গীতসংহিতা ৬৬:১-২০
সংগীত পরিচালকের জন্য নির্দেশনা। সংগীত।
৬৬ পৃথিবীর সমস্ত লোক, তোমরা আনন্দে চিৎকার করো এবং ঈশ্বরের প্রশংসা করো!
২ তাঁর গৌরবময় নামের প্রশংসায় গান গাও।*
তাঁর গৌরব ও প্রশংসা করো।
৩ ঈশ্বরকে বলো: “তোমার কাজ কতই-না বিস্ময়কর!
তোমার মহাশক্তি দেখে তোমার শত্রুরা তোমার সামনে ভয়ে কুঁকড়ে যাবে।
৪ পৃথিবীর সমস্ত লোক তোমার সামনে মাথা নত করবে,তারা তোমার প্রশংসায় গান গাইবে,তোমার নামের প্রশংসায় গান গাইবে।” (সেলা)
৫ তোমরা সবাই এসে ঈশ্বরের কাজ দেখো,তিনি মানুষের জন্য কতই-না বিস্ময়কর কাজ করেছেন!
৬ তিনি সমুদ্রকে শুষ্ক ভূমিতে পরিণত করলেন,তিনি নদীর মাঝখান থেকে রাস্তা বের করলেন,যেটা দিয়ে হেঁটে তারা নদী পার হল।
সেখানে আমরা ঈশ্বরের কারণে আনন্দ করলাম।
৭ তিনি নিজের শক্তির দ্বারা চিরকাল রাজত্ব করেন।
তিনি জাতিগুলোর উপর নজর রাখেন।
যারা একগুঁয়ে, তারা যেন নিজেদের উচ্চে তুলে না ধরে। (সেলা)
৮ বিভিন্ন জাতির লোকেরা, তোমরা আমাদের ঈশ্বরের প্রশংসা করো,তাঁর প্রশংসা যেন চারিদিকে শোনা যায়।
৯ তিনি আমাদের বাঁচিয়ে রাখেন,তিনি আমাদের হোঁচট খেতে* দেন না।
১০ কারণ হে ঈশ্বর, তুমি আমাদের পরীক্ষা করেছ,তুমি রুপোর মতোই আমাদের পরিশোধন করেছ।
১১ তুমি আমাদের জালে আটকে দিলে,আমাদের উপর* অত্যন্ত ভারী বোঝা চাপিয়ে দিলে।
১২ তুমি মরণশীল মানুষকে আমাদের* মাড়িয়ে দিতে দিলে।আমরা আগুন ও জলের মধ্য দিয়ে এলাম,এরপর তুমি আমাদের সুরক্ষিত জায়গায় নিয়ে এলে।
১৩ আমি হোমবলি নিয়ে তোমার গৃহে আসব,আমি সেই অঙ্গীকারগুলো পূর্ণ করব,
১৪ যেগুলো আমি সমস্যার সময় তোমার কাছে করেছিলাম,আমি সেই প্রতিজ্ঞাগুলো অনুযায়ী কাজ করব, যেগুলো আমি বিপদের সময় তোমার কাছে করেছিলাম।
১৫ আমি তোমার কাছে মোটাসোটা পশুর হোমবলি উৎসর্গ করব,পুংমেষের বলি উৎসর্গ করব, যাতে বলি থেকে ধোঁয়া বের হয়।
আমি ষাঁড় ও পাঁঠা উৎসর্গ করব। (সেলা)
১৬ তোমরা যারা ঈশ্বরকে ভয় কর, তোমরা সবাই এসো আর শোনো,আমি তোমাদের বলব, তিনি আমার জন্য কী কী করেছেন।
১৭ আমি নিজের মুখে তাঁকে ডাকলাম,নিজের জিভে তাঁর গৌরব করলাম।
১৮ আমি যদি আমার হৃদয়ে কোনো মন্দ বিষয় পুষে রাখতাম,তা হলে যিহোবা আমার কথা শুনতেন না।
১৯ কিন্তু, ঈশ্বর আমার কথা শুনেছেন,তিনি আমার প্রার্থনার প্রতি মনোযোগ দিয়েছেন।
২০ ঈশ্বরের প্রশংসা হোক, যিনি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করেননিকিংবা আমার প্রতি তাঁর অটল প্রেম দেখানো থেকে বিরত থাকেননি।
পাদটীকাগুলো
^ বা “নামের উদ্দেশে সংগীত বাজাও।”
^ বা “আমাদের টলে যেতে।”
^ আক্ষ., “কোমরে।”
^ আক্ষ., “আমাদের মাথা।”