দ্বিতীয় বিবরণ ৬:১-২৫

 “তোমাদের ঈশ্বর যিহোবা আমাকে এই সমস্ত আজ্ঞা, আইনকানুন এবং বিচার সংক্রান্ত রায় তোমাদের শেখানোর জন্য দিয়েছেন, যাতে তোমরা জর্ডন পার হয়ে যে-দেশ দখল করবে, সেখানে তোমরা এগুলো পালন কর ২  আর সারাজীবন ধরে তোমার ঈশ্বর যিহোবাকে ভয় কর আর তাঁর সমস্ত নিয়ম ও আজ্ঞা পালন কর, যেগুলো আমি তোমাকে এবং তোমার ছেলেদের ও নাতিদের দিচ্ছি, যাতে তুমি দীর্ঘসময় বেঁচে থাক। ৩  হে ইজরায়েল, তুমি এই আজ্ঞাগুলো মন দিয়ে শোনো আর ভালোভাবে পালন করো। এমনটা করলে যে-দেশে দুধ ও মধু বয়ে যায়, সেখানে তুমি সমৃদ্ধিশালী হবে এবং তোমরা বহুসংখ্যক হয়ে উঠবে, ঠিক যেমনটা তোমার পূর্বপুরুষদের ঈশ্বর যিহোবা তোমার কাছে প্রতিজ্ঞা করেছেন। ৪  “হে ইজরায়েল, শোনো: যিহোবা হলেন আমাদের ঈশ্বর আর কেবল এক জন যিহোবাই রয়েছেন। ৫  তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ এবং তোমার সমস্ত শক্তি* দিয়ে তোমার ঈশ্বর যিহোবাকে ভালোবাসবে। ৬  আজ আমি তোমাকে যে-আজ্ঞাগুলো দিচ্ছি, সেগুলো যেন তোমার হৃদয়ে থাকে। ৭  আর তুমি তোমার ছেলেদের মনে এগুলো গেঁথে দেবে* আর ঘরে বসার সময়, রাস্তায় চলার সময়, শোয়ার সময় এবং ওঠার সময় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। ৮  তুমি এই আজ্ঞাগুলো স্মরণে রাখার জন্য তোমার হাতে বেঁধে রাখবে আর মাথার পট্টির মতো কপালে* বেঁধে রাখবে। ৯  তুমি এগুলোকে তোমার ঘরের দরজার দুই চৌকাঠে এবং নগরের দরজাগুলোতে লিখে রাখবে। ১০  “যখন তোমার ঈশ্বর যিহোবা তোমাকে সেই দেশে নিয়ে যাবেন, যেটা দেওয়ার বিষয়ে তিনি তোমার পূর্বপুরুষদের কাছে, অব্রাহাম, ইস্‌হাক ও যাকোবের কাছে দিব্য করেছিলেন, তখন সেখানে তিনি তোমাকে বড়ো বড়ো এবং সুন্দর সুন্দর নগর দেবেন, যেগুলো তুমি নির্মাণ করনি ১১  আর সমস্ত ধরনের উত্তম বিষয়ে পূর্ণ বাড়ি দেবেন, যেগুলোর জন্য তুমি কোনো পরিশ্রম করনি, খোঁড়া কুঁয়ো দেবেন, যেগুলো তুমি খুঁড়ে তৈরি করনি আর আঙুরের খেত এবং জলপাইয়ের বাগান দেবেন, যেগুলোতে তোমরা গাছ লাগাওনি। যখন তোমরা খাওয়া-দাওয়া করবে এবং পরিতৃপ্ত হবে, ১২  তখন সাবধান থেকো যেন তুমি যিহোবাকে ভুলে না যাও, যিনি তোমাকে দাসত্বের দেশ মিশর থেকে বের করে এনেছেন। ১৩  তুমি তোমার ঈশ্বর যিহোবাকেই ভয় করবে, তাঁরই সেবা করবে এবং তাঁর নামেই দিব্য করবে। ১৪  তোমরা অন্য দেবতাকে, তোমাদের আশেপাশের জাতিগুলোর কোনো দেবতাকে অনুসরণ করবে না ১৫  কারণ তোমার ঈশ্বর যিহোবা, যিনি তোমার মাঝে রয়েছেন, চান যেন একমাত্র তাঁর প্রতি ভক্তি দেখানো হয়। তুমি যদি এমনটা না কর, তা হলে তোমার ঈশ্বর যিহোবার ক্রোধের আগুন তোমার বিরুদ্ধে জ্বলে উঠবে আর তিনি তোমাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবেন। ১৬  “তুমি তোমার ঈশ্বর যিহোবাকে পরীক্ষা করবে না, যেমনটা তোমরা মঃসায় তাঁকে পরীক্ষা করেছিলে। ১৭  তোমাদের ঈশ্বর যিহোবা তোমাকে যে-সমস্ত আজ্ঞা ও আইনকানুন দিয়েছেন এবং যে-নির্দেশনাগুলো তোমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, সেগুলো তোমরা ভালোভাবে পালন করবে। ১৮  তুমি সেই বিষয়গুলোই করবে, যেগুলো যিহোবার দৃষ্টিতে সঠিক ও ভালো, যাতে তুমি সমৃদ্ধিশালী হতে পার এবং সেই উত্তম দেশে গিয়ে সেটা দখল করতে পার, যেটা দেওয়ার বিষয়ে যিহোবা তোমার পূর্বপুরুষদের কাছে দিব্য করেছিলেন। ১৯  তুমি তোমার সামনে থেকে সমস্ত শত্রুকে তাড়িয়ে দেবে, ঠিক যেমনটা যিহোবা প্রতিজ্ঞা করেছেন। ২০  “ভবিষ্যতে যখন তোমার ছেলে তোমাকে জিজ্ঞেস করবে, ‘কেন আমাদের ঈশ্বর যিহোবা তোমাদের এই আইনকানুন, বিচার সংক্রান্ত রায় এবং স্মরণ করিয়ে দেওয়ার জন্য নির্দেশনাগুলো দিয়েছেন?’ ২১  তখন তুমি তাকে বলবে, ‘আমরা মিশরে ফরৌণের দাস ছিলাম কিন্তু যিহোবা তাঁর শক্তিশালী হস্ত ব্যবহার করে আমাদের মিশর থেকে বের করে আনলেন। ২২  যিহোবা মিশরে আমাদের চোখের সামনে মহৎ মহৎ চিহ্ন দেখালেন এবং অলৌকিক কাজ করলেন আর এর ফলে পুরো মিশর ধ্বংস হয়ে গেল আর ফরৌণ এবং তার পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল। ২৩  তারপর, তিনি আমাদের সেখান থেকে বের করে এখানে নিয়ে এলেন, যাতে তিনি আমাদের এই দেশ দেন, যেটার বিষয়ে তিনি আমাদের পূর্বপুরুষদের কাছে দিব্য করেছিলেন। ২৪  তারপর, যিহোবা আমাদের আজ্ঞা দিলেন যেন আমরা এই সমস্ত আইনকানুন পালন করি এবং আমাদের ঈশ্বর যিহোবাকে ভয় করি, যাতে সবসময় আমাদের মঙ্গল হয় আর আমরা জীবিত থাকি, ঠিক যেমন আজ আমরা জীবিত রয়েছি। ২৫  আমরা যদি আমাদের ঈশ্বর যিহোবার আজ্ঞা অনুযায়ী* এই সমস্ত নিয়ম ভালোভাবে পালন করি, তা হলে আমরা তাঁর দৃষ্টিতে ধার্মিক হয়ে উঠব।’

পাদটীকাগুলো

বা “তোমার যা-কিছু রয়েছে, তা।”
বা “ছেলেদের সামনে এই বিষয়গুলো বার বার বলবে।”
আক্ষ., “দুই চোখের মাঝখানে।”
আক্ষ., “যিহোবার সামনে।”