গীতসংহিতা ১৩৯:১-২৪

দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। ১৩৯  হে যিহোবা, তুমি আমাকে ভালোভাবে পরীক্ষা করেছআর তুমি আমাকে জান।  ২  তুমি জান, আমি কখন উঠি আর কখন বসি। তুমি দূর থেকেই আমার চিন্তাভাবনা বুঝতে পার।  ৩  আমি যখন কোথাও যাই এবং যখন শুয়ে থাকি, তখন তুমি আমাকে লক্ষ* কর,তুমি আমার সমস্ত আচার-আচরণ সম্বন্ধে ভালোভাবে জান।  ৪  আমার জিভ থেকে কোনো কথা বের হওয়ার আগেই,হে যিহোবা, তুমি সেই বিষয়ে ভালোভাবে জান।  ৫  তুমি আমাকে সামনের দিক থেকে এবং পিছনের দিক থেকে ঘিরে রাখআর তোমার হাত আমার উপরে রাখ।  ৬  তুমি আমাকে এতটা ভালোভাবে জান যে,সেটা বোঝা আমার সাধ্যের বাইরে।* সেটা আমার নাগালের বাইরে।*  ৭  আমি তোমার পবিত্র শক্তির কাছ থেকে পালিয়ে কোথায় যেতে পারি?আর আমি তোমার সামনে থেকে পালিয়ে কোথায় যেতে পারি?  ৮  আমি যদি আকাশে উঠে যাই, তুমি সেখানে থাকবেআর আমি যদি কবরে* বিছানা পাতি, দেখো! তুমি সেখানেও থাকবে।  ৯  আমি যদি ভোরের ডানার সাহায্যে উড়ে যাই,যাতে সবচেয়ে দূরের সমুদ্রের কাছে গিয়ে বাস করি, ১০  তা হলে সেখানেও তোমার হাত আমাকে পরিচালনা দেবেআর তোমার ডান হাত আমাকে ধরবে। ১১  আমি যদি বলি: “অন্ধকার আমাকে নিশ্চয়ই লুকিয়ে ফেলবে!” তা হলে আমার চারপাশের রাতের অন্ধকার আলোয় পরিণত হবে। ১২  অন্ধকার তোমার কাছে অন্ধকার হবে না,রাতের অন্ধকার তোমার জন্য দিনের উজ্জ্বল আলোর মতো হবে।অন্ধকার ও আলো তোমার কাছে সমান। ১৩  কারণ তুমি আমার বৃক্ক* তৈরি করেছ,তুমি আমাকে মায়ের গর্ভে সুরক্ষিত রেখেছিলে।* ১৪  আমি তোমার প্রশংসা করি কারণ তুমি আমাকে আশ্চর্যজনকভাবে তৈরি করেছআর এটা দেখে আমি অবাক হয়ে যাই।তোমার কাজগুলো আশ্চর্যজনক আর আমি তা খুব ভালোভাবে জানি। ১৫  আমাকে যখন গোপনে তৈরি করা হচ্ছিল,পৃথিবীর গভীরতম জায়গায় বোনা হচ্ছিল,তখন আমার হাড়গুলো তোমার কাছ থেকে লুকোনো ছিল না। ১৬  এমনকী আমি যখন একটা ভ্রূণ ছিলাম, তখনই তোমার চোখ আমাকে দেখেছিল। আমার একটাও অঙ্গ গঠিত হওয়ার আগেইসমস্ত অঙ্গের বিষয়ে তোমার বইয়ে লেখা ছিল যে,কবে সেগুলো গঠিত হবে। ১৭  তাই, তোমার চিন্তাভাবনা আমার কাছে কতই-না মূল্যবান! হে ঈশ্বর, তোমার চিন্তাভাবনা অসংখ্য! ১৮  আমি যদি সেগুলো গোনার চেষ্টা করি, তা হলে সেগুলোর সংখ্যা বালির কণার চেয়েও বেশি হবে। আমি যখন জেগে উঠি, তখনও তোমার সঙ্গে থাকি।* ১৯  হে ঈশ্বর, হায়! তুমি যদি মন্দ ব্যক্তিদের* শেষ করে দিতে! তাহলে, সেই হিংস্র লোকেরা আমার কাছ থেকে পালিয়ে যেত, ২০  যারা মন্দ উদ্দেশ্য নিয়ে* তোমার বিরুদ্ধে কথা বলে।তারা তোমার বিরোধী, যারা তোমার নামের অপব্যবহার করে। ২১  হে যিহোবা, যারা তোমাকে ঘৃণা করে, আমি কি তাদের ঘৃণা করি না? যারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে, আমি কি তাদের খুব ঘৃণা করি না? ২২  আমার হৃদয়ে তাদের জন্য কেবল ঘৃণা রয়েছে,তারা সত্যিই আমার শত্রু হয়ে উঠেছে। ২৩  হে ঈশ্বর, আমাকে ভালোভাবে পরীক্ষা করো আর আমার হৃদয় সম্বন্ধে জানো। আমাকে পরীক্ষা করো আর আমার দুশ্চিন্তা সম্বন্ধে জানো। ২৪  দেখো, আমার মধ্যে এমন কিছু রয়েছে কি না, যেটা আমাকে মন্দ পথে নিয়ে যেতে পারেআর আমাকে সেই পথে নিয়ে চলো, যেটা চিরকাল টিকে থাকবে।

পাদটীকাগুলো

আক্ষ., “পরিমাপ।”
বা “সেটা আমার জন্য খুবই অবাক করার মতো এক বিষয়।”
বা “সেটা আমি বুঝতেও পারব না।”
ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।
বা “কিডনি।”
বা সম্ভবত, “গর্ভে বুনেছিলে।”
বা সম্ভবত, “তখনও সেগুলো গুনতে থাকব।”
বা “যদি খুনিদের।”
বা “যারা নিজেদের চিন্তাভাবনা অনুযায়ী।”