তির সঙ্গে সংযুক্ত থাক,
১৮ যাতে সমস্ত পবিত্র লোকের সঙ্গে তোমরাও সত্যের প্রস্থ, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা কী, তা পুরোপুরিভাবে বুঝতে পার
১৯ এবং খ্রিস্টের প্রেম সম্বন্ধে জানতে পার, যা জ্ঞানের চেয়েও মহৎ। আর এভাবে তোমরা যেন ঈশ্বরের কাছ থেকে তাঁর সমস্ত গুণ লাভ করতে পার।
২০ আমাদের মধ্যে ঈশ্বরের যে-শক্তি কাজ করছে, সেই শক্তির দ্বারা ঈশ্বর সত্যিই আমাদের সমস্ত চাওয়া এবং সমস্ত চিন্তার চেয়েও অনেক বেশি কিছু করতে পারেন।
২১ অতএব, মণ্ডলীর মাধ্যমে ও সেইসঙ্গে খ্রিস্ট যিশুর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে চিরকাল তাঁর গৌরব হোক। আমেন।