গীতসংহিতা ৩১:১-২৪

দায়ূদের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। ৩১  হে যিহোবা, আমি তোমার কাছে আশ্রয় নিয়েছি,আমাকে কখনো লজ্জিত হতে দিয়ো না। তোমার ন্যায়বিচারের কারণে আমাকে উদ্ধার করো।  ২  আমার কথায় কান দাও।* আমাকে উদ্ধার করার জন্য তাড়াতাড়ি এসো। আমার জন্য পর্বতের উপর স্থাপিত দৃঢ় দুর্গ হও,আমাকে রক্ষা করার জন্য এক মজবুত আশ্রয়স্থান হও।  ৩  কারণ তুমি আমার শৈল এবং আমার দৃঢ় দুর্গ,তোমার নামের জন্য তুমি আমাকে পথ দেখাবে এবং নির্দেশনা দেবে।  ৪  তুমি আমাকে সেই জাল থেকে মুক্ত করবে,যেটা আমার শত্রুরা চুপি চুপি আমার জন্য পেতে রেখেছেকারণ তুমি আমার দুর্গ।  ৫  তোমার হাতে আমি আমার প্রাণ সমর্পণ করি। হে যিহোবা, সত্যের* ঈশ্বর, তুমি আমাকে মুক্ত করেছ।  ৬  আমি সেই ব্যক্তিদের ঘৃণা করি, যারা মূল্যহীন ও অপদার্থ মূর্তিগুলোর উপাসনা করে,কিন্তু আমি যিহোবার উপর আস্থা রাখি।  ৭  আমি তোমার অটল প্রেমের কারণে অনেক আনন্দ করবকারণ তুমি আমার কষ্ট দেখেছ,তুমি আমার মনের যন্ত্রণা সম্বন্ধে জান।  ৮  তুমি আমাকে শত্রুদের হাতে তুলে দাওনি,এর পরিবর্তে তুমি আমাকে এক সুরক্ষিত* জায়গায় দাঁড় করাও।  ৯  হে যিহোবা, আমার প্রতি অনুগ্রহ দেখাও কারণ আমি সমস্যার মধ্যে রয়েছি। দুশ্চিন্তার কারণে আমার চোখ ও সেইসঙ্গে আমার পুরো শরীর দুর্বল হয়ে পড়েছে। ১০  শোকে আমার জীবনের আয়ু কমে গিয়েছে,আর্তনাদ করতে করতে আমার জীবনের বছর কমে গিয়েছে। আমার ভুলের কারণে আমার শক্তি কমে যাচ্ছে,আমার হাড় দুর্বল হয়ে পড়ছে। ১১  আমার সমস্ত বিরোধী, বিশেষ করে আমার প্রতিবেশীরাআমাকে তুচ্ছ বলে মনে করে। আমার পরিচিত ব্যক্তিরা আমাকে ভয় পায়,তারা যখন আমাকে বাইরে দেখে, তখন তারা আমার কাছ থেকে পালিয়ে যায়। ১২  তারা আমাকে তাদের মন* থেকে বের করে দিয়েছে,তারা আমাকে ভুলে গিয়েছে, এমন যেন আমি মারা গিয়েছি,আমি একটা ভাঙা পাত্রের মতো হয়ে গিয়েছি। ১৩  আমি নিজের বিষয়ে অনেক গুজব শুনি,আতঙ্ক আমাকে ঘিরে থাকে। তারা যখন আমার বিরুদ্ধে একত্রিত হয়,তখন তারা আমার প্রাণ নেওয়ার ষড়যন্ত্র করে। ১৪  কিন্তু হে যিহোবা, আমি তোমার উপর আস্থা রাখি। আমি ঘোষণা করি: “তুমি আমার ঈশ্বর।” ১৫  আমার জীবন তোমার হাতে রয়েছে,আমাকে আমার শত্রুদের ও তাড়নাকারীদের হাত থেকে উদ্ধার করো। ১৬  তোমার মুখের আলো যেন তোমার দাসের উপর পড়ে। তোমার অটল প্রেমের দ্বারা আমাকে রক্ষা করো। ১৭  হে যিহোবা, আমি যখন তোমাকে ডাকব, তখন আমাকে যেন লজ্জিত হতে না হয়। মন্দ লোকেরা যেন লজ্জিত হয়,কবরে* তাদের যেন চুপ করিয়ে দেওয়া হয়। ১৮  সেই মিথ্যাবাদীদের মুখ যেন বন্ধ হয়ে যায়,যারা ধার্মিকদের বিষয়ে অহংকার ও ঘৃণায় পূর্ণ হয়ে কথা বলে। ১৯  হে ঈশ্বর, তোমার মঙ্গলভাব* কতই-না অসীম! তুমি সেটা সেই লোকদের জন্য সঞ্চয় করে রেখেছ, যারা তোমাকে ভয় করেআর যারা তোমার কাছে আশ্রয় নেয়, তুমি সবার সামনে তাদের প্রতি সেই মঙ্গলভাব* দেখিয়েছ। ২০  তুমি লোকদের ষড়যন্ত্রের হাত থেকে সেই ব্যক্তিদের রক্ষা করার জন্যতোমার নিজের গোপন জায়গায় তাদের লুকিয়ে রাখবে,তুমি মৌখিক আক্রমণ থেকে রক্ষা করার জন্যতোমার আশ্রয়ে তাদের লুকিয়ে নেবে। ২১  যিহোবার প্রশংসা হোক কারণ আমি যখন অবরোধ-করা নগরের মধ্যে ছিলাম,তখন তিনি এক অসাধারণ উপায়ে আমার প্রতি তাঁর অটল প্রেম দেখিয়েছিলেন। ২২  আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম: “এবার তারা নিশ্চয়ই আমাকে বিনষ্ট করে দেবে।” কিন্তু, আমি যখন সাহায্য চেয়ে তোমাকে ডাকলাম, তখন তুমি আমার কথা শুনলে। ২৩  হে যিহোবার অনুগত লোকেরা, তোমরা সবাই তাঁকে ভালোবাসো! যিহোবা বিশ্বস্ত লোকদের সুরক্ষিত রাখেন,কিন্তু তিনি অহংকারী লোকদের কঠোর শাস্তি দেন। ২৪  তোমরা যারা যিহোবার জন্য অপেক্ষা করে রয়েছ,তোমরা সবাই সাহসী হও এবং তোমাদের হৃদয় যেন দৃঢ় হয়।

পাদটীকাগুলো

বা “ঝুঁকে আমার কথা শোনো।”
বা “বিশ্বস্ত।”
বা “খোলামেলা।”
আক্ষ., “হৃদয়।”
ইব্রীয়, শিওল। শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।
শব্দকোষ দেখুন।