গীতসংহিতা ১০৩:১-২২

দায়ূদের দ্বারা রচিত। ১০৩  আমার মন যেন যিহোবার প্রশংসা করে,আমার মধ্যে থাকা সমস্ত কিছু যেন তাঁর পবিত্র নামের প্রশংসা করে।  ২  আমার মন যেন যিহোবার প্রশংসা করে,তিনি যে-সমস্ত কাজ করেছেন, সেগুলো আমি যেন কখনো ভুলে না যাই।  ৩  তিনি আমার সমস্ত ভুল ক্ষমা করে দেনএবং আমার সমস্ত রোগব্যাধি দূর করে দেন।  ৪  তিনি আমাকে গর্ত* থেকে বের করে আমার জীবন রক্ষা করেন,তিনি আমাকে অটল প্রেম এবং করুণার মুকুট পরান।  ৫  তিনি সারাজীবন ধরে আমাকে ভালো ভালো জিনিস দিয়ে পরিতৃপ্ত করেন,যাতে আমার মধ্যে ঈগলের মতোই যৌবনের শক্তি বজায় থাকে।  ৬  যারা অত্যাচার ভোগ করে, তাদের সবার জন্যযিহোবা ধার্মিক কাজ করেন এবং তাদের প্রতি ন্যায়বিচার করেন।  ৭  তিনি মোশিকে নিজের পথের বিষয়ে জানিয়েছিলেন,ইজরায়েলীয়দের নিজের কাজের বিষয়ে জানিয়েছিলেন।  ৮  যিহোবা করুণাময় ও সমবেদনাময়* ঈশ্বর,তিনি দ্রুত রেগে যান না আর তিনি অটল প্রেমে পরিপূর্ণ।  ৯  তিনি সবসময় দোষ খুঁজবেন নাকিংবা চিরকাল রাগ পুষে রাখবেন না। ১০  তিনি আমাদের পাপ অনুসারে আমাদের প্রতি আচরণ করেননিকিংবা আমাদের ভুল অনুসারে আমাদের শাস্তি দেননি। ১১  কারণ পৃথিবী থেকে আকাশ যতটা উঁচু,যারা তাঁকে ভয় করে, তাদের প্রতি তাঁর অটল প্রেম ততটাই মহৎ। ১২  পশ্চিম দিক থেকে পূর্ব দিক যতটা দূরে,তিনি আমাদের অপরাধগুলো আমাদের থেকে ততটাই দূরে সরিয়ে দিয়েছেন। ১৩  ঠিক যেমন একজন বাবা তার ছেলেদের প্রতি করুণা দেখান,তেমনই যিহোবা সেই ব্যক্তিদের প্রতি করুণা দেখিয়েছেন, যারা তাঁকে ভয় করে। ১৪  কারণ তিনি ভালোভাবে জানেন, আমাদের কীভাবে গঠন করা হয়েছে,তিনি স্মরণে রাখেন যে, আমরা ধুলো। ১৫  মরণশীল মানুষের দিনগুলো ঘাসের মতোই,সে মাঠের ফুলের মতোই ফোটে। ১৬  কিন্তু, যখন জোরে বাতাস বয়, তখন সেটা নষ্ট হয়ে যায়,যেন সেটা সেখানে কখনো ছিলই না।* ১৭  কিন্তু, যিহোবার অটল প্রেম যুগ যুগ ধরে* থাকে,সেই ব্যক্তিদের জন্য, যারা তাঁকে ভয় করেআর তাঁর ন্যায়বিচার তাদের বংশধরদের জন্য যুগ যুগ ধরে থাকবে, ১৮  সেই ব্যক্তিদের জন্য, যারা তাঁর চুক্তি অনুযায়ী কাজ করেআর যারা খুব ভালোভাবে তাঁর আদেশগুলো পালন করে। ১৯  যিহোবা স্বর্গে তাঁর সিংহাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন,তিনি সমস্ত কিছুর উপর রাজত্ব করেন। ২০  হে স্বর্গদূতেরা, তোমরা যারা খুব শক্তিশালী,তোমরা যারা তাঁর কথা শোন এবং তাঁর আদেশগুলো পালন কর,তোমরা সবাই যিহোবার প্রশংসা করো। ২১  তাঁর সমস্ত সেনাবাহিনী,তাঁর ইচ্ছা পালন করে এমন সেবকেরা, যিহোবার প্রশংসা করো। ২২  সমস্ত সৃষ্টি, তাঁর রাজ্যের প্রতিটা জায়গায় যিহোবার প্রশংসা করো।আমার মধ্যে থাকা সমস্ত কিছু যেন যিহোবার প্রশংসা করে।

পাদটীকাগুলো

বা “কবর।”
বা “সদয়।”
আক্ষ., “এবং তার জায়গা তাকে আর চেনে না।”
বা “প্রেম অনাদিকাল থেকে অনন্তকাল।”