গীতসংহিতা ১১:১-৭

দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। ১১  আমি যিহোবার কাছে আশ্রয় নিয়েছি। তাহলে, কেন তোমরা আমাকে বল: “তোমরা সবাই একটা পাখির মতো তোমাদের পর্বতে পালিয়ে যাও!  ২  দেখো, মন্দ লোকেরা কীভাবে ধনুক প্রস্তুত করে,ধনুকের দড়িতে তির লাগায়,যাতে তারা অন্ধকার থেকে সৎ হৃদয়ের ব্যক্তিদের দিকে তির ছুড়তে পারে।  ৩  যখন ভিত্তিই* ভেঙে ফেলা হয়,তখন ধার্মিক ব্যক্তি আর কী করতে পারে?”  ৪  যিহোবা তাঁর পবিত্র মন্দিরে রয়েছেন। যিহোবার সিংহাসন স্বর্গে। তাঁর চোখ মানুষদের দেখে,তাঁর তীক্ষ্ণ দৃষ্টি* তাদের পরীক্ষা করে।  ৫  যিহোবা ধার্মিক ও মন্দ লোক, উভয়কেই পরীক্ষা করেন।তিনি এমন লোকদের ঘৃণা করেন, যারা হিংসাত্মক কাজ ভালোবাসে।  ৬  তিনি মন্দ ব্যক্তিদের জন্য ফাঁদ পাতবেন,*তাদের পেয়ালায় আগুন, গন্ধক এবং প্রচণ্ড গরম বাতাস থাকবে।  ৭  কারণ যিহোবা ন্যায়পরায়ণ, তিনি ন্যায্য কাজ ভালোবাসেন। সৎ ব্যক্তিরা তাঁর মুখ দেখবে।*

পাদটীকাগুলো

বা “ন্যায়বিচারের ভিত্তিই।”
বা “তাঁর উজ্জ্বল চোখ।”
বা সম্ভবত, “ব্যক্তিদের উপর জ্বলন্ত কয়লা বর্ষণ করবেন।” আক্ষ., “ব্যক্তিদের উপর ফাঁদ বর্ষণ করবেন।”
বা “তাঁর অনুগ্রহ লাভ করবে।”