গীতসংহিতা ৩৪:১-২২
দায়ূদের এই গান সেই সময়ের, যখন দায়ূদ অবীমেলকের সামনে পাগল হওয়ার ভান করেছিলেন আর অবীমেলক তাকে তাড়িয়ে দিয়েছিলেন।
א [আলেফ]
৩৪ আমি সবসময় যিহোবার প্রশংসা করব,তাঁর প্রশংসা সবসময় আমার মুখে থাকবে।
ב [বৈৎ]
২ আমি যিহোবার বিষয়ে গর্ব করব,মৃদুশীল ব্যক্তিরা তা শুনে আনন্দ করবে।
ג [গিমল]
৩ আমার সঙ্গে যিহোবার গৌরব করো,এসো আমরা একসঙ্গে তাঁর নামের প্রশংসা করি।
ד [দালৎ]
৪ আমি যিহোবার কাছে নির্দেশনা চাইলাম আর তিনি আমাকে উত্তর দিলেন।
তিনি আমার সমস্ত ভয় দূর করে দিলেন।
ה [হে]
৫ যারা তাঁর উপর আশা রাখে, তাদের মুখ উজ্জ্বল হয়ে উঠল,তাদের কখনো লজ্জিত করা যাবে না।
ז [সয়িন]
৬ এই দুঃখী যিহোবাকে ডাকল আর তিনি শুনলেন।
ঈশ্বর তাকে তার সমস্ত বিপদ থেকে রক্ষা করলেন।
ח [হেৎ]
৭ যারা যিহোবাকে ভয় করে, তাঁর স্বর্গদূত তাদের চারিদিকে শিবির স্থাপন করেনআর তাদের উদ্ধার করেন।
ט [টেট]
৮ চেখে দেখো, যিহোবা কত ভালো,সুখী সেই ব্যক্তি, যে তাঁর কাছে আশ্রয় নেয়।
י [ইয়ূদ]
৯ হে যিহোবার পবিত্র লোকেরা, তোমরা সবাই তাঁকে ভয় করোকারণ যারা তাঁকে ভয় করে, তাদের কোনো অভাব হয় না।
כ [কফ]
১০ শক্তিশালী যুবসিংহেরাও খিদের জ্বালায় কষ্ট পাচ্ছে,কিন্তু যারা যিহোবার অনুসন্ধান করে, তাদের ভালো বিষয়ের কোনো অভাব হবে না।
ל [লামদ]
১১ আমার ছেলেরা এসো, আমার কথা শোনো,আমি তোমাদের যিহোবাকে ভয় করতে শেখাব।
מ [মেম]
১২ তোমাদের মধ্যে কে জীবনে সুখ চায়?কে অনেক দিন বেঁচে থেকে ভালো বিষয়গুলো দেখতে চায়?
נ [নূন]
১৩ তাহলে, মন্দ কথা বলা থেকে তোমার জিভকেএবং প্রতারণামূলক কথা বলা থেকে তোমার ঠোঁটকে রক্ষা করো।
ס [সামক]
১৪ মন্দতা থেকে দূরে থাকো এবং ভালো কাজ করো,শান্তি লাভ করার এবং তা বজায় রাখার প্রচেষ্টা করো।
ע [অয়িন]
১৫ ধার্মিকদের প্রতি যিহোবার চোখ রয়েছেএবং সাহায্য চেয়ে করা তাদের বিনতির প্রতি তাঁর কান রয়েছে।
פ [পে]
১৬ কিন্তু, যারা মন্দ কাজ করে, যিহোবা তাদের দিক থেকে তাঁর মুখ ঘুরিয়ে নেন,যাতে তিনি পৃথিবী থেকে তাদের সমস্ত স্মৃতি মুছে দেন।
צ [সাদে]
১৭ ধার্মিক লোকেরা যিহোবাকে ডাকল আর তিনি শুনলেন,তিনি তাদের সমস্ত বিপদ থেকে তাদের উদ্ধার করলেন।
ק [কূফ]
১৮ যিহোবা সেই ব্যক্তিদের কাছে থাকেন, যাদের মন ভেঙে গিয়েছে,তিনি সেই ব্যক্তিদের রক্ষা করেন, যাদের মন চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।*
ר [রেশ]
১৯ ধার্মিকদের জীবনে অনেক কষ্ট* আসে ঠিকই,কিন্তু যিহোবা তাদের সেই সমস্ত কিছু থেকে উদ্ধার করেন।
ש [শিন]
২০ তিনি তার সমস্ত হাড় সুরক্ষিত রাখেন,সেগুলোর একটাও ভাঙা হয়নি।
ת [তৌ]
২১ মন্দ ব্যক্তিদের উপর বিপদ আসবে, যেটার ফলে তাদের মৃত্যু হবে,যারা ধার্মিক ব্যক্তিদের ঘৃণা করে, তাদের দোষী সাব্যস্ত করা হবে।
২২ যিহোবা তাঁর দাসদের প্রাণ মুক্ত করেন,যারা তাঁর কাছে আশ্রয় নেয়, তাদের কাউকেই দোষী সাব্যস্ত করা হবে না।