গীতসংহিতা ১১৮:১-২৯

১১৮  যিহোবাকে ধন্যবাদ দাও কারণ তিনি ভালো,তাঁর অটল প্রেম চিরস্থায়ী।  ২  ইজরায়েল এবার বলুক: “তাঁর অটল প্রেম চিরস্থায়ী।”  ৩  হারোণের পরিবার এবার বলুক: “তাঁর অটল প্রেম চিরস্থায়ী।”  ৪  যারা যিহোবাকে ভয় করে, তারা এবার বলুক: “তাঁর অটল প্রেম চিরস্থায়ী।”  ৫  আমি বিপদের সময় যাঃকে* ডাকলাম,যাঃ আমাকে উত্তর দিলেন আর এক সুরক্ষিত* জায়গায় আমাকে নিয়ে এলেন।  ৬  যিহোবা আমার পক্ষে, আমি ভয় পাব না। মানুষ আমার কীই-বা করতে পারে?  ৭  যিহোবা আমার পক্ষে, তিনি আমার সাহায্যকারী,*যারা আমাকে ঘৃণা করে, আমি তাদের পরাজয় দেখব।  ৮  মানুষের উপর আস্থা রাখার চেয়েযিহোবার কাছে আশ্রয় নেওয়া ভালো।  ৯  অধ্যক্ষদের উপর আস্থা রাখার চেয়েযিহোবার কাছে আশ্রয় নেওয়া ভালো। ১০  সমস্ত জাতি আমাকে ঘিরে ফেলল,কিন্তু যিহোবার নামে আমি তাদের তাড়িয়ে দিলাম। ১১  তারা আমাকে ঘিরে ফেলল, হ্যাঁ, তারা আমাকে পুরোপুরিভাবে ঘিরে ফেলল,কিন্তু যিহোবার নামে আমি তাদের তাড়িয়ে দিলাম। ১২  তারা মৌমাছির মতোই আমাকে ঘিরে ফেলল,কিন্তু তারা খুব তাড়াতাড়ি বিনষ্ট হয়ে গেল,ঠিক যেভাবে কাঁটাঝোপে আগুন লাগলে সেটা দ্রুত পুড়ে ছাই হয়ে যায়। যিহোবার নামে আমি তাদের তাড়িয়ে দিলাম। ১৩  আমাকে ফেলে দেওয়ার জন্য জোরে ধাক্কা দেওয়া হয়েছিল,*কিন্তু যিহোবা আমাকে সাহায্য করলেন। ১৪  যাঃ আমার আশ্রয়স্থান, আমার শক্তিআর তিনি আমার পরিত্রাণ হয়েছেন। ১৫  ধার্মিক ব্যক্তিদের পরিত্রাণ করা* হয়েছে,তাই তাদের তাঁবু থেকে আনন্দের আওয়াজ শোনা যাচ্ছে। যিহোবার ডান হাত নিজের শক্তি দেখাচ্ছে। ১৬  যিহোবার ডান হাত উপরের দিকে উঠেছে,যিহোবার ডান হাত নিজের শক্তি দেখাচ্ছে। ১৭  আমি মরব না, আমি বেঁচে থাকব,যাতে যাঃয়ের কাজের বিষয়ে ঘোষণা করতে পারি। ১৮  যাঃ আমাকে কঠোরভাবে শাসন করলেন,কিন্তু তিনি আমাকে মৃত্যুর হাতে তুলে দেননি। ১৯  আমার জন্য ন্যায়পরায়ণতার দরজাগুলো খুলে দাও,আমি সেগুলো দিয়ে ঢুকে যাঃয়ের প্রশংসা করব। ২০  এটা যিহোবার দরজা। ন্যায়পরায়ণ ব্যক্তি এটা দিয়ে ঢুকবে। ২১  আমি তোমার প্রশংসা করব কারণ তুমি আমাকে উত্তর দিয়েছআর তুমি আমার পরিত্রাণ হয়েছ। ২২  নির্মাণকারীরা যে-পাথর প্রত্যাখ্যান করেছে,সেটাই কোণের প্রধান পাথর হয়ে উঠেছে। ২৩  যিহোবাই এটা করেছেনআর আমাদের দৃষ্টিতে তা এক অপূর্ব বিষয়। ২৪  এটা যিহোবার দ্বারা নির্ধারিত দিন,এইজন্য আমরা আনন্দ করব এবং উল্লসিত হব। ২৫  হে যিহোবা, আমরা তোমার কাছে আন্তরিকভাবে বিনতি করছি,দয়া করে আমাদের রক্ষা করো! হে যিহোবা, দয়া করে আমাদের জয়ী করো! ২৬  যে-ব্যক্তি যিহোবার নামে আসছে, তাঁর উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে।আমরা যিহোবার গৃহ থেকে তোমাদের আশীর্বাদ করি। ২৭  যিহোবাই ঈশ্বর,তিনিই আমাদের আলো দেন। হাতে গাছের ডাল নিয়ে উৎসবের শোভাযাত্রায় যোগ দাও,বেদির শিংগুলো পর্যন্ত চলো। ২৮  তুমি আমার ঈশ্বর, আমি তোমার প্রশংসা করব।আমার ঈশ্বর, আমি তোমাকে গৌরবান্বিত করব। ২৯  যিহোবাকে ধন্যবাদ দাও কারণ তিনি ভালো,তাঁর অটল প্রেম চিরস্থায়ী।

পাদটীকাগুলো

“যাঃ” হল যিহোবা নামের সংক্ষিপ্ত রূপ।
বা “খোলামেলা।”
বা সম্ভবত, “তিনি আমার সাহায্যকারীদের সঙ্গে রয়েছেন।”
বা সম্ভবত, “জন্য তুমি আমাকে জোরে ধাক্কা দিয়েছিলে।”
বা “ব্যক্তিরা জয়ী।”