ইয়োব ৩৫:১-১৬
৩৫ তারপর, ইলীহূ বলে চললেন:
২ “আপনি যে সঠিক, এই বিষয়ে আপনি কি এতটাই নিশ্চিত যে,আপনি বলছেন, ‘আমি ঈশ্বরের চেয়ে বেশি ধার্মিক’?
৩ আপনি বলে থাকেন, ‘আমি নির্দোষ হলে তোমার* তাতে কী?
পাপ না করে আমার কী লাভ হল?’
৪ আমি আপনাকে এর উত্তর দেব,শুধু আপনাকে নয়, আপনার সঙ্গীদেরও।
৫ উপরে আকাশের দিকে একটু তাকান,আপনার উপরে থাকা মেঘগুলো ভালো করে লক্ষ করুন।
৬ আপনি পাপ করলে ঈশ্বরের কী ক্ষতি হয়?
আপনার অপরাধ বেড়ে গেলে ঈশ্বরের কী যায়-আসে?
৭ আপনি ভালো কাজ করলে তাঁর কী লাভ হয়?
আপনার কাজের ফলে তিনি কী পান?
৮ আপনার মন্দ কাজের ফলে কেবল আপনার মতো মানুষদেরই ক্ষতি হয়আর আপনার ভালো কাজের ফলে কেবল মানুষেরই উপকার হয়।
৯ অত্যাচার বাড়তে থাকলে মানুষ আর্তনাদ করে,শক্তিশালী লোকদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা চিৎকার করে।
১০ কিন্তু, কেউ এটা জিজ্ঞেস করে না, ‘আমার মহান নির্মাতা কোথায়?
ঈশ্বর কোথায়, যিনি রাতে গান গাওয়ার জন্য অনুপ্রাণিত করেন?’
১১ তিনি পৃথিবীর পশুদের চেয়ে আমাদের বেশি শেখানআর আকাশের পাখিদের চেয়ে আমাদের বেশি বিজ্ঞ করে তোলেন।
১২ লোকেরা তাঁর কাছে বিনতি করে,কিন্তু তিনি মন্দ ব্যক্তিদের উত্তর দেন না কারণ তারা অহংকারী।
১৩ তিনি তাদের ভুয়ো আর্তনাদে* কান দেন না,সর্বশক্তিমান তাদের বিনতি শোনেন না।
১৪ তিনি তো আপনার কথা আরওই শুনবেন না কারণ আপনি অভিযোগ করেছেন, তিনি আপনাকে উপেক্ষা করেন।
আপনার মামলা তাঁর সামনে পেশ করা হয়েছে,এখন আপনি তাঁর রায়ের অপেক্ষায় থাকুন!
১৫ তিনি রেগে গিয়ে আপনাকে শাস্তি দেননিআর আপনি চিন্তা না করে যা-কিছু বলেছেন, তিনি সেগুলোর হিসাব রাখেননি।
১৬ তাই, ইয়োব বৃথাই নিজের মুখ খোলেনআর এমন অনেক কথা বলেন, যেগুলোর বিষয়ে তার কোনো ধারণা নেই।”