গীতসংহিতা ৫৬:১-১৩

দায়ূদের দ্বারা রচিত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: “দূরে থাকা নীরব ঘুঘু” অনুসারে। মিক্‌তাম।* এই গান সেই সময়ের, যখন পলেষ্টীয়েরা গাতে দায়ূদকে ধরে ফেলেছিল। ৫৬  হে ঈশ্বর, আমার প্রতি অনুগ্রহ দেখাও কারণ মরণশীল মানুষ আমাকে আক্রমণ করছে।* সারাদিন ধরে তারা আমার সঙ্গে লড়াই করে এবং আমার উপর অত্যাচার করে।  ২  আমার শত্রুরা সারাদিন ধরে আমাকে কামড়ানোর চেষ্টা করে।অনেকে অহংকারে পূর্ণ হয়ে আমার সঙ্গে লড়াই করে।  ৩  যখন আমি ভয় পাই, তখন আমি তোমার উপর আস্থা রাখি।  ৪  আমি ঈশ্বরের উপর আস্থা রাখি, যাঁর বাক্যের বিষয়ে আমি প্রশংসা করি।আমি ঈশ্বরের উপর আস্থা রাখি, আমি ভয় পাই না। সামান্য মানুষ আমার কীই-বা করতে পারে?  ৫  সারাদিন ধরে তারা আমার জন্য সমস্যা সৃষ্টি করে,তারা কেবল আমার ক্ষতি করার বিষয়েই চিন্তা করে।  ৬  তারা আমাকে আক্রমণ করার জন্য ওত পেতে থাকে,তারা আমার প্রতিটা পদক্ষেপের উপর নজর রাখে,যাতে তারা সুযোগ পেলেই আমাকে মেরে ফেলতে পারে।  ৭  হে ঈশ্বর, তাদের মন্দতার কারণে তাদের প্রত্যাখ্যান করো। তোমার ক্রোধের দ্বারা সেই জাতিগুলোকে পরাজিত করো।  ৮  পলাতক হিসেবে আমি যে-কষ্ট ভোগ করছি, তুমি সেটার হিসাব রাখ। দয়া করে আমার চোখের জল তোমার কুপায়* ভরে রাখো। সেগুলোর বিষয়ে তোমার বইয়ে লেখা আছে।  ৯  যে-দিন আমি সাহায্য চেয়ে তোমাকে ডাকব, সেই দিন আমার শত্রুরা পালিয়ে যাবে। আমি নিশ্চিত, ঈশ্বর আমার পক্ষে রয়েছেন। ১০  আমি ঈশ্বরের উপর আস্থা রাখি, যাঁর বাক্যের বিষয়ে আমি প্রশংসা করি। আমি যিহোবার উপর আস্থা রাখি, যাঁর বাক্যের বিষয়ে আমি প্রশংসা করি। ১১  আমি ঈশ্বরের উপর আস্থা রাখি, আমি ভয় পাই না। সামান্য মানুষ আমার কী করতে পারে? ১২  হে ঈশ্বর, তোমার কাছে করা অঙ্গীকারগুলো পূর্ণ করতে আমি বাধ্য,আমি তোমাকে ধন্যবাদ দেব। ১৩  কারণ তুমি আমাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করেছএবং হোঁচট খাওয়া থেকে আমার পাকে রক্ষা করেছ,যাতে আমি বেঁচে থাকতে পারি এবং ঈশ্বরের সেবা করে যেতে পারি।*

পাদটীকাগুলো

শব্দকোষ দেখুন।
বা “আমাকে কামড়ানোর চেষ্টা করছে।”
পশুর চামড়া দিয়ে তৈরি সরু মুখবিশিষ্ট থলি।
আক্ষ., “ঈশ্বরের সামনে চলতে পারি।”