গীতসংহিতা ৫১:১-১৯
সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। দায়ূদের এই সংগীত সেই সময়ের, যখন তিনি বৎশেবার সঙ্গে শারীরিক সম্পর্ক করে পাপ করেছিলেন আর তারপর ভাববাদী নাথন তার কাছে এসেছিলেন।
৫১ হে ঈশ্বর, তোমার অটল প্রেম অনুযায়ী আমার প্রতি অনুগ্রহ দেখাও।
তোমার মহৎ করুণা অনুযায়ী আমার অপরাধগুলো মুছে ফেলো।
২ আমার ভুল পুরোপুরিভাবে ধুয়ে ফেলোআর আমার পাপ দূর করে আমাকে শুচি করো।
৩ কারণ আমি আমার অপরাধগুলো সম্বন্ধে ভালোভাবে জানিআর আমার পাপ সবসময় আমার সামনে* রয়েছে।
৪ আমি তোমার বিরুদ্ধে—মূলত তোমারই বিরুদ্ধে*—পাপ করেছি,আমি তোমার দৃষ্টিতে যা মন্দ, তা-ই করেছি।
তাই তুমি যা বলো, তা সঠিক,তোমার বিচার সঠিক।
৫ দেখো! আমি জন্ম থেকেই অপরাধী,আমার মা যখন আমাকে গর্ভে ধারণ করেছিলেন, তখন থেকেই আমার মধ্যে পাপ রয়েছে।*
৬ দেখো! তুমি এমন ব্যক্তির উপর খুশি হও, যার হৃদয়ে সত্য রয়েছে,আমার হৃদয়কে* প্রকৃত প্রজ্ঞা সম্বন্ধে শেখাও।
৭ এসোবের ডাটা দিয়ে জল ছিটিয়ে আমার পাপ দূর করে দাও, যাতে আমি শুচি হতে পারি,আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও, যাতে আমি তুষারের চেয়েও বেশি সাদা হতে পারি।
৮ আমাকে আনন্দ ও উল্লাসের আওয়াজ শুনতে দাও,যাতে তুমি আমার যে-হাড়গুলো ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলে, সেগুলো আনন্দ করতে পারে।
৯ তুমি আমার পাপগুলো থেকে তোমার মুখ ঘুরিয়ে নাওআর আমার সমস্ত ভুল মুছে ফেলো।
১০ হে ঈশ্বর, আমার মধ্যে এক বিশুদ্ধ হৃদয় সৃষ্টি করোআর আমার মনোভাব পরিবর্তন করো, যাতে আমি অনুগত হতে পারি।
১১ তুমি আমাকে তোমার সামনে থেকে তাড়িয়ে দিয়ো না,আমার কাছ থেকে তোমার পবিত্র শক্তি কেড়ে নিয়ো না।
১২ তুমি আমার পরিত্রাণ করে আমাকে যে-আনন্দ দিয়েছিলে, তা ফিরিয়ে দাও,আমার মধ্যে তোমার প্রতি বাধ্য হওয়ার ইচ্ছা গড়ে তোলো।
১৩ আমি অপরাধীদের তোমার পথের বিষয়ে শেখাব,যাতে পাপীরা তোমার কাছে ফিরে আসে।
১৪ হে ঈশ্বর, আমার পরিত্রাণের ঈশ্বর, রক্তপাতের দোষ থেকে আমাকে রক্ষা করো,যাতে আমার জিভ আনন্দের সঙ্গে তোমার ন্যায়বিচার সম্বন্ধে ঘোষণা করে।
১৫ হে যিহোবা, আমাকে কথা বলার অনুমতি দাও,যাতে আমি তোমার প্রশংসা করতে পারি।
১৬ কারণ তুমি কোনো বলিদান চাও না—নাহলে আমি তা উৎসর্গ করতাম,তুমি হোমবলিতে সন্তুষ্ট হও না।
১৭ ভাঙা মন এমন এক বলি, যেটাতে ঈশ্বর খুশি হন।হে ঈশ্বর, তুমি এমন হৃদয়কে প্রত্যাখ্যান* করবে না, যেটা ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।
১৮ তোমার করুণা দেখিয়ে সিয়োনের মঙ্গল করো,জেরুসালেমের প্রাচীরগুলো দৃঢ় করো।
১৯ তখন তুমি ধার্মিকতার বলিতে,হোমবলিতে এবং সম্পূর্ণরূপে উৎসর্গ করা বলিতে খুশি হবে,তখন তোমার বেদিতে ষাঁড় উৎসর্গ করা হবে।
পাদটীকাগুলো
^ বা “মনে।”
^ আক্ষ., “তোমারই বিরুদ্ধে।”
^ বা “আমার মা পাপে আমাকে গর্ভে ধারণ করেছিলেন।”
^ বা “ভিতরের ব্যক্তিত্বকে।”
^ বা “তুচ্ছ।”