গীতসংহিতা ৭৬:১-১২
আসফের সংগীত। সংগীত পরিচালকের জন্য নির্দেশনা: এই গান যেন তারওয়ালা বাদ্যযন্ত্র বাজিয়ে গাওয়া হয়।
৭৬ ঈশ্বরকে পুরো যিহূদা জানে,ইজরায়েলে তাঁর নাম মহৎ।
২ তিনি শালেমে থাকেন,তাঁর বাসস্থান সিয়োনে।
৩ সেখানে তিনি জ্বলন্ত তির ভেঙে দিলেন,ঢাল, তলোয়ার এবং যুদ্ধের অস্ত্রশস্ত্র ভেঙে দিলেন। (সেলা)
৪ হে ঈশ্বর, তুমি উজ্জ্বল আলো ছড়াও,*তুমি শিকারের পর্বতের চেয়ে অনেক বেশি মহিমাময়।
৫ যাদের মনে অনেক সাহস রয়েছে, তাদের লুট করা হয়েছে।
তারা মৃত্যুতে ঘুমিয়ে পড়েছে,সমস্ত যোদ্ধা অসহায় হয়ে পড়েছে।
৬ হে যাকোবের ঈশ্বর, তুমি যখন ধমক দিলে,তখন ঘোড়া ও রথচালক, উভয়ই মৃত্যুতে ঘুমিয়ে পড়ল।
৭ তুমি একাই বিস্ময়কর।
তোমার প্রচণ্ড ক্রোধের সামনে কে দাঁড়াতে পারে?
৮ তুমি স্বর্গ থেকে রায় ঘোষণা করলে।পৃথিবী সেই সময় ভয় পেয়ে গেল আর চুপ করে রইল,
৯ যখন তুমি শাস্তি দেওয়ার জন্যএবং পৃথিবীর সমস্ত মৃদুশীল ব্যক্তিকে রক্ষা করার জন্য উঠে দাঁড়ালে। (সেলা)
১০ মানুষের প্রচণ্ড রাগ তোমার প্রশংসার কারণ হবে,তাদের রাগের শেষ অংশটুকু দিয়েও তুমি নিজেকে গৌরবান্বিত করে তুলবে।
১১ তোমাদের ঈশ্বর যিহোবার কাছে অঙ্গীকার করো আর সেগুলো পূর্ণ করো,তার চারপাশে থাকা সবাই যেন ভয় সহকারে তাঁর কাছে উপহার নিয়ে আসে।
১২ তিনি অহংকারী নেতাদের নত করবেন,তিনি পৃথিবীর রাজাদের মনে ভয় ঢুকিয়ে দেবেন।
পাদটীকাগুলো
^ বা “তোমার চারিদিকে আলো রয়েছে।”