গীতসংহিতা ৯৬:১-১৩

৯৬  যিহোবার উদ্দেশে এক নতুন গান গাও। সারা পৃথিবীর লোকেরা, যিহোবার উদ্দেশে গান গাও!  ২  যিহোবার উদ্দেশে গান গাও, তাঁর নামের প্রশংসা করো। তাঁর পরিত্রাণের সুসমাচারের বিষয়ে দিনের পর দিন ঘোষণা করো।  ৩  বিভিন্ন জাতির মধ্যে তাঁর মহিমা সম্বন্ধে ঘোষণা করো,বিভিন্ন দেশের লোকের মধ্যে তাঁর আশ্চর্যজনক কাজ সম্বন্ধে ঘোষণা করো।  ৪  যিহোবা মহান এবং তিনি সবচেয়ে বেশি প্রশংসা পাওয়ার যোগ্য। তিনি অন্য সমস্ত দেবতার চেয়ে আরও বেশি বিস্ময়কর।  ৫  জাতিগুলোর সমস্ত দেবতাই অপদার্থ,কিন্তু যিহোবাই আকাশ তৈরি করেছেন।  ৬  তাঁর সামনে প্রতাপ* ও মহিমা আছে,তাঁর পবিত্র স্থানে শক্তি ও সৌন্দর্য আছে।  ৭  সমস্ত জাতির পরিবারগুলো, যিহোবাকে সমাদর করো,যিহোবাকে সমাদর করো কারণ তিনি মহিমায় ও শক্তিতে পূর্ণ।  ৮  যিহোবার নামের প্রাপ্য গৌরব তাঁকে দাও,উপহার নিয়ে তাঁর প্রাঙ্গণে এসো।  ৯  পবিত্র পোশাক পরে* যিহোবার সামনে মাথা নত* করো,পুরো পৃথিবীর লোক তাঁর সামনে কাঁপো! ১০  জাতিগুলোর মধ্যে ঘোষণা করো: “যিহোবা রাজা হয়েছেন! পৃথিবীকে* দৃঢ়ভাবে স্থাপন করা হয়েছে, এটাকে সরানো যাবে না। তিনি ন্যায্যভাবে জাতিগুলোর বিচার* করবেন।” ১১  আকাশ আনন্দ করুক, পৃথিবী আনন্দ করুক,সমুদ্র এবং সেটার মধ্যে থাকা সমস্ত কিছু আনন্দে গর্জন করুক। ১২  মাঠ এবং সেগুলোর মধ্যে থাকা সমস্ত কিছু আনন্দ করুক। বনের মধ্যে থাকা সমস্ত গাছও আনন্দে চিৎকার করুক, ১৩  যিহোবার সামনে আনন্দে চিৎকার করুক কারণ তিনি আসছেন,তিনি পৃথিবীর বিচার করতে আসছেন।* তিনি ন্যায্যভাবে পুরো পৃথিবীর* বিচার করবেন,তিনি বিশ্বস্ততার সঙ্গে জাতিগুলোর বিচার করবেন।

পাদটীকাগুলো

বা “মর্যাদা।”
বা সম্ভবত, “তাঁর পবিত্রতার প্রতাপের কারণে।”
বা “যিহোবার উপাসনা।”
বা “উর্বর ভূমিকে।”
বা “পক্ষসমর্থন।”
বা “এসেছেন।”
বা “উর্বর ভূমির।”